ক্রীড়া ডেস্ক
এই আতোঁয়ান গ্রিজমানকে দেখে হয়তো বুকে কষ্টটা বেড়ে যাবে বার্সেলোনা সমর্থকদের! তিন মৌসুম আগেও আতলেতিকো মাদ্রিদে এমন ঝলকই দেখাতেন যে নেইমারকে বাদ দিয়ে তাকে দ্রুত বগলদাবা করে ন্যু ক্যাম্পে এনেছিলেন সাবেক বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। কিন্তু দলবদল করে যেন খেলাই ভুলে গিয়েছিলেন গ্রিজমান।
দুই মৌসুম বার্সাতে ব্যর্থ অভিযান শেষে আবারও সাবেক ক্লাব আতলেতিকোতে ফিরেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। ফিরেছেন প্রিয় কোচ ডিয়েগো সিমিওনের অধীনে। অবশ্য বলা ভালো, বেতনের বোঝা কমাতে তাকেই ছেড়ে দিয়েছে বার্সা। কাল লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করে দুই মৌসুমের জ্বালা-যন্ত্রণা কমানোর সুযোগটাও ভালোভাবে পেয়েছিলেন গ্রিজমান। কিন্তু ‘লাল কার্ড’ দেখে সবকিছু ভেস্তে দিলেন নিজেই।
গতকাল রাতে ওয়ান্ডা মেত্রোপলিটানে দর্শকদের এক ‘পাগলাটে’ ম্যাচ উপহার দিয়েছে আতলেতিকো-লিভারপুল। প্রথমার্ধেই গোল হলো চারটি। দুই গোল লিভারপুলের, দুই গোল স্বাগতিক আতলেতিকোর। পরের গোলটি হলো ম্যাচ শেষের ১২ মিনিট আগে। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোর মাঠ থেকে লিভারপুলকে ৩-২ গোলের এক জয় এনে দিয়েছেন মোহামেদ সালাহ।
ম্যাচের ৮ মিনিটে সালাহ ও ১৩ মিনিটে নাবি কেইতার গোলে আতলেতিকোর মাঠে এগিয়ে যায় লিভারপুল। খেলায় ফিরতে ম্যাচে বেশি সময় নেয়নি স্বাগতিকরাও। ২০ ও ৩৪ মিনিটে জোড়া গোল করে আতলেতিকোকে সমতায় ফেরান গ্রিজমান।
দলকে ম্যাচে ফিরিয়ে নায়ক হতে পারতেন, কিন্তু উল্টো বিপদে ফেলে নিজেই খলনায়ক গ্রিজমান। ৫২ মিনিটে ফিরমিনোকে ফাউল করার অপরাধে ফরাসি ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
এক খেলোয়াড় কম নিয়ে পরের ৪০ মিনিট খেলার ধাক্কাটা সামলাতে পারেনি মাদ্রিদের দলটি। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোর কফিনে পেরেক ঠুকে দেন সালাহ।
আতলেতিকোকে হারিয়ে ২০২০ সালের চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ার মধুর প্রতিশোধ নিয়েছে লিভারপুল। জোড়া গোলে রেকর্ডও গড়েছেন সালাহ। স্টিফেন জেরার্ডকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে অলরেডদের সর্বোচ্চ গোলের কীর্তি এখন ‘মিশরের রাজার’।
এই আতোঁয়ান গ্রিজমানকে দেখে হয়তো বুকে কষ্টটা বেড়ে যাবে বার্সেলোনা সমর্থকদের! তিন মৌসুম আগেও আতলেতিকো মাদ্রিদে এমন ঝলকই দেখাতেন যে নেইমারকে বাদ দিয়ে তাকে দ্রুত বগলদাবা করে ন্যু ক্যাম্পে এনেছিলেন সাবেক বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। কিন্তু দলবদল করে যেন খেলাই ভুলে গিয়েছিলেন গ্রিজমান।
দুই মৌসুম বার্সাতে ব্যর্থ অভিযান শেষে আবারও সাবেক ক্লাব আতলেতিকোতে ফিরেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। ফিরেছেন প্রিয় কোচ ডিয়েগো সিমিওনের অধীনে। অবশ্য বলা ভালো, বেতনের বোঝা কমাতে তাকেই ছেড়ে দিয়েছে বার্সা। কাল লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করে দুই মৌসুমের জ্বালা-যন্ত্রণা কমানোর সুযোগটাও ভালোভাবে পেয়েছিলেন গ্রিজমান। কিন্তু ‘লাল কার্ড’ দেখে সবকিছু ভেস্তে দিলেন নিজেই।
গতকাল রাতে ওয়ান্ডা মেত্রোপলিটানে দর্শকদের এক ‘পাগলাটে’ ম্যাচ উপহার দিয়েছে আতলেতিকো-লিভারপুল। প্রথমার্ধেই গোল হলো চারটি। দুই গোল লিভারপুলের, দুই গোল স্বাগতিক আতলেতিকোর। পরের গোলটি হলো ম্যাচ শেষের ১২ মিনিট আগে। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোর মাঠ থেকে লিভারপুলকে ৩-২ গোলের এক জয় এনে দিয়েছেন মোহামেদ সালাহ।
ম্যাচের ৮ মিনিটে সালাহ ও ১৩ মিনিটে নাবি কেইতার গোলে আতলেতিকোর মাঠে এগিয়ে যায় লিভারপুল। খেলায় ফিরতে ম্যাচে বেশি সময় নেয়নি স্বাগতিকরাও। ২০ ও ৩৪ মিনিটে জোড়া গোল করে আতলেতিকোকে সমতায় ফেরান গ্রিজমান।
দলকে ম্যাচে ফিরিয়ে নায়ক হতে পারতেন, কিন্তু উল্টো বিপদে ফেলে নিজেই খলনায়ক গ্রিজমান। ৫২ মিনিটে ফিরমিনোকে ফাউল করার অপরাধে ফরাসি ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
এক খেলোয়াড় কম নিয়ে পরের ৪০ মিনিট খেলার ধাক্কাটা সামলাতে পারেনি মাদ্রিদের দলটি। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোর কফিনে পেরেক ঠুকে দেন সালাহ।
আতলেতিকোকে হারিয়ে ২০২০ সালের চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ার মধুর প্রতিশোধ নিয়েছে লিভারপুল। জোড়া গোলে রেকর্ডও গড়েছেন সালাহ। স্টিফেন জেরার্ডকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে অলরেডদের সর্বোচ্চ গোলের কীর্তি এখন ‘মিশরের রাজার’।
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
১ ঘণ্টা আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
২ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
৩ ঘণ্টা আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
৩ ঘণ্টা আগে