নেদারল্যান্ডসের কাছে এবারের উয়েফা নেশনস লিগ ছিল ভুলে যাওয়ার মতোই। ফাইনালে উঠতে পারেনি তো অনেক আগেই। স্বাগতিক হিসেবে আজ পেল না সান্ত্বনার জয়টুকু। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির কাছে হেরে গেছে নেদারল্যান্ডস।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ হয়েছে নেদারল্যান্ডসের ডি গ্রোলস স্টেডিয়ামে। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে যায় ইতালি। জিয়াকোমো রাসপাডোরির অ্যাসিস্টে ৬ মিনিটে গোল করেন ফেডেরিকো ডিমার্কো। খুব দ্রুতই ব্যবধান ২-০ করে নেয় ইতালি। ২০ মিনিটে গোল করেন ডেভিড ফ্রাত্তেসি। এবার অ্যাসিস্ট করেন উইলফ্রেড নোন্টো। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ইতালি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় নেদারল্যান্ডস। ৬৮ মিনিটে গোল করেন ডাচ ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। এরপর ৭২ মিনিটে ইতালির তৃতীয় গোল করেন ফেদেরিকো কিয়েসা। আর ৮৯ মিনিটে নেদারল্যান্ডসের দ্বিতীয় গোল করেন জর্জিনিও ভিনালদাম। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পায় ইতালি। ৬১ শতাংশ বল দখল ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট নিয়েও জিততে পারেনি ডাচরা।
এর আগে গত বুধবার প্রথম সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে ইতালির বিপক্ষে ২-১ গোলের জয় পায় স্পেন। আজ রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে এবারের নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-স্পেন। এর আগে সান সিরোতে ২০২১ নেশনস লিগের ফাইনালে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যায় স্প্যানিশরা।
নেদারল্যান্ডসের কাছে এবারের উয়েফা নেশনস লিগ ছিল ভুলে যাওয়ার মতোই। ফাইনালে উঠতে পারেনি তো অনেক আগেই। স্বাগতিক হিসেবে আজ পেল না সান্ত্বনার জয়টুকু। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির কাছে হেরে গেছে নেদারল্যান্ডস।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ হয়েছে নেদারল্যান্ডসের ডি গ্রোলস স্টেডিয়ামে। ম্যাচে খুব দ্রুতই এগিয়ে যায় ইতালি। জিয়াকোমো রাসপাডোরির অ্যাসিস্টে ৬ মিনিটে গোল করেন ফেডেরিকো ডিমার্কো। খুব দ্রুতই ব্যবধান ২-০ করে নেয় ইতালি। ২০ মিনিটে গোল করেন ডেভিড ফ্রাত্তেসি। এবার অ্যাসিস্ট করেন উইলফ্রেড নোন্টো। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ইতালি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় নেদারল্যান্ডস। ৬৮ মিনিটে গোল করেন ডাচ ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। এরপর ৭২ মিনিটে ইতালির তৃতীয় গোল করেন ফেদেরিকো কিয়েসা। আর ৮৯ মিনিটে নেদারল্যান্ডসের দ্বিতীয় গোল করেন জর্জিনিও ভিনালদাম। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পায় ইতালি। ৬১ শতাংশ বল দখল ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট নিয়েও জিততে পারেনি ডাচরা।
এর আগে গত বুধবার প্রথম সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে ইতালির বিপক্ষে ২-১ গোলের জয় পায় স্পেন। আজ রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে এবারের নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-স্পেন। এর আগে সান সিরোতে ২০২১ নেশনস লিগের ফাইনালে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যায় স্প্যানিশরা।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১০ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে