ক্রীড়া ডেস্ক
দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।
দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।
লন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট শেষ মুহূর্তে অনেক রোমাঞ্চ ছড়িয়েছে। গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
৩৮ মিনিট আগেএশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ হয়ে গেছে কদিন আগেই। ৩৫ দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে এই সময় যথেষ্ট মনে হলেও এখনই বড় দুশ্চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
১ ঘণ্টা আগেগাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
২ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
৩ ঘণ্টা আগে