নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
বাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে