ক্রীড়া ডেস্ক
আক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে আল-তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচে একক আধিপত্য ছিল আল নাসরেরই। ৬৪ শতাংশ বল দখলে রেখেছি তারাই। ১৯টি শট নিয়েছিল গোলের জন্য, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে তাউন তিনট শট নিয়েছিল, দুটি ছিল লক্ষ্যে।
গোলমুখে রাখা দুই শটের একটি ঠিকই তাউন জড়িয়ে দিতে পেরেছিল আল নাসরের জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেন আল-তাউনের ডিফেন্ডার সাদ আল নাসের। ৬৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান লাপোর্তে।
১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে এখন আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে আল তাউন রয়েছে আট নম্বরে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে শীর্ষে আল হিলাল এবং দুইয়ে আছে আল ইত্তিহাদ। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে আছে তিনে।
আক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে আল-তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচে একক আধিপত্য ছিল আল নাসরেরই। ৬৪ শতাংশ বল দখলে রেখেছি তারাই। ১৯টি শট নিয়েছিল গোলের জন্য, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে তাউন তিনট শট নিয়েছিল, দুটি ছিল লক্ষ্যে।
গোলমুখে রাখা দুই শটের একটি ঠিকই তাউন জড়িয়ে দিতে পেরেছিল আল নাসরের জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেন আল-তাউনের ডিফেন্ডার সাদ আল নাসের। ৬৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান লাপোর্তে।
১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে এখন আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে আল তাউন রয়েছে আট নম্বরে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে শীর্ষে আল হিলাল এবং দুইয়ে আছে আল ইত্তিহাদ। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে আছে তিনে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে