চলতি মৌসুম শেষে নেইমারের পিএসজি ছাড়ার জোর গুঞ্জন চলছে। বিভিন্ন ক্লাবে যাওয়ার প্রস্তাব পাওয়ার কথাও শোনা যাচ্ছে ইউরোপীয় গণমাধ্যমগুলোতে। নেইমার পিএসজি ছাড়লে তাঁর ভবিষ্যৎ গন্তব্যের কথাও বলে দিয়েছেন ইমানুয়েল পেতিত।
গত কয়েক মৌসুম চোটে জর্জর অবস্থায় পিএসজিতে কাটাচ্ছেন নেইমার। এর মধ্যে গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে ফরাসি এই ফরোয়ার্ডকে। ২০২২-২৩ মৌসুমে খেলেছেন ২৯ ম্যাচ। একই সঙ্গে তাঁকে (নেইমার) ক্লাবছাড়া করার আন্দোলনে নেমে পড়েছেন পিএসজির সমর্থকেরা। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগান দিতে দেখা গেছে ক্লাবটির ‘আলট্রাস’ সমর্থক গোষ্ঠীকে। নেইমারের বাড়িও প্রায় ঘেরাও করে ফেলেছিল ‘আলট্রাস’ সমর্থকেরা। পেতিত যেন এই সবকিছু নিয়েই ভাবছেন। নেইমারকে আর্সেনালে দেখতে চান ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার, ‘পিএসজিতে সে (নেইমার) যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে তার মনে প্রতিশোধ নেওয়ার চিন্তাও কাজ করছে। সে বিশ্বকাপেও কেঁদেছে। আমার মতে, যেকোনো বড় ক্লাবেই নেইমার মানিয়ে নিতে পারবে। আর্সেনালে সে যদি আসে, তাহলে আমি খুশি হব এবং আমার মতে, তারও ভালো লাগবে। সে কৌশলগত ফুটবলার এবং আর্সেনালের খেলার ধরন তার পছন্দ হবে। সে ডান-বাম, দুই পাশেই খেলতে পারবে এবং তার গোড়ালির সমস্যা থাকায় বিশ্রাম দিয়েও খেলানো যেতে পারে।’
২০১৭ তে পিএসজিতে এসেছেন নেইমার। ক্লাবটির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ। ১৭৩ ম্যাচে করেছেন ১১৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে।
প্যারিসিয়ানদের হয়ে জিতেছেন চারটি লিগ ওয়ান, তিনবার করে জিতেছেন ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়ন। লিগ ওয়ানের পঞ্চম শিরোপা (২০২২-২৩) প্রায় জিতেই ফেলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
চলতি মৌসুম শেষে নেইমারের পিএসজি ছাড়ার জোর গুঞ্জন চলছে। বিভিন্ন ক্লাবে যাওয়ার প্রস্তাব পাওয়ার কথাও শোনা যাচ্ছে ইউরোপীয় গণমাধ্যমগুলোতে। নেইমার পিএসজি ছাড়লে তাঁর ভবিষ্যৎ গন্তব্যের কথাও বলে দিয়েছেন ইমানুয়েল পেতিত।
গত কয়েক মৌসুম চোটে জর্জর অবস্থায় পিএসজিতে কাটাচ্ছেন নেইমার। এর মধ্যে গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে ফরাসি এই ফরোয়ার্ডকে। ২০২২-২৩ মৌসুমে খেলেছেন ২৯ ম্যাচ। একই সঙ্গে তাঁকে (নেইমার) ক্লাবছাড়া করার আন্দোলনে নেমে পড়েছেন পিএসজির সমর্থকেরা। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগান দিতে দেখা গেছে ক্লাবটির ‘আলট্রাস’ সমর্থক গোষ্ঠীকে। নেইমারের বাড়িও প্রায় ঘেরাও করে ফেলেছিল ‘আলট্রাস’ সমর্থকেরা। পেতিত যেন এই সবকিছু নিয়েই ভাবছেন। নেইমারকে আর্সেনালে দেখতে চান ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার, ‘পিএসজিতে সে (নেইমার) যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে তার মনে প্রতিশোধ নেওয়ার চিন্তাও কাজ করছে। সে বিশ্বকাপেও কেঁদেছে। আমার মতে, যেকোনো বড় ক্লাবেই নেইমার মানিয়ে নিতে পারবে। আর্সেনালে সে যদি আসে, তাহলে আমি খুশি হব এবং আমার মতে, তারও ভালো লাগবে। সে কৌশলগত ফুটবলার এবং আর্সেনালের খেলার ধরন তার পছন্দ হবে। সে ডান-বাম, দুই পাশেই খেলতে পারবে এবং তার গোড়ালির সমস্যা থাকায় বিশ্রাম দিয়েও খেলানো যেতে পারে।’
২০১৭ তে পিএসজিতে এসেছেন নেইমার। ক্লাবটির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ। ১৭৩ ম্যাচে করেছেন ১১৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে।
প্যারিসিয়ানদের হয়ে জিতেছেন চারটি লিগ ওয়ান, তিনবার করে জিতেছেন ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়ন। লিগ ওয়ানের পঞ্চম শিরোপা (২০২২-২৩) প্রায় জিতেই ফেলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৬ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৭ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১০ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৩ ঘণ্টা আগে