ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ব্যাপারটা যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারার মতো। আল নাসরের হয়ে গতকালকেই করলেন প্রথম গোল। আল ফতেহর বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে তাঁর দল। সৌদি লিগে প্রথম গোল করতে পেরে আনন্দিত পর্তুগিজ এই ফরোয়ার্ড।
গতকাল প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল ফতেহ ও আল নাসর। ম্যাচের ১২ মিনিটে ক্রিস্টিয়ান তেলোর গোলে এগিয়ে যায় আল ফতেহ। এরপর ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসর। গিসলেইন কোনানের অ্যাসিস্টে গোল করেন তালিসকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন এই ম্যাচ ড্র করতে পুরো দল দারুণ চেষ্টা করেছে।’
২-২ গোলের এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট পেল আল নাসর। তাতে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাবের পয়েন্ট ৩৪। শুধু গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোনালদোরা।
আল নাসরের হয়ে এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন রোনালদো। তৃতীয় ম্যাচে এসে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল না পাওয়া আগের দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে হেরেছে আল নাসর। যার মধ্যে রয়েছে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে পরাজয়ের ম্যাচ।
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ব্যাপারটা যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারার মতো। আল নাসরের হয়ে গতকালকেই করলেন প্রথম গোল। আল ফতেহর বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে তাঁর দল। সৌদি লিগে প্রথম গোল করতে পেরে আনন্দিত পর্তুগিজ এই ফরোয়ার্ড।
গতকাল প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল ফতেহ ও আল নাসর। ম্যাচের ১২ মিনিটে ক্রিস্টিয়ান তেলোর গোলে এগিয়ে যায় আল ফতেহ। এরপর ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসর। গিসলেইন কোনানের অ্যাসিস্টে গোল করেন তালিসকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন এই ম্যাচ ড্র করতে পুরো দল দারুণ চেষ্টা করেছে।’
২-২ গোলের এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট পেল আল নাসর। তাতে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাবের পয়েন্ট ৩৪। শুধু গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোনালদোরা।
আল নাসরের হয়ে এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন রোনালদো। তৃতীয় ম্যাচে এসে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল না পাওয়া আগের দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে হেরেছে আল নাসর। যার মধ্যে রয়েছে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে পরাজয়ের ম্যাচ।
হোটেলে লবিতে ঢুকতেই চোখে পড়লো বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
৫ মিনিট আগেবেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৬ মিনিট আগেমিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
১ ঘণ্টা আগেউত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা
২ ঘণ্টা আগে