Ajker Patrika

আলভারেজের গোল নিয়ে মুখ খুলল উয়েফা, বসতে চায় ফিফার সঙ্গে

ক্রীড়া ডেস্ক    
হুলিয়ান আলভারেজ। ছবি: এএফপি
হুলিয়ান আলভারেজ। ছবি: এএফপি

গুরুত্বপূর্ণ সময়ে হুলিয়ান আলভারেজের টাইব্রেকারে করা গোল বাতিল করেন রেফারি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্জেন্টাইন তারকার পেনাল্টি শটটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ম্যাচ জিতলেও টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আতলেতিকো।

কিন্তু আলভারেজের সেই বাতিল গোলের রেশ কাটছেই না। বিতর্কের মধ্যে অভিযোগ নিয়ে উয়েফার কাছে যায় আতলেতিকো। অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। তবে স্পট কিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখে তারা জানিয়েছে, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রেফারি।

উয়েফা এক বিবৃতিতে জানায়, খুবই হালকা করে হলেও বল দুইবার স্পর্শ করেছিলেন আলভারেজ। কিক নেওয়ার আগে ওই খেলোয়াড় যে পায়ে দাঁড়িয়েছিলেন, মৃদু হলেও সেই পা বল স্পর্শ করেছিল, যা ভিডিও ক্লিপে দেখা গেছে। বর্তমান নিয়ম (গেমের আইন, আইন ১৪.১) অনুযায়ী, গোল বাতিল করার জন্য রেফারিকে ভিএআরের ইশারা দিতেই হতো।

তবে উয়েফা এটা নিয়ে আরও বসতে চায়, দুইবার স্পর্শ যদি পরিষ্কারভাবে অনিচ্ছাকৃত হয় তাহলে নিয়ম পর্যালোচনা করা উচিত হবে কি-না, এ নিয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনা করবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত