Ajker Patrika

এবার সংসার ভাঙছে চেলসি কোচের

এবার সংসার ভাঙছে চেলসি কোচের

মাঠের ভেতরে সময়টা ভালো যাচ্ছে না চেলসি কোচ থমাস টুখেলের। দুদিন আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জার্মান কোচের দল বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে। মাঠের বাইরে আরও বাজে অবস্থা টুখেলের। চ্যাম্পিয়নস লিগজয়ী কোচের সঙ্গে বিচ্ছেদ চেয়ে বসছেন স্ত্রী সিসি! গতকাল রোববার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

টুখেল-সিসির ভালোবাসার আনুষ্ঠানিক প্রণয় ঘটে ১৩ বছর আগে। বিয়ে করেন তাঁরা। এই দম্পতির ঘরে আছে দুই কন্যা সন্তান। কিন্তু চার হাত আর এক থাকছে না। বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন সিসি। তাঁদের শান্তিপূর্ণ বিচ্ছেদ প্রক্রিয়াও নাকি শুরু হয়েছে। সংসার ভাঙলেও সন্তানদের দেখভাল ও ভরণপোষণের দায়িত্ব টুখেলের কাঁধেই থাকবে। 

ইউক্রেন হামলার জের ধরে ভালোই চাপে আছেন চেলসির রাশান ধনকুবের রোমান আব্রামোভিচ। ক্লাবের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান তিনি। ক্লাব বিক্রি করার সিদ্ধান্ত নেন আব্রামোভিচ। তাতে করে অনিশ্চয়তার মুখে পড়ে চেলসি কোচ টুখেলের ভবিষ্যৎ। পেশাদার জায়গায় নিয়ে সংশয় তো আছেই, এর সঙ্গে যুক্ত হলো ব্যক্তিগত জীবনের অনিশ্চয়তা। 

ডেইলি মেইলকে খবরটি নিশ্চিত করেছেন টুখেলের এক ঘনিষ্ঠজন। তিনি বলেছেন, 'সিসি এবং থমাস (টুখেল) শান্তিপূর্ণভাবে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন। এটা খুব দুঃখজনক। এখন দুজনকে তাদের কন্যাদের অগ্রাধিকার দিতে হচ্ছে। তাদের বিচ্ছেদের জন্য গত সপ্তাহে কাগজপত্র দাখিল করা হয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত