নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাপানের বিপক্ষে আগের ম্যাচেই পরিষ্কার হয়ে গিয়েছিল, দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘোরালেও বিশ্ব ফুটবলে এখনো তলানিতে পড়ে আছে বাংলাদেশের নারী ফুটবল। বিশ্ব ফুটবল কতটা রূঢ় সেই সবক সাবিনা খাতুনদের এবার দিল বিশ্বকাপ খেলা ভিয়েতনাম। বাংলাদেশের গলায় পরালো গোলের মালা।
হ্যাংঝু এশিয়ান গেমসের প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। ভিয়েতনামের কাছে আজ বাংলাদেশ গোল হজম করেছে দুটি কম। দিয়েছে একটি। সব মিলিয়ে বাংলাদেশের হার ৬-১ গোলে। দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশের জালে বল গেছে ১৪ বার। দুই বড় হারে আক্ষরিক অর্থে শেষ হয়ে গেল সাবিনাদের পরের পর্বে যাওয়ার সম্ভাবনাও।
ওয়েংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে বাংলাদেশের জালে বল জড়ানোর গল্পটা শুরু ৫ মিনিট থেকে। ভিয়েতনামের পম হায় বক্সের মাথায় একাই রুপনা চাকমাকে কাটিয়ে জড়িয়ে দেন জালে। ৩৪ মিনিটে এনগুয়েন থি ব্যবধান করেন দ্বিগুণ।
ভিয়েতনাম তাদের চার গোল দিয়েছে পরের অর্ধে। ৬৫ মিনিটে তান থি দলের হয়ে তৃতীয় গোল করেন। ৭১ মিনিটে এনগুয়েন থি চতুর্থ গোল করে করেন। ৭৮ ও ৮০ মিনিটে আরও দুটি গোল করে বাংলাদেশকে বড় হারে বিধ্বস্ত করে ভিয়েতনাম। তবে সান্ত্বনা এই যে ম্যাচে একটি গোলও আছে বাংলাদেশের। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের এক গোল শোধ দেন মাসুরা পারভীন।
জাপান-ভিয়েতনামের কাছে বড় হার হারতে হবে; বাংলাদেশ অবশ্য আগেই এমন মানসিকতা নিয়ে রেখেছিল। জয়ের জন্য লাল-সবুজদের লক্ষ্যটা নেপালকে ঘিরে। শেষ ম্যাচে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে নারী ফুটবল দল।
জাপানের বিপক্ষে আগের ম্যাচেই পরিষ্কার হয়ে গিয়েছিল, দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘোরালেও বিশ্ব ফুটবলে এখনো তলানিতে পড়ে আছে বাংলাদেশের নারী ফুটবল। বিশ্ব ফুটবল কতটা রূঢ় সেই সবক সাবিনা খাতুনদের এবার দিল বিশ্বকাপ খেলা ভিয়েতনাম। বাংলাদেশের গলায় পরালো গোলের মালা।
হ্যাংঝু এশিয়ান গেমসের প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। ভিয়েতনামের কাছে আজ বাংলাদেশ গোল হজম করেছে দুটি কম। দিয়েছে একটি। সব মিলিয়ে বাংলাদেশের হার ৬-১ গোলে। দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশের জালে বল গেছে ১৪ বার। দুই বড় হারে আক্ষরিক অর্থে শেষ হয়ে গেল সাবিনাদের পরের পর্বে যাওয়ার সম্ভাবনাও।
ওয়েংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে বাংলাদেশের জালে বল জড়ানোর গল্পটা শুরু ৫ মিনিট থেকে। ভিয়েতনামের পম হায় বক্সের মাথায় একাই রুপনা চাকমাকে কাটিয়ে জড়িয়ে দেন জালে। ৩৪ মিনিটে এনগুয়েন থি ব্যবধান করেন দ্বিগুণ।
ভিয়েতনাম তাদের চার গোল দিয়েছে পরের অর্ধে। ৬৫ মিনিটে তান থি দলের হয়ে তৃতীয় গোল করেন। ৭১ মিনিটে এনগুয়েন থি চতুর্থ গোল করে করেন। ৭৮ ও ৮০ মিনিটে আরও দুটি গোল করে বাংলাদেশকে বড় হারে বিধ্বস্ত করে ভিয়েতনাম। তবে সান্ত্বনা এই যে ম্যাচে একটি গোলও আছে বাংলাদেশের। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের এক গোল শোধ দেন মাসুরা পারভীন।
জাপান-ভিয়েতনামের কাছে বড় হার হারতে হবে; বাংলাদেশ অবশ্য আগেই এমন মানসিকতা নিয়ে রেখেছিল। জয়ের জন্য লাল-সবুজদের লক্ষ্যটা নেপালকে ঘিরে। শেষ ম্যাচে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে নারী ফুটবল দল।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে