ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ খেলেননি লিওনেল মেসি। এমনকি যে ম্যাচে ফিরেছেন, খেলতে পারেননি পুরো ৯০ মিনিটও। তবে যতটুকু সুযোগ পান, নিজের সেরাটা দেন মেসি। ম্যাচ হারলেও তাই আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষ কোচ।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ শেষ ষোলোর বাধা টপকানোর ক্ষেত্রে কিছুটা হলেও তো পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। কেননা শেষ ষোলোর প্রথম লেগ ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি ও ন্যাশভিল। সেখানে আজ বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় লেগে মুখোমুখি হয় ইন্টার মায়ামি-ন্যাশভিল। এই ম্যাচে মেসি খেলেছেন ৫০ মিনিট। যেখানে তিনি ৮ মিনিটে লুইস সুয়ারেজকে দিয়ে গোল করিয়েছেন। এরপর ২৩ মিনিটে গোল করেছেন মেসি। শেষ পর্যন্ত ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলে ৫-৩ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মায়ামি। ম্যাচ হেরেও তাই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ন্যাশভিল কোচ গ্যারি স্মিথ, ‘সে দলের বাকিদের জন্য বিশাল এক অনুপ্রেরণা। হ্যাঁ, তাদের অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তবে সে যা করতে পারে, অন্যরা তা করতে পারে না। তার কৌশল, সামর্থ্য ও সিদ্ধান্তের ওপর অনেক ভরসা করা হয়।’
মেসির বয়স ৩৬ পেরিয়ে গেছে অনেক আগেই। এই বয়সেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। চলতি মৌসুমে ৫ ম্যাচ খেলে করেছেন ৫ গোল ও অ্যাসিস্ট করেন ২ গোলে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আটকানো কঠিন বলে মনে করেন স্মিথ। ন্যাশভিল কোচ বলেন, ‘তার পায়ে যখন বল যায়, গতি বেড়ে যায়। তার বিপক্ষে খেলতে থাকা খেলোয়াড়দের জন্য একটা সমস্যা। সেই সমস্যায় পড়ে মিডফিল্ডার ও ডিফেন্ডাররা। তার মতো পর্যায়ে এমন পারফরম্যান্স করা অন্য কারো পক্ষে অসম্ভব।’
আরও পড়ুন:
এক ম্যাচ খেলেননি লিওনেল মেসি। এমনকি যে ম্যাচে ফিরেছেন, খেলতে পারেননি পুরো ৯০ মিনিটও। তবে যতটুকু সুযোগ পান, নিজের সেরাটা দেন মেসি। ম্যাচ হারলেও তাই আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষ কোচ।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ শেষ ষোলোর বাধা টপকানোর ক্ষেত্রে কিছুটা হলেও তো পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। কেননা শেষ ষোলোর প্রথম লেগ ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি ও ন্যাশভিল। সেখানে আজ বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় লেগে মুখোমুখি হয় ইন্টার মায়ামি-ন্যাশভিল। এই ম্যাচে মেসি খেলেছেন ৫০ মিনিট। যেখানে তিনি ৮ মিনিটে লুইস সুয়ারেজকে দিয়ে গোল করিয়েছেন। এরপর ২৩ মিনিটে গোল করেছেন মেসি। শেষ পর্যন্ত ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলে ৫-৩ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মায়ামি। ম্যাচ হেরেও তাই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ন্যাশভিল কোচ গ্যারি স্মিথ, ‘সে দলের বাকিদের জন্য বিশাল এক অনুপ্রেরণা। হ্যাঁ, তাদের অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তবে সে যা করতে পারে, অন্যরা তা করতে পারে না। তার কৌশল, সামর্থ্য ও সিদ্ধান্তের ওপর অনেক ভরসা করা হয়।’
মেসির বয়স ৩৬ পেরিয়ে গেছে অনেক আগেই। এই বয়সেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। চলতি মৌসুমে ৫ ম্যাচ খেলে করেছেন ৫ গোল ও অ্যাসিস্ট করেন ২ গোলে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আটকানো কঠিন বলে মনে করেন স্মিথ। ন্যাশভিল কোচ বলেন, ‘তার পায়ে যখন বল যায়, গতি বেড়ে যায়। তার বিপক্ষে খেলতে থাকা খেলোয়াড়দের জন্য একটা সমস্যা। সেই সমস্যায় পড়ে মিডফিল্ডার ও ডিফেন্ডাররা। তার মতো পর্যায়ে এমন পারফরম্যান্স করা অন্য কারো পক্ষে অসম্ভব।’
আরও পড়ুন:
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে