এই আতোঁয়ান গ্রিজমানকে দেখে হয়তো বুকে কষ্টটা বেড়ে যাবে বার্সেলোনা সমর্থকদের! তিন মৌসুম আগেও আতলেতিকো মাদ্রিদে এমন ঝলকই দেখাতেন যে নেইমারকে বাদ দিয়ে তাকে দ্রুত বগলদাবা করে ন্যু ক্যাম্পে এনেছিলেন সাবেক বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। কিন্তু দলবদল করে যেন খেলাই ভুলে গিয়েছিলেন গ্রিজমান।
দুই মৌসুম বার্সাতে ব্যর্থ অভিযান শেষে আবারও সাবেক ক্লাব আতলেতিকোতে ফিরেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। ফিরেছেন প্রিয় কোচ ডিয়েগো সিমিওনের অধীনে। অবশ্য বলা ভালো, বেতনের বোঝা কমাতে তাকেই ছেড়ে দিয়েছে বার্সা। কাল লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করে দুই মৌসুমের জ্বালা-যন্ত্রণা কমানোর সুযোগটাও ভালোভাবে পেয়েছিলেন গ্রিজমান। কিন্তু ‘লাল কার্ড’ দেখে সবকিছু ভেস্তে দিলেন নিজেই।
গতকাল রাতে ওয়ান্ডা মেত্রোপলিটানে দর্শকদের এক ‘পাগলাটে’ ম্যাচ উপহার দিয়েছে আতলেতিকো-লিভারপুল। প্রথমার্ধেই গোল হলো চারটি। দুই গোল লিভারপুলের, দুই গোল স্বাগতিক আতলেতিকোর। পরের গোলটি হলো ম্যাচ শেষের ১২ মিনিট আগে। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোর মাঠ থেকে লিভারপুলকে ৩-২ গোলের এক জয় এনে দিয়েছেন মোহামেদ সালাহ।
ম্যাচের ৮ মিনিটে সালাহ ও ১৩ মিনিটে নাবি কেইতার গোলে আতলেতিকোর মাঠে এগিয়ে যায় লিভারপুল। খেলায় ফিরতে ম্যাচে বেশি সময় নেয়নি স্বাগতিকরাও। ২০ ও ৩৪ মিনিটে জোড়া গোল করে আতলেতিকোকে সমতায় ফেরান গ্রিজমান।
দলকে ম্যাচে ফিরিয়ে নায়ক হতে পারতেন, কিন্তু উল্টো বিপদে ফেলে নিজেই খলনায়ক গ্রিজমান। ৫২ মিনিটে ফিরমিনোকে ফাউল করার অপরাধে ফরাসি ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
এক খেলোয়াড় কম নিয়ে পরের ৪০ মিনিট খেলার ধাক্কাটা সামলাতে পারেনি মাদ্রিদের দলটি। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোর কফিনে পেরেক ঠুকে দেন সালাহ।
আতলেতিকোকে হারিয়ে ২০২০ সালের চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ার মধুর প্রতিশোধ নিয়েছে লিভারপুল। জোড়া গোলে রেকর্ডও গড়েছেন সালাহ। স্টিফেন জেরার্ডকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে অলরেডদের সর্বোচ্চ গোলের কীর্তি এখন ‘মিশরের রাজার’।
এই আতোঁয়ান গ্রিজমানকে দেখে হয়তো বুকে কষ্টটা বেড়ে যাবে বার্সেলোনা সমর্থকদের! তিন মৌসুম আগেও আতলেতিকো মাদ্রিদে এমন ঝলকই দেখাতেন যে নেইমারকে বাদ দিয়ে তাকে দ্রুত বগলদাবা করে ন্যু ক্যাম্পে এনেছিলেন সাবেক বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। কিন্তু দলবদল করে যেন খেলাই ভুলে গিয়েছিলেন গ্রিজমান।
দুই মৌসুম বার্সাতে ব্যর্থ অভিযান শেষে আবারও সাবেক ক্লাব আতলেতিকোতে ফিরেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। ফিরেছেন প্রিয় কোচ ডিয়েগো সিমিওনের অধীনে। অবশ্য বলা ভালো, বেতনের বোঝা কমাতে তাকেই ছেড়ে দিয়েছে বার্সা। কাল লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করে দুই মৌসুমের জ্বালা-যন্ত্রণা কমানোর সুযোগটাও ভালোভাবে পেয়েছিলেন গ্রিজমান। কিন্তু ‘লাল কার্ড’ দেখে সবকিছু ভেস্তে দিলেন নিজেই।
গতকাল রাতে ওয়ান্ডা মেত্রোপলিটানে দর্শকদের এক ‘পাগলাটে’ ম্যাচ উপহার দিয়েছে আতলেতিকো-লিভারপুল। প্রথমার্ধেই গোল হলো চারটি। দুই গোল লিভারপুলের, দুই গোল স্বাগতিক আতলেতিকোর। পরের গোলটি হলো ম্যাচ শেষের ১২ মিনিট আগে। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোর মাঠ থেকে লিভারপুলকে ৩-২ গোলের এক জয় এনে দিয়েছেন মোহামেদ সালাহ।
ম্যাচের ৮ মিনিটে সালাহ ও ১৩ মিনিটে নাবি কেইতার গোলে আতলেতিকোর মাঠে এগিয়ে যায় লিভারপুল। খেলায় ফিরতে ম্যাচে বেশি সময় নেয়নি স্বাগতিকরাও। ২০ ও ৩৪ মিনিটে জোড়া গোল করে আতলেতিকোকে সমতায় ফেরান গ্রিজমান।
দলকে ম্যাচে ফিরিয়ে নায়ক হতে পারতেন, কিন্তু উল্টো বিপদে ফেলে নিজেই খলনায়ক গ্রিজমান। ৫২ মিনিটে ফিরমিনোকে ফাউল করার অপরাধে ফরাসি ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
এক খেলোয়াড় কম নিয়ে পরের ৪০ মিনিট খেলার ধাক্কাটা সামলাতে পারেনি মাদ্রিদের দলটি। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোর কফিনে পেরেক ঠুকে দেন সালাহ।
আতলেতিকোকে হারিয়ে ২০২০ সালের চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ার মধুর প্রতিশোধ নিয়েছে লিভারপুল। জোড়া গোলে রেকর্ডও গড়েছেন সালাহ। স্টিফেন জেরার্ডকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে অলরেডদের সর্বোচ্চ গোলের কীর্তি এখন ‘মিশরের রাজার’।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামি-দামি ব্যক্তিই। তাঁদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
২১ মিনিট আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
২ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
৪ ঘণ্টা আগে