খেলোয়াড়দের দল থেকে বাদ পড়া স্বাভাবিক ব্যাপার। চোট থেকে শুরু করে ফর্ম হারিয়ে ফেলা কিংবা শৃঙ্খলাজনিত কারণে দল থেকে বাদ পড়তে পারেন যেকোনো খেলোয়াড়।
তবে এবার অদ্ভুত কাণ্ডের জেরে ছিটকে গেছেন মার্সেলো আন্তোনিও গেদেস ফিলহো। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের দল থেকে বাদ পড়ার কারণ রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছে।
ড্রেসিংরুমে ক্রমাগত বায়ুত্যাগ ও কোচ-কর্মকর্তাদের সামনে হাসতে থাকায় ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে বাদ পড়েছেন মার্সেলো। ৩৪ বছর বয়সী ডিফেন্ডারকে সরিয়ে দিয়েছেন লিওঁ কোচ পিটার বোস।
জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএনের খবর, ড্রেসিংরুমে অনবরত বায়ুত্যাগ করতেন মার্সেলো। জোরে শব্দ আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন সবাই। এ নিয়ে কিছু বললে কোচ-কর্মকর্তাদের সামনেই খিলখিলিয়ে হাসতেন তিনি। যে কারণে অঁজের বিপক্ষে ম্যাচের পর বাদ দেওয়া হয় তাঁকে।
গত বছরের আগস্টেও আরেক কাণ্ড করে বসেন মার্সেলো। ম্যাচ হারের পর দলকে উজ্জীবিত করতে ড্রেসিং রুমে কথা বলছিলেন লিওঁর অধিনায়ক লিও দুবো। কোচ পিটার বোস ও ক্রীড়া পরিচালক জুনিনহোও সেখানে ছিলেন। তাঁদের সমানেই অট্টহাসিতে ফেটে পড়েন মার্সেলো।
এ ধরনের বিচিত্র আচরণে মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করে ফ্রান্সের অন্যতম সফল ক্লাব লিওঁ। পরে আরেক ফরাসি ক্লাব বোর্দোয় যোগ দেন তিনি। আগামী মৌসুম থেকে নতুন দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।
খেলোয়াড়দের দল থেকে বাদ পড়া স্বাভাবিক ব্যাপার। চোট থেকে শুরু করে ফর্ম হারিয়ে ফেলা কিংবা শৃঙ্খলাজনিত কারণে দল থেকে বাদ পড়তে পারেন যেকোনো খেলোয়াড়।
তবে এবার অদ্ভুত কাণ্ডের জেরে ছিটকে গেছেন মার্সেলো আন্তোনিও গেদেস ফিলহো। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের দল থেকে বাদ পড়ার কারণ রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছে।
ড্রেসিংরুমে ক্রমাগত বায়ুত্যাগ ও কোচ-কর্মকর্তাদের সামনে হাসতে থাকায় ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে বাদ পড়েছেন মার্সেলো। ৩৪ বছর বয়সী ডিফেন্ডারকে সরিয়ে দিয়েছেন লিওঁ কোচ পিটার বোস।
জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএনের খবর, ড্রেসিংরুমে অনবরত বায়ুত্যাগ করতেন মার্সেলো। জোরে শব্দ আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন সবাই। এ নিয়ে কিছু বললে কোচ-কর্মকর্তাদের সামনেই খিলখিলিয়ে হাসতেন তিনি। যে কারণে অঁজের বিপক্ষে ম্যাচের পর বাদ দেওয়া হয় তাঁকে।
গত বছরের আগস্টেও আরেক কাণ্ড করে বসেন মার্সেলো। ম্যাচ হারের পর দলকে উজ্জীবিত করতে ড্রেসিং রুমে কথা বলছিলেন লিওঁর অধিনায়ক লিও দুবো। কোচ পিটার বোস ও ক্রীড়া পরিচালক জুনিনহোও সেখানে ছিলেন। তাঁদের সমানেই অট্টহাসিতে ফেটে পড়েন মার্সেলো।
এ ধরনের বিচিত্র আচরণে মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করে ফ্রান্সের অন্যতম সফল ক্লাব লিওঁ। পরে আরেক ফরাসি ক্লাব বোর্দোয় যোগ দেন তিনি। আগামী মৌসুম থেকে নতুন দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১ ঘণ্টা আগেঅপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেমার্চে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। তাই সৌদি আরব থেকেই ইতালিতে ফিরতে হয় এই ফুটবলারকে। কোচ হাভিয়ের কাবরেরার এমন সিদ্ধান্ত বিস্ময়ের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দেয়।
২ ঘণ্টা আগেবিশ্ব ক্রিকেটে দলীয় মান, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তারকাদের উপস্থিতি কেবল খেলার মান নির্ধারণ করে না, বরং দেশের ক্রিকেটের বাণিজ্যিকীকরণেও ব্যাপক প্রভাব ফেলে। কখনো কখনো একজন তারকা ক্রিকেটারের উপস্থিতিই একটি দেশের ক্রিকেট অর্থনীতিকেও চাঙা করে তোলে, পৃষ্ঠপোষকদের আকৃষ্ট করে এবং বিপণন মূল্য বাড়িয়ে দেয়
২ ঘণ্টা আগে