Ajker Patrika

ফিফা ও উয়েফার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০৩: ১৯
ফিফা ও উয়েফার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার (৮৫) এবং ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফার) প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির (৬৬) বিরুদ্ধে জালিয়াতিসহ বেশ কিছু অপরাধের অভিযোগ আনা হয়েছে। সুইজারল্যান্ডের বেলিনজোনার একটি আদালতে তাঁরা বিচারের মুখোমুখি হচ্ছেন। 

সুইস প্রসিকিউটরদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তাঁদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ—ফিফার প্রেসিডেন্ট থাকাকালে ২০১১ সালে ব্লাটার বেআইনিভাবে প্লাতিনির কাছে দুই মিলিয়ন সুইস ফ্রাঙ্ক পাঠানোর ব্যবস্থা করেছে। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী ১৮ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকার বেশি। এভাবে অর্থ দিয়ে 'ফিফার সম্পদের ক্ষতি এবং বেআইনিভাবে প্লাতিনিকে সমৃদ্ধ' করা হয়েছে বলে প্রসিকিউটররা উল্লেখ করেছেন। এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে, তাঁদের কয়েক বছরের জেল, জরিমানা হতে পারে। 

ফিফায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পরে ২০১৫ সালে তদন্ত করে ফিফার ইথিকস কমিটি। তদন্তের ভিত্তিতে এই মামলাটি করা হয়। একই সঙ্গে উভয়কে ফুটবল থেকে নিষিদ্ধ করে ফিফা। এতে ১৭ বছর ফিফার প্রেসিডেন্ট থাকা ব্লাটারকে পদ ছেড়ে দিতে হয়। ফিফার প্রাক্তন পরামর্শদাতা ও উয়েফার প্রেসিডেন্ট প্লাতিনি তাঁর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলে হেরে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তবে উভয়ই অপরাধ অস্বীকার করেন। 

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৮ থেকে ২০০২ সালের উপদেষ্টা কাজের জন্য প্লাতিনি তার পরামর্শমূলক কার্যক্রম বন্ধ করার আট বছর পরে অর্থ চেয়ে আসছিল। ব্লাটারের সংশ্লিষ্টতায় ফিফা ২০১১ সালের শুরুতে প্লাতিনিকে সেই অর্থ প্রদান করে। ফিফার তদন্তে এ লেনদেনে উভয়ের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতা অপব্যবহার, অপরাধমূলক অব্যবস্থাপনা এবং একটি নথি জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে। 

তবে এ প্রসঙ্গে ব্লাটার বলেন, প্লাতিনিকে মৌখিক চুক্তির ভিত্তিতে টাকা দেওয়া হয়েছিল। প্রথমে ফিফা পুরো অর্থ পরিশোধ করতে পারেনি বলে দেরি হয়েছিল। ফিফার অনুমোদনেই এটি হয়েছে বলে দাবি তাঁর। 

এদিকে প্লাতিনির সুইস আইনজীবী ডমিনিক নেলেন বলছেন, তাঁর মক্কেল 'অসত্য অভিযোগকে স্পষ্টভাবে অস্বীকার করেছেন'। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত