ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ব্যাপারটা যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারার মতো। আল নাসরের হয়ে গতকালকেই করলেন প্রথম গোল। আল ফতেহর বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে তাঁর দল। সৌদি লিগে প্রথম গোল করতে পেরে আনন্দিত পর্তুগিজ এই ফরোয়ার্ড।
গতকাল প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল ফতেহ ও আল নাসর। ম্যাচের ১২ মিনিটে ক্রিস্টিয়ান তেলোর গোলে এগিয়ে যায় আল ফতেহ। এরপর ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসর। গিসলেইন কোনানের অ্যাসিস্টে গোল করেন তালিসকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন এই ম্যাচ ড্র করতে পুরো দল দারুণ চেষ্টা করেছে।’
২-২ গোলের এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট পেল আল নাসর। তাতে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাবের পয়েন্ট ৩৪। শুধু গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোনালদোরা।
আল নাসরের হয়ে এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন রোনালদো। তৃতীয় ম্যাচে এসে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল না পাওয়া আগের দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে হেরেছে আল নাসর। যার মধ্যে রয়েছে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে পরাজয়ের ম্যাচ।
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ব্যাপারটা যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারার মতো। আল নাসরের হয়ে গতকালকেই করলেন প্রথম গোল। আল ফতেহর বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে তাঁর দল। সৌদি লিগে প্রথম গোল করতে পেরে আনন্দিত পর্তুগিজ এই ফরোয়ার্ড।
গতকাল প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল ফতেহ ও আল নাসর। ম্যাচের ১২ মিনিটে ক্রিস্টিয়ান তেলোর গোলে এগিয়ে যায় আল ফতেহ। এরপর ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসর। গিসলেইন কোনানের অ্যাসিস্টে গোল করেন তালিসকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন এই ম্যাচ ড্র করতে পুরো দল দারুণ চেষ্টা করেছে।’
২-২ গোলের এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট পেল আল নাসর। তাতে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাবের পয়েন্ট ৩৪। শুধু গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোনালদোরা।
আল নাসরের হয়ে এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন রোনালদো। তৃতীয় ম্যাচে এসে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল না পাওয়া আগের দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে হেরেছে আল নাসর। যার মধ্যে রয়েছে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে পরাজয়ের ম্যাচ।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
২ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৪ ঘণ্টা আগে