লিওনেল মেসিকে অল্প সময়ের জন্য হলেও খেলানো হবে—এমন ইঙ্গিত দিয়েছিলেন ইন্টার মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস। শেষ পর্যন্ত হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মেসি ফিরেছেন। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ফেরার ম্যাচেও জেতা হলো না মায়ামির।
চেজ স্টেডিয়ামে আজ মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল কলোরাডো। এই ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে চার ম্যাচ পর ফিরলেন মেসি। বদলি হিসেবে নেমে একটি গোলও করেছেন। তাঁর ফেরার ম্যাচে মায়ামি, কলোরাডো কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। মায়ামি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৭ শট। অন্যদিকে ৪১ শতাংশ বল দখলে রেখে কলোরাডো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৪ শট। রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় ২-২ গোলে।
ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। লিওনার্দো আফোনসোর অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মায়ামি মিডফিল্ডার হুলিয়ান গ্রেসেল। তবে কলোরাডো গোলরক্ষক জ্যাক স্টেফেন তা প্রতিহত করেন। ১৭ মিনিটে গোলের আরও একটি সুযোগ হাতছাড়া করে মায়ামি। দলটির ডিফেন্ডার টমাস আভিলেস লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন। এই আভিলেসের ২৯ মিনিটের সময় গোলের প্রচেষ্টা প্রতিহত করেছেন কলোরাডো গোলরক্ষক স্টেফেন। মায়ামির একের পর এক সুযোগ হাতছাড়ার মহড়ায় ম্যাচে গোলমুখ খোলে কলোরাডো। ৪৫ মিনিটে কলোরাডো ফরোয়ার্ড রাফায়েল নাভারো পেনাল্টি থেকে গোল করেন। প্রথমার্ধের খেলা অতিরিক্ত সময়ে গড়ালে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। অতিরিক্ত ২ মিনিটের সময় গ্রেসেলের ক্রস থেকে বলে মাথা ছুঁইয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রায়ান সেইলর। প্রথমার্ধ কলোরাডো ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
মায়ামির মূল একাদশে না থাকা মেসি নেমেছেন দ্বিতীয়ার্ধেই। ৪৬ মিনিটে মিডফিল্ডার লসন সাদারল্যান্ডের পরিবর্তে মেসিকে নামায় মায়ামি। মেসি ফিরতে না ফিরতেই মায়ামি আরও এক গোল হজম করতে বসেছিল। ৪৮ মিনিটে কলোরাডোর মিডফিল্ডার কোল ব্যাসেট ডান পায়ে শট নেন। তবে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার তা প্রতিহত করেছেন। মায়ামিকে সমতায় ফেরাতে এরপর তেমন একটা দেরি করেননি মেসি। ৫৬ মিনিটে মায়ামি ডিফেন্ডার ফ্র্যাঙ্কো নেগরি ক্রস করেন। নেগরির পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। মেসির সমতাসূচক গোলের পর দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৬০ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মায়ামি ফরোয়ার্ড আফোনসো। আফোনসোকে অ্যাসিস্ট করেন ডেভিড রুইজ।
২-১ গোলে এগিয়ে যাওয়ার পর মেসির ক্ষুধাটা যেন বেড়ে যায়। কখনো নিজে চেষ্টা করেছেন, কখনোবা সতীর্থকে দিয়ে করানোর চেষ্টা করেছেন। ৬৫ মিনিটে মেসির ক্রস থেকে হেডে শট নেন মায়ামির ডিয়েগো গোমেজ। তবে কলোরাডো গোলরক্ষক স্টেফেন তা প্রতিহত করেছেন। ৭১ মিনিটে সতীর্থ মার্সেলো উইগ্যানটকে অ্যাসিস্ট করলেও স্টেফেনের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। ৭৪ মিনিটে প্রিয় ফ্রিকিক থেকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ৭৮ মিনিটের সময় তাঁর (মেসি) বাঁ পায়ের শট তো কলোরাডো গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছেন। মেসিদের জয় যখন একপ্রকার নিশ্চিত মনে হচ্ছিল, তখনই ঘটে চমক। ৮৮ মিনিটে ডান পায়ের শটে কলোরাডোর সমতাসূচক গোল করেন ব্যাসেট। ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ের ৮ মিনিট পর্যন্ত খেলা হয়েছে। তবে কলোরাডো-মায়ামির কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
লিওনেল মেসিকে অল্প সময়ের জন্য হলেও খেলানো হবে—এমন ইঙ্গিত দিয়েছিলেন ইন্টার মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস। শেষ পর্যন্ত হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মেসি ফিরেছেন। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ফেরার ম্যাচেও জেতা হলো না মায়ামির।
চেজ স্টেডিয়ামে আজ মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল কলোরাডো। এই ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে চার ম্যাচ পর ফিরলেন মেসি। বদলি হিসেবে নেমে একটি গোলও করেছেন। তাঁর ফেরার ম্যাচে মায়ামি, কলোরাডো কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। মায়ামি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৭ শট। অন্যদিকে ৪১ শতাংশ বল দখলে রেখে কলোরাডো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৪ শট। রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় ২-২ গোলে।
ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। লিওনার্দো আফোনসোর অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মায়ামি মিডফিল্ডার হুলিয়ান গ্রেসেল। তবে কলোরাডো গোলরক্ষক জ্যাক স্টেফেন তা প্রতিহত করেন। ১৭ মিনিটে গোলের আরও একটি সুযোগ হাতছাড়া করে মায়ামি। দলটির ডিফেন্ডার টমাস আভিলেস লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন। এই আভিলেসের ২৯ মিনিটের সময় গোলের প্রচেষ্টা প্রতিহত করেছেন কলোরাডো গোলরক্ষক স্টেফেন। মায়ামির একের পর এক সুযোগ হাতছাড়ার মহড়ায় ম্যাচে গোলমুখ খোলে কলোরাডো। ৪৫ মিনিটে কলোরাডো ফরোয়ার্ড রাফায়েল নাভারো পেনাল্টি থেকে গোল করেন। প্রথমার্ধের খেলা অতিরিক্ত সময়ে গড়ালে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। অতিরিক্ত ২ মিনিটের সময় গ্রেসেলের ক্রস থেকে বলে মাথা ছুঁইয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রায়ান সেইলর। প্রথমার্ধ কলোরাডো ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
মায়ামির মূল একাদশে না থাকা মেসি নেমেছেন দ্বিতীয়ার্ধেই। ৪৬ মিনিটে মিডফিল্ডার লসন সাদারল্যান্ডের পরিবর্তে মেসিকে নামায় মায়ামি। মেসি ফিরতে না ফিরতেই মায়ামি আরও এক গোল হজম করতে বসেছিল। ৪৮ মিনিটে কলোরাডোর মিডফিল্ডার কোল ব্যাসেট ডান পায়ে শট নেন। তবে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার তা প্রতিহত করেছেন। মায়ামিকে সমতায় ফেরাতে এরপর তেমন একটা দেরি করেননি মেসি। ৫৬ মিনিটে মায়ামি ডিফেন্ডার ফ্র্যাঙ্কো নেগরি ক্রস করেন। নেগরির পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। মেসির সমতাসূচক গোলের পর দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৬০ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মায়ামি ফরোয়ার্ড আফোনসো। আফোনসোকে অ্যাসিস্ট করেন ডেভিড রুইজ।
২-১ গোলে এগিয়ে যাওয়ার পর মেসির ক্ষুধাটা যেন বেড়ে যায়। কখনো নিজে চেষ্টা করেছেন, কখনোবা সতীর্থকে দিয়ে করানোর চেষ্টা করেছেন। ৬৫ মিনিটে মেসির ক্রস থেকে হেডে শট নেন মায়ামির ডিয়েগো গোমেজ। তবে কলোরাডো গোলরক্ষক স্টেফেন তা প্রতিহত করেছেন। ৭১ মিনিটে সতীর্থ মার্সেলো উইগ্যানটকে অ্যাসিস্ট করলেও স্টেফেনের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। ৭৪ মিনিটে প্রিয় ফ্রিকিক থেকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ৭৮ মিনিটের সময় তাঁর (মেসি) বাঁ পায়ের শট তো কলোরাডো গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছেন। মেসিদের জয় যখন একপ্রকার নিশ্চিত মনে হচ্ছিল, তখনই ঘটে চমক। ৮৮ মিনিটে ডান পায়ের শটে কলোরাডোর সমতাসূচক গোল করেন ব্যাসেট। ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ের ৮ মিনিট পর্যন্ত খেলা হয়েছে। তবে কলোরাডো-মায়ামির কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
পাঁচ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে
৪২ মিনিট আগেচলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার...
১ ঘণ্টা আগেপাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
৪ ঘণ্টা আগে