Ajker Patrika

কাতার বিশ্বকাপের আলোচিত মডেলের সঙ্গে ‘ডেটিংয়ে’ হালান্ড 

কাতার বিশ্বকাপের আলোচিত মডেলের সঙ্গে ‘ডেটিংয়ে’ হালান্ড 

২০২২ ফুটবল বিশ্বকাপে বেশ আলোড়ন তুলেছিলেন ইভানা নোল। কাতার বিশ্বকাপের ‘হটেস্ট ফ্যানের’ তকমাও পেয়েছিলেন। জনপ্রিয় এই মডেলের সঙ্গে এবার ঘুরতে গেছেন আর্লিং হালান্ড। 

স্পেনের ইবিজায় হালান্ড বেড়াতে গেছেন হালান্ড। প্লায়া সোলেইল বিচ ক্লাবে গতকাল সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানার সঙ্গে ছবি তুলেছেন নরওয়ের এই স্ট্রাইকার। দুজনের যুগলবন্দী ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ক্রোয়াট এই মডেল। 

ক্রোয়েশিয়ার পতাকার আদলে পোশাক পরে প্রায়ই খেলা দেখতে আসতেন ইভানা। কাতারে আসার পর ইনস্টাগ্রামে হুহু করে অনুসারী সংখ্যা বাড়তে থাকে ইভানার। প্রতিদিন গড়ে ২ লাখের বেশি মানুষ অনুসরণ করতে থাকেন ইবানাকে। মাঠে উপস্থিত দর্শকেরা তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। ডজনখানেক বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন ক্রোয়েশিয়ার সাবেক বিশ্বসুন্দরী ও ইনস্টাগ্রাম মডেল। 

২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন হালান্ড। ম্যান সিটিতে এসেই রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগে এক মৌসুমে তা সর্বোচ্চ গোল। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-ম্যান সিটির মতো ক্যারিয়ারেও প্রথমবার ট্রেবল জেতেন হালান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত