পজিশনের দিক থেকে বরাবরই সার্জিও রামোসের সামনে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য শুধু পজিশন নয়, গোল, রেকর্ড, ম্যাচ সব দিক থেকেই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থর থেকে এগিয়ে থাকেন পর্তুগিজ তারকা।
ফুটবল মাঠের বাইরেও রামোসের থেকে অনেক জায়গায় এগিয়ে রোনালদো। তেমনি এক জায়গা হচ্ছে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম। যেখানে পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর অনুসারীর সংখ্যা ৬০০ মিলিয়ন। সেদিক থেকে ঢের পেছনে রামোস। গতকাল মাত্র ৬০ মিলিয়ন অনুসারীর সংখ্যা স্পর্শ করেছেন তিনি। সাবেক ক্লাব সতীর্থর থেকে ১০ গুণ পেছনে থাকলেও ভক্ত ও সমর্থকদের সঙ্গে মাইলফলকের অনুভূতি শেয়ার করতে ভোলেননি স্পেনের সাবেক অধিনায়ক।
গতকাল তাই মাইলফলক উদ্যাপনের একটি পোস্ট দেন রামোস। ২০ জোড়া বুটে স্বাক্ষর করার মুহূর্তের সঙ্গে ৬০ মিলিয়ন অনুসারীর এক ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘২০১৪ সালে শুরু করেছিলাম, যদিও অসম্ভব বলে মনে হচ্ছিল। তবে এখন আমরা ৬০ মিলিয়নে।’
রামোসের শেয়ার করা এই পোস্টেই মজার এক মন্তব্য করেছেন রোনালদো। পর্তুগালের অধিনায়ক লিখেছেন, ‘আমাকে ধরতে তোমার আরেকটা শূন্য (০) প্রয়োজন।’ সঙ্গে হাসির একটি ইমোজিও জুড়ে দেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক।
রোনালদো যেন রামোসকে মনে করিয়ে দিলেন এখানেও তোমার থেকে এগিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে ৯ বছর মাঠ মাতিয়েছেন দুজনে। ম্যাচ খেলেছেন ৩৩৯। দীর্ঘ সম্পর্কের কারণেই যে রোনালদো দুষ্টুমিটা করেছেন তা না বললেও চলে। এ সময় ৪ চ্যাম্পিয়নস লিগের সঙ্গে দুটি লা লিগা জিতেছেন তাঁরা।
ইউরোপ অধ্যায় শেষে রোনালদো এখন সৌদি ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছেন। গত মৌসুম কোনো শিরোপা জিততে না পারলেও এবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ দিয়ে ২০২৩–২৪ মৌসুম শুরু করেছেন ৩৮ বছর বয়সী তারকা। তবে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্টে আছেন রামোস। সিরি আ ও সৌদি প্রো লিগের বেশ কটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও কোনো দলের সঙ্গেই যুক্ত হননি ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।
পজিশনের দিক থেকে বরাবরই সার্জিও রামোসের সামনে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য শুধু পজিশন নয়, গোল, রেকর্ড, ম্যাচ সব দিক থেকেই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থর থেকে এগিয়ে থাকেন পর্তুগিজ তারকা।
ফুটবল মাঠের বাইরেও রামোসের থেকে অনেক জায়গায় এগিয়ে রোনালদো। তেমনি এক জায়গা হচ্ছে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম। যেখানে পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর অনুসারীর সংখ্যা ৬০০ মিলিয়ন। সেদিক থেকে ঢের পেছনে রামোস। গতকাল মাত্র ৬০ মিলিয়ন অনুসারীর সংখ্যা স্পর্শ করেছেন তিনি। সাবেক ক্লাব সতীর্থর থেকে ১০ গুণ পেছনে থাকলেও ভক্ত ও সমর্থকদের সঙ্গে মাইলফলকের অনুভূতি শেয়ার করতে ভোলেননি স্পেনের সাবেক অধিনায়ক।
গতকাল তাই মাইলফলক উদ্যাপনের একটি পোস্ট দেন রামোস। ২০ জোড়া বুটে স্বাক্ষর করার মুহূর্তের সঙ্গে ৬০ মিলিয়ন অনুসারীর এক ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘২০১৪ সালে শুরু করেছিলাম, যদিও অসম্ভব বলে মনে হচ্ছিল। তবে এখন আমরা ৬০ মিলিয়নে।’
রামোসের শেয়ার করা এই পোস্টেই মজার এক মন্তব্য করেছেন রোনালদো। পর্তুগালের অধিনায়ক লিখেছেন, ‘আমাকে ধরতে তোমার আরেকটা শূন্য (০) প্রয়োজন।’ সঙ্গে হাসির একটি ইমোজিও জুড়ে দেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক।
রোনালদো যেন রামোসকে মনে করিয়ে দিলেন এখানেও তোমার থেকে এগিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে ৯ বছর মাঠ মাতিয়েছেন দুজনে। ম্যাচ খেলেছেন ৩৩৯। দীর্ঘ সম্পর্কের কারণেই যে রোনালদো দুষ্টুমিটা করেছেন তা না বললেও চলে। এ সময় ৪ চ্যাম্পিয়নস লিগের সঙ্গে দুটি লা লিগা জিতেছেন তাঁরা।
ইউরোপ অধ্যায় শেষে রোনালদো এখন সৌদি ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছেন। গত মৌসুম কোনো শিরোপা জিততে না পারলেও এবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ দিয়ে ২০২৩–২৪ মৌসুম শুরু করেছেন ৩৮ বছর বয়সী তারকা। তবে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্টে আছেন রামোস। সিরি আ ও সৌদি প্রো লিগের বেশ কটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও কোনো দলের সঙ্গেই যুক্ত হননি ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৬ ঘণ্টা আগে