প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বর্তমান অবস্থা দেখে যে কারোরই যোগীন্দ্রনাথ সরকারের ‘হারাধনের দশটি ছেলে’ কবিতার কথা মনে পড়বে। লিওনেল মেসি, সার্জিও রামোসের মতো দুই তারকা ফুটবলারের পর এবার খালি হচ্ছে পিএসজির কোচের পদও। মৌসুম শেষেই চাকরি হারাচ্ছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।
গালতিয়েরের সঙ্গে পিএসজির বিচ্ছেদের কথা জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ। ফরাসি সংবাদমাধ্যম লিখেছে, পার্ক দে প্রিন্সেসে শনিবার সন্ধ্যায় (আজ) ক্লেরমঁ ফুতের বিপক্ষে ম্যাচটিই পিএসজির হয়ে গালতিয়েরের শেষ ম্যাচ। এরপর তাঁকে আর দেখা যাবে না পিএসজির ডাগআউটে। গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে গালতিয়েরকে কোচের পদে নিয়োগ দিয়েছিল পিএসজি। তবে এক বছর হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কোচের খোঁজ এরই মধ্যে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গত পরশু সংবাদ সম্মেলনে মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’ সেই সংবাদ সম্মেলনে প্যারিসে তাঁর (গালতিয়ের) ভুলে যাওয়ার মতো স্মৃতির কথা জিজ্ঞেস করা হয়। গালতিয়ের কোনো দ্বিধায় না থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার কথা বলেছেন, ‘নিশ্চিতভাবেই বায়ার্নের বিপক্ষে জোড়া ধাক্কা। এরপর আরও অনেক ম্যাচ হয়েছে। সেগুলো অনেক ভালো ছিল।’
প্রায় ১ বছরের কোচিং ক্যারিয়ারে গালতিয়েরের অধীনে পিএসজি খেলেছে ৪৯ ম্যাচ। জিতেছে ৩৪ ম্যাচ, ড্র ৬ ম্যাচ এবং ৯ ম্যাচ হেরেছে। তার অধীনে ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়ন, ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ান—এই দুই শিরোপা জিতেছে পিএসজি।
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বর্তমান অবস্থা দেখে যে কারোরই যোগীন্দ্রনাথ সরকারের ‘হারাধনের দশটি ছেলে’ কবিতার কথা মনে পড়বে। লিওনেল মেসি, সার্জিও রামোসের মতো দুই তারকা ফুটবলারের পর এবার খালি হচ্ছে পিএসজির কোচের পদও। মৌসুম শেষেই চাকরি হারাচ্ছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।
গালতিয়েরের সঙ্গে পিএসজির বিচ্ছেদের কথা জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ। ফরাসি সংবাদমাধ্যম লিখেছে, পার্ক দে প্রিন্সেসে শনিবার সন্ধ্যায় (আজ) ক্লেরমঁ ফুতের বিপক্ষে ম্যাচটিই পিএসজির হয়ে গালতিয়েরের শেষ ম্যাচ। এরপর তাঁকে আর দেখা যাবে না পিএসজির ডাগআউটে। গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে গালতিয়েরকে কোচের পদে নিয়োগ দিয়েছিল পিএসজি। তবে এক বছর হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কোচের খোঁজ এরই মধ্যে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গত পরশু সংবাদ সম্মেলনে মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’ সেই সংবাদ সম্মেলনে প্যারিসে তাঁর (গালতিয়ের) ভুলে যাওয়ার মতো স্মৃতির কথা জিজ্ঞেস করা হয়। গালতিয়ের কোনো দ্বিধায় না থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার কথা বলেছেন, ‘নিশ্চিতভাবেই বায়ার্নের বিপক্ষে জোড়া ধাক্কা। এরপর আরও অনেক ম্যাচ হয়েছে। সেগুলো অনেক ভালো ছিল।’
প্রায় ১ বছরের কোচিং ক্যারিয়ারে গালতিয়েরের অধীনে পিএসজি খেলেছে ৪৯ ম্যাচ। জিতেছে ৩৪ ম্যাচ, ড্র ৬ ম্যাচ এবং ৯ ম্যাচ হেরেছে। তার অধীনে ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়ন, ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ান—এই দুই শিরোপা জিতেছে পিএসজি।
১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতেই এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ব্যাটিংয়ে নেমে হংকং তাই খানিকটা হাবুডুবুই খাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট
২৬ মিনিট আগে‘ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য’— এশিয়া কাপের ক্যাপ্টেনস মিটে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেন লিটন দাস। এবার তা মাঠে প্রতিফলন করার পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে দেখা যাবে না লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান বা জাকের আলীদের। তবে তাঁরা পুরোপুরি বাদ পড়েননি, বিভিন্ন দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাঁদের নাম।
২ ঘণ্টা আগেপাকিস্তান-ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই শীর্ষে। চলতি এশিয়া কাপেও গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই দেখার জন্য তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচটির টিকিট নিয়ে এবার দর্শকদের মধ্যে কাড়াকাড়ি নেই। এই পরিস্থিতিতে ম্যাচটির টিকিটের দাম কমিয়েছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে