Ajker Patrika

মা আছেন কিন্তু কালো মানিক নেই

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৪: ৪১
মা আছেন কিন্তু কালো মানিক নেই

কদিন আগেও পেলেকে নিয়ে আনন্দের খবর দিয়েছিলেন কেলি ক্রিস্টিনা নসিমেন্তো। আর গতকাল পুরো বিশ্বকে শোকস্তব্ধ করে সামাজিক মাধ্যমে ফুটবল রাজার মেয়ে জানালেন নির্মম সত্যটি।

৮২ বছর বয়সে কোলন ক্যানসারে হার মেনেছেন পেলে। বিদায়বেলায় রেখে গেছেন স্ত্রী-সন্তানসহ অনেক শুভানুধ্যায়ী। শুধু স্ত্রী-সন্তানদের নন, রেখে গেছেন আরও একজন বিশেষ মানুষকে। আর তিনি হচ্ছেন তাঁর জন্মদাত্রী মা ডোনা চেলেস্টে।

এতটাই নির্মম সংবাদ যে, এখন নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনতে হচ্ছে চেলেস্টেকে। গত মাসে যিনি নিজের ১০০ বছর পূর্ণ করেছেন। ‘সেঞ্চুরি’ উদ্‌যাপনের দিন তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টও শেয়ার করেছেন প্রয়াত পেলে।

গত মাসে মায়ের ‘সেঞ্চুরি’ বয়স পালন করেছেন আর গতকাল প্রয়াত হলেন পেলে। ছবি: ইন্সটাগ্রামসেদিনের পোস্টে পেলে লিখেছিলেন, ‘আজ, আমরা ডোনা চেলেস্টের জীবনের ১০০ বছর উদ্‌যাপন করছি। অল্প বয়স থেকেই আমাকে ভালোবাসা ও শান্তির মূল্য শিখিয়েছেন তিনি। আমার কাছে তাঁর ছেলে হওয়ার কৃতজ্ঞ প্রকাশের জন্য শতাধিক কারণ রয়েছে। দিনটি উদ্‌যাপনের জন্য এই ছবিগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। প্রতিটি দিন তোমাকে পাশে পাওয়ার জন্য ধন্যবাদ, মা।’

অথচ আজ নিজেও পেলেকে কাছে পাচ্ছেন না চেলেস্টে। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে তাঁকে। আগামী সোমবার ছেলের নিথর দেহ গোরস্থানে শুয়ে দিতে হবে ‘ব্রাজিলের বর্ষসেরা মা’ হওয়া চেলেস্টেকে।

কতটা ব্যথা নিয়ে প্রিয় পেলেকে বিদায় দেবেন, তার ভার একমাত্র চেলেস্টাই জানবেন। এমন কঠিন ব্যথার চেয়ে তাঁর জন্য হয়তো উল্টোটাই হলে ভালো হতো। ছেলের কাঁধেই শেষ বিদায়টা নিতেন পারতেন তিনি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত