ক্রীড়া ডেস্ক
মাংসপেশির চোটে পড়ায় একের পর এক ম্যাচ মিস করছেন লিওনেল মেসি। জিততে ভুলে গেছে ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) তারা হেরেছে বড় ব্যবধানে। তাতে প্লে অফে ওঠা অনেক জটিল হয়ে গেছে তাদের কাছে।
সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল শিকাগো। মেসি না খেললেও শিকাগোর বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছিল মায়ামি। মায়ামি বল দখলে রেখেছিল ৬৪ শতাংশ এবং ৩৬ শতাংশ বল দখলে রেখেছিল শিকাগো। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে পিছিয়ে ছিল মায়ামি। মায়ামি নিয়েছিল ২টি আর ৭টি শট নিয়েছিল শিকাগো। এ ছাড়া ফিনিশিংয়ে মায়ামির দুর্বলতা তো ছিলই। সব মিলিয়ে শিকাগোর কাছে বিধ্বস্ত হয়েছে জেরার্দো টাটা মার্তিনোর মায়ামি। শিকাগোর কাছে ৪-১ গোলে হেরেছে মার্টিনোর দল।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শিকাগো। তবে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন দলটির মিডফিল্ডার গাস্তন হিমেনেজ। তাকে অ্যাসিস্ট করেছেন ব্রায়ান গুটিয়ারেজ। এরপর ১১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। সার্জেই ক্রিভসভের অ্যাসিস্টে ডান পায়ে শট নিয়েছিলেন রবার্ট টেইলর। তবে শিকাগো গোলরক্ষক ক্রিস ব্র্যাডি তা ঠেকিয়ে দিয়েছেন। ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আবার তৈরি করেছিল শিকাগো। শিকাগোর ডিফেন্ডার রাফায়েল জিকোসের শট ঠেকিয়ে দিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। প্রথমার্ধে দুই দলের একের পর এক সুযোগ হাতছাড়া করার মহড়ায় শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ৪৭ মিনিটে কর্নার থেকে রবার্ট টেলরের ক্রস থেকে হেডে শট নিয়েছিলেন জোসেফ মার্তিনেজ। তবে মার্তিনেজের শট গোলপোস্টের ডানপাশ দিয়ে বেরিয়ে যায়। মায়ামির শট মিসের ২ মিনিট পর ম্যাচের প্রথম গোল করে শিকাগো। ৪৯ মিনিটে ফ্যাবিয়ান হার্বার্সের অ্যাসিস্টে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন জার্দান শাকিরি। ৫২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। ফাকুন্দো ফারিয়াস ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন। অ্যাসিস্ট করেন দে আন্দ্রে অ্যাডেলিন। মায়ামির সমতায় ফেরার অপেক্ষা শেষ হয়েছে ১ মিনিট পরই। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তিনেজ। এরপর ৫৯ থেকে ৬১ মিনিট-২ মিনিট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সফল হয়েছে শিকাগো। ৬২ মিনিটে ম্যারেন হেলি সেলাসির গোলে এগিয়ে যায় শিকাগো। ৩ মিনিট পর ব্যবধান ৩-১ করে নেয় শিকাগো। ৬৫ মিনিটে উসমান দুম্বিয়ার ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করেন সেলাসি। শিকাগোর চতুর্থ গোল করেন শাকিরি। ৭৩ মিনিটে হিমেনেজের পাস থেকে গোল করেন শাকিরি। এরপর ব্যবধান আরও বাড়াতে মরিয়া হয়ে ওঠে শিকাগো। শেষ পর্যন্ত মায়ামিকে ৪-১ গোলে হারিয়েছে শিকাগো।
৪-১ গোলে হেরে প্লে-অফে জায়গা করে নেওয়া বেশ জটিল হয়ে গেছে মায়ামির। ৩১ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৬ পরাজয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৮ ও ৯-এ থাকা শিকাগো ও মন্ট্রিয়লের পয়েন্ট ৩৮ ও ৪০। দুটো দলই খেলেছে ৩২টি করে ম্যাচ, দুটি করে ম্যাচ এখনো তাদের বাকি। অন্যদিকে মায়ামির বাকি রয়েছে ৩ ম্যাচ। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
মাংসপেশির চোটে পড়ায় একের পর এক ম্যাচ মিস করছেন লিওনেল মেসি। জিততে ভুলে গেছে ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) তারা হেরেছে বড় ব্যবধানে। তাতে প্লে অফে ওঠা অনেক জটিল হয়ে গেছে তাদের কাছে।
সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল শিকাগো। মেসি না খেললেও শিকাগোর বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছিল মায়ামি। মায়ামি বল দখলে রেখেছিল ৬৪ শতাংশ এবং ৩৬ শতাংশ বল দখলে রেখেছিল শিকাগো। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে পিছিয়ে ছিল মায়ামি। মায়ামি নিয়েছিল ২টি আর ৭টি শট নিয়েছিল শিকাগো। এ ছাড়া ফিনিশিংয়ে মায়ামির দুর্বলতা তো ছিলই। সব মিলিয়ে শিকাগোর কাছে বিধ্বস্ত হয়েছে জেরার্দো টাটা মার্তিনোর মায়ামি। শিকাগোর কাছে ৪-১ গোলে হেরেছে মার্টিনোর দল।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শিকাগো। তবে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন দলটির মিডফিল্ডার গাস্তন হিমেনেজ। তাকে অ্যাসিস্ট করেছেন ব্রায়ান গুটিয়ারেজ। এরপর ১১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। সার্জেই ক্রিভসভের অ্যাসিস্টে ডান পায়ে শট নিয়েছিলেন রবার্ট টেইলর। তবে শিকাগো গোলরক্ষক ক্রিস ব্র্যাডি তা ঠেকিয়ে দিয়েছেন। ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আবার তৈরি করেছিল শিকাগো। শিকাগোর ডিফেন্ডার রাফায়েল জিকোসের শট ঠেকিয়ে দিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। প্রথমার্ধে দুই দলের একের পর এক সুযোগ হাতছাড়া করার মহড়ায় শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ৪৭ মিনিটে কর্নার থেকে রবার্ট টেলরের ক্রস থেকে হেডে শট নিয়েছিলেন জোসেফ মার্তিনেজ। তবে মার্তিনেজের শট গোলপোস্টের ডানপাশ দিয়ে বেরিয়ে যায়। মায়ামির শট মিসের ২ মিনিট পর ম্যাচের প্রথম গোল করে শিকাগো। ৪৯ মিনিটে ফ্যাবিয়ান হার্বার্সের অ্যাসিস্টে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন জার্দান শাকিরি। ৫২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। ফাকুন্দো ফারিয়াস ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন। অ্যাসিস্ট করেন দে আন্দ্রে অ্যাডেলিন। মায়ামির সমতায় ফেরার অপেক্ষা শেষ হয়েছে ১ মিনিট পরই। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তিনেজ। এরপর ৫৯ থেকে ৬১ মিনিট-২ মিনিট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সফল হয়েছে শিকাগো। ৬২ মিনিটে ম্যারেন হেলি সেলাসির গোলে এগিয়ে যায় শিকাগো। ৩ মিনিট পর ব্যবধান ৩-১ করে নেয় শিকাগো। ৬৫ মিনিটে উসমান দুম্বিয়ার ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করেন সেলাসি। শিকাগোর চতুর্থ গোল করেন শাকিরি। ৭৩ মিনিটে হিমেনেজের পাস থেকে গোল করেন শাকিরি। এরপর ব্যবধান আরও বাড়াতে মরিয়া হয়ে ওঠে শিকাগো। শেষ পর্যন্ত মায়ামিকে ৪-১ গোলে হারিয়েছে শিকাগো।
৪-১ গোলে হেরে প্লে-অফে জায়গা করে নেওয়া বেশ জটিল হয়ে গেছে মায়ামির। ৩১ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৬ পরাজয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৮ ও ৯-এ থাকা শিকাগো ও মন্ট্রিয়লের পয়েন্ট ৩৮ ও ৪০। দুটো দলই খেলেছে ৩২টি করে ম্যাচ, দুটি করে ম্যাচ এখনো তাদের বাকি। অন্যদিকে মায়ামির বাকি রয়েছে ৩ ম্যাচ। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে