Ajker Patrika

চ্যাম্পিয়নদের মতোই শুরু নেইমারদের

আপডেট : ১৪ জুন ২০২১, ১৪: ১৫
চ্যাম্পিয়নদের মতোই শুরু নেইমারদের

ঢাকা: শিরোপা ধরে রাখার মিশনটা ভালোই হলো ব্রাজিলদের। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে সেটারি আভাস দিলেন তিতের শিষ্যরা। যেখানে নেইমার এক গোল তো করেছেনই, একটি গোলে সহায়তাও করেছেন।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন নেইমাররা। স্বাগতিকদের একের পর এক আক্রমণে ভেনেজুয়েলার কোণঠাসা হয়ে পড়ে ভেনেজুয়েলার রক্ষণ। ব্রাজিলিয়ানদের আক্রমণগুলো রুখে দিয়ে সেই পরীক্ষায় কিছু সময় পাস মার্কই পেয়েছিল তারা।

কতক্ষণ আর ঠেকিয়ে রাখা যায়? ভেনেজুয়েলাও ২১ মিনিটের বেশি গোলপোস্টের মুখ রাখতে পারেনি। ২২ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে করা ক্রসে প্রথমে রিচার্লিসনের হেড, তারপর আলতো টোকায় বল জালে জড়ান মার্কিনিওস। ৩ মিনিট পর আবারও গোল করেন রিচার্লিসন। তবে অফসাইডে বাতিল হয়ে যায় সেটি। প্রথমার্ধে আরও কয়েকবার ভেনেজুয়েলার রক্ষণ দুর্গে হানা দিলেও গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় গোলপোস্টের কাছাকাছি গিয়েও লক্ষ্যভেদ করতে পারেননি নেইমার। ৬৪ মিনিটে আর সে ভুল করেননি পিএসজি তারকা। স্পট কিক থেকে দারুণ ছোঁয়ায় স্বাগতিকদের দ্বিতীয় গোলটি এনে দেন নেইমার। ২-০ গোলে পিছিয়ে পড়া ভেনেজুয়েলা এরপর বেশ কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করেছিল। প্রতিবারই ব্রাজিলের রক্ষণে বাঁধা পড়ে তাদের আক্রমণগুলো। উল্টো ম্যাচের ৮৯ মিনিটে তৃতীয় গোল হজম করে ভেনেজুয়েলা। নেইমারের সহায়তায় দলের তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল বারবোসা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত