Ajker Patrika

ফাইনালে মজাদার নাচের কারণ বললেন আর্জেন্টিনার মার্তিনেজ

ফাইনালে মজাদার নাচের কারণ বললেন আর্জেন্টিনার মার্তিনেজ

কাতার বিশ্বকাপের ফাইনালের মধ্যমণি যেন এমিলিয়ানো মার্তিনেজ। পাঁচ মাস পেরিয়ে গেলেও ফাইনাল নিয়ে আলোচনা জিইয়ে রয়েছে মার্তিনেজের কারণে। সেই ফাইনালে এক মজাদার নাচের কারণ বললেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। 

গত বছরের ১৮ ডিসেম্বর লুসাইলে ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ফ্রান্সের প্রথম গোল দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে এরপর টানা দুই গোল মিস করে ফরাসিরা। কিংসলে কোমানের শট আটকে যায় মার্তিনেজের গ্লাভসে। আর অরেলিয়েঁ চুয়ামেনির শট গোলপোস্টে লেগে চলে যায় বাইরে। ফ্রান্সের এই পেনাল্টি মিসের করার পর গোললাইনের পাশে হেলেদুলে নেচেছেন মার্তিনেজ। নিজের মধ্যে শিশুসুলভ অনুভূতি চলে আসায় এভাবে নেচেছেন বলে জানিয়েছেন তিনি। বিবিসিকে আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘লোকজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি এই নাচ অনুশীলন করছিলাম কি না। না (নাচের অনুশীলন)। দ্বিতীয় পেনাল্টি মিসের পর যেভাবে নেচেছি, জীবনে কখনো এভাবে নাচিনি। মাঠের মধ্যে আমি শিশু হয়ে গিয়েছিলাম। এরপর কি হতে যাচ্ছে তা আমি দেখতে পাচ্ছিলাম না।’ 

মার্তিনেজের নৈপুণ্যেই ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ‘চীনের মহাপ্রাচীরের’ মতো আকাশী-নীলদের গোলপোস্ট সামলেছেন মার্তিনেজ। জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। গোল্ডেন গ্লাভসের পুরস্কার হাতে নিয়ে মজাদার অঙ্গভঙ্গি করেছেন তিনি। যা নিয়ে এরপর হয়েছে অনেক আলাপ-আলোচনা। গোল্ডেন গ্লাভসের পর এ বছরের ফেব্রুয়ারীতে প্যারিসে ‘ফিফা দ্য বেস্টের’ বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত