ক্রীড়া ডেস্ক
চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। এ সময় ইন্টার মায়ামি বেশ কিছু পয়েন্ট হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ খেলার খাদের কিনারায় পৌঁছায়। ক্লাব সমর্থকেরা আশা করছিলেন আর্জেন্টাইন তারকা ফিরে বাঁচাবেন মায়ামিকে।
সমর্থকদের সেই চাওয়া আজ পূরণ হয়নি। মেসি ফিরেছেন, তবে মায়ামিকে ফেরাতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। আজ সিনসিনাটির কাছে ১–০ গোলে হেরে যাওয়ায় প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়েছে মায়ামির। সিনসিনাটির হয়ে গোলটি করেছেন আলভারো ব্যারিয়াল।
চোট থেকে ফেরায় স্বাভাবিকভাবে শুরুর একাদশে থাকার কথা ছিল না মেসির। ম্যাচেও তা-ই হয়েছে। প্রথমার্ধ বেঞ্চে কাটিয়ে বিরতির পর মাঠে নেমেছেন তিনি। কিন্তু নামলেও দলের হার এড়াতে পারেননি মায়ামির অধিনায়ক। ম্যাচের ৫৫ মিনিটে থমাস আভিলেসের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচে তেমন কোনো প্রভাবই রাখতে পারেননি। তাঁর নিষ্প্রভের দিনে ৭৮ মিনিটে সুযোগ কাজে লাগায় সিনসিনাটির ব্যারিয়াল। দলের জয়সূচক গোলটি করেন তিনি। পরে মায়ামি গোল শোধ দিতে না পারলে আর্জেন্টাইন মিডফিল্ডারের সেই গোলেই মেসির প্লে অফ খেলার স্বপ্ন শেষ হয়।
মেসিদের বাকি রয়েছে আর দুটি ম্যাচ। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেও প্লে অফ খেলার কোনো সুযোগ নেই। বর্তমানে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্টে ১৪ নম্বরে আছে মায়ামি। ক্লাবে যোগ দিয়ে মায়ামিকে প্লে অফ খেলার যে স্বপ্ন দেখাচ্ছিলেন মেসি, তা আজ শেষ করে দিলেন তাঁরই স্বদেশি ব্যারিয়াল।
চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। এ সময় ইন্টার মায়ামি বেশ কিছু পয়েন্ট হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ খেলার খাদের কিনারায় পৌঁছায়। ক্লাব সমর্থকেরা আশা করছিলেন আর্জেন্টাইন তারকা ফিরে বাঁচাবেন মায়ামিকে।
সমর্থকদের সেই চাওয়া আজ পূরণ হয়নি। মেসি ফিরেছেন, তবে মায়ামিকে ফেরাতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। আজ সিনসিনাটির কাছে ১–০ গোলে হেরে যাওয়ায় প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়েছে মায়ামির। সিনসিনাটির হয়ে গোলটি করেছেন আলভারো ব্যারিয়াল।
চোট থেকে ফেরায় স্বাভাবিকভাবে শুরুর একাদশে থাকার কথা ছিল না মেসির। ম্যাচেও তা-ই হয়েছে। প্রথমার্ধ বেঞ্চে কাটিয়ে বিরতির পর মাঠে নেমেছেন তিনি। কিন্তু নামলেও দলের হার এড়াতে পারেননি মায়ামির অধিনায়ক। ম্যাচের ৫৫ মিনিটে থমাস আভিলেসের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচে তেমন কোনো প্রভাবই রাখতে পারেননি। তাঁর নিষ্প্রভের দিনে ৭৮ মিনিটে সুযোগ কাজে লাগায় সিনসিনাটির ব্যারিয়াল। দলের জয়সূচক গোলটি করেন তিনি। পরে মায়ামি গোল শোধ দিতে না পারলে আর্জেন্টাইন মিডফিল্ডারের সেই গোলেই মেসির প্লে অফ খেলার স্বপ্ন শেষ হয়।
মেসিদের বাকি রয়েছে আর দুটি ম্যাচ। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেও প্লে অফ খেলার কোনো সুযোগ নেই। বর্তমানে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্টে ১৪ নম্বরে আছে মায়ামি। ক্লাবে যোগ দিয়ে মায়ামিকে প্লে অফ খেলার যে স্বপ্ন দেখাচ্ছিলেন মেসি, তা আজ শেষ করে দিলেন তাঁরই স্বদেশি ব্যারিয়াল।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৬ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৬ ঘণ্টা আগে