মৌসুমের শেষ দিকে এসে একের পর এক পয়েন্ট হারালে কার না মাথা ঠিক থাকে? সেটিও আবার শুরু থেকে শিরোপার দৌড়ে থাকার পর পর হুট করে সেই দৌড় থেকে ছিটকে গেলে! লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ ও ফরোয়ার্ড মোহামেদ সালাহরও যেন মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পড়েছিল। নয়তো সবার এমন উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের!
আটালান্টার কাছে দুই লেগ মিলে হারের পর ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল লিভারপুল। বিদায়ের সেই ক্ষত তরতাজা থাকতেই গুডিসন পার্কে মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে হেরে কার্যত ছিটকে পড়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে লিগে যে শিরোপা লড়াই জমিয়ে তুলেছিল তাতে বড় ধাক্কা খায় অলরেডরা।
তবে যেটুকু আশা ছিল, সেটিও শেষ হয়ে যায় পরের ম্যাচে। লিভারপুল ড্র করে বসে ওয়েস্ট হামের মাঠে। সেই ম্যাচেই ক্লপের সঙ্গে বাগ বিতণ্ডা হয় সালাহর। ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন সালাহ। দ্বিতীয়ার্ধে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন মিসরীয় ফরোয়ার্ড। কিন্তু ৭৭ মিনিটে সমতায় ফেরে ওয়েস্ট হাম। তখন ডাগআউটে দাঁড়ানো ক্লপকে উদ্দেশ্য করে কী যেন বলেন নামার প্রস্তুতি নেওয়া সালাহ। গুরু-শিষ্যের প্রায় লেগেই যাচ্ছিল। তবে সতীর্থরা এসে সরিয়ে নেন সালাহকে। পরে তিনি মাঠে নামলেও দলকে সমতায় ফেরাতে পারেননি।
সেই ম্যাচের পর সালাহ বলেন, ‘আমি যদি আজ কথা বলি তবে আগুন ধরে যাবে।’ অথচ অ্যানফিল্ডে নিজের শেষ মৌসুম কাটানো ক্লপের সঙ্গে এর আগে কখনো তাঁর কথা-কাটাকাটি হয়েছে, এমনটি দেখা যায়নি। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সালে রোমা থেকে সালাহকে আনেন তিনি। দুজনের জুটিতে অলরেডরা লম্বা সময়ের শিরোপা খরা ঘুচিয়ে জিতেছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। দুজনের রসায়নও ছিল অসাধারণ।
গত সপ্তাহে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের সেই ঘটনার পর সালাহ গণমাধ্যমে কথা বললেও চুপ ছিলেন ক্লপ। তবে লিভারপুল কোচ আজ জানিয়েছেন, সালাহর সঙ্গে তাঁর ঝামেলা মিটে গেছে। আগামী পরশু লিগে টটেনহামের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে লিভারপুল। তার আগে ক্লপ বললেন, ‘কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আমরা এটি নিয়ে পুরোপুরিই ঠিক আছি। এটি একটি অ-গল্প।’
মৌসুমের শেষ দিকে এসে একের পর এক পয়েন্ট হারালে কার না মাথা ঠিক থাকে? সেটিও আবার শুরু থেকে শিরোপার দৌড়ে থাকার পর পর হুট করে সেই দৌড় থেকে ছিটকে গেলে! লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ ও ফরোয়ার্ড মোহামেদ সালাহরও যেন মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পড়েছিল। নয়তো সবার এমন উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের!
আটালান্টার কাছে দুই লেগ মিলে হারের পর ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল লিভারপুল। বিদায়ের সেই ক্ষত তরতাজা থাকতেই গুডিসন পার্কে মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে হেরে কার্যত ছিটকে পড়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে লিগে যে শিরোপা লড়াই জমিয়ে তুলেছিল তাতে বড় ধাক্কা খায় অলরেডরা।
তবে যেটুকু আশা ছিল, সেটিও শেষ হয়ে যায় পরের ম্যাচে। লিভারপুল ড্র করে বসে ওয়েস্ট হামের মাঠে। সেই ম্যাচেই ক্লপের সঙ্গে বাগ বিতণ্ডা হয় সালাহর। ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন সালাহ। দ্বিতীয়ার্ধে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন মিসরীয় ফরোয়ার্ড। কিন্তু ৭৭ মিনিটে সমতায় ফেরে ওয়েস্ট হাম। তখন ডাগআউটে দাঁড়ানো ক্লপকে উদ্দেশ্য করে কী যেন বলেন নামার প্রস্তুতি নেওয়া সালাহ। গুরু-শিষ্যের প্রায় লেগেই যাচ্ছিল। তবে সতীর্থরা এসে সরিয়ে নেন সালাহকে। পরে তিনি মাঠে নামলেও দলকে সমতায় ফেরাতে পারেননি।
সেই ম্যাচের পর সালাহ বলেন, ‘আমি যদি আজ কথা বলি তবে আগুন ধরে যাবে।’ অথচ অ্যানফিল্ডে নিজের শেষ মৌসুম কাটানো ক্লপের সঙ্গে এর আগে কখনো তাঁর কথা-কাটাকাটি হয়েছে, এমনটি দেখা যায়নি। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সালে রোমা থেকে সালাহকে আনেন তিনি। দুজনের জুটিতে অলরেডরা লম্বা সময়ের শিরোপা খরা ঘুচিয়ে জিতেছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। দুজনের রসায়নও ছিল অসাধারণ।
গত সপ্তাহে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের সেই ঘটনার পর সালাহ গণমাধ্যমে কথা বললেও চুপ ছিলেন ক্লপ। তবে লিভারপুল কোচ আজ জানিয়েছেন, সালাহর সঙ্গে তাঁর ঝামেলা মিটে গেছে। আগামী পরশু লিগে টটেনহামের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে লিভারপুল। তার আগে ক্লপ বললেন, ‘কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আমরা এটি নিয়ে পুরোপুরিই ঠিক আছি। এটি একটি অ-গল্প।’
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
২ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৪ ঘণ্টা আগে