চলতি মৌসুম শেষে নেইমারের পিএসজি ছাড়ার জোর গুঞ্জন চলছে। বিভিন্ন ক্লাবে যাওয়ার প্রস্তাব পাওয়ার কথাও শোনা যাচ্ছে ইউরোপীয় গণমাধ্যমগুলোতে। নেইমার পিএসজি ছাড়লে তাঁর ভবিষ্যৎ গন্তব্যের কথাও বলে দিয়েছেন ইমানুয়েল পেতিত।
গত কয়েক মৌসুম চোটে জর্জর অবস্থায় পিএসজিতে কাটাচ্ছেন নেইমার। এর মধ্যে গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে ফরাসি এই ফরোয়ার্ডকে। ২০২২-২৩ মৌসুমে খেলেছেন ২৯ ম্যাচ। একই সঙ্গে তাঁকে (নেইমার) ক্লাবছাড়া করার আন্দোলনে নেমে পড়েছেন পিএসজির সমর্থকেরা। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগান দিতে দেখা গেছে ক্লাবটির ‘আলট্রাস’ সমর্থক গোষ্ঠীকে। নেইমারের বাড়িও প্রায় ঘেরাও করে ফেলেছিল ‘আলট্রাস’ সমর্থকেরা। পেতিত যেন এই সবকিছু নিয়েই ভাবছেন। নেইমারকে আর্সেনালে দেখতে চান ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার, ‘পিএসজিতে সে (নেইমার) যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে তার মনে প্রতিশোধ নেওয়ার চিন্তাও কাজ করছে। সে বিশ্বকাপেও কেঁদেছে। আমার মতে, যেকোনো বড় ক্লাবেই নেইমার মানিয়ে নিতে পারবে। আর্সেনালে সে যদি আসে, তাহলে আমি খুশি হব এবং আমার মতে, তারও ভালো লাগবে। সে কৌশলগত ফুটবলার এবং আর্সেনালের খেলার ধরন তার পছন্দ হবে। সে ডান-বাম, দুই পাশেই খেলতে পারবে এবং তার গোড়ালির সমস্যা থাকায় বিশ্রাম দিয়েও খেলানো যেতে পারে।’
২০১৭ তে পিএসজিতে এসেছেন নেইমার। ক্লাবটির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ। ১৭৩ ম্যাচে করেছেন ১১৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে।
প্যারিসিয়ানদের হয়ে জিতেছেন চারটি লিগ ওয়ান, তিনবার করে জিতেছেন ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়ন। লিগ ওয়ানের পঞ্চম শিরোপা (২০২২-২৩) প্রায় জিতেই ফেলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
চলতি মৌসুম শেষে নেইমারের পিএসজি ছাড়ার জোর গুঞ্জন চলছে। বিভিন্ন ক্লাবে যাওয়ার প্রস্তাব পাওয়ার কথাও শোনা যাচ্ছে ইউরোপীয় গণমাধ্যমগুলোতে। নেইমার পিএসজি ছাড়লে তাঁর ভবিষ্যৎ গন্তব্যের কথাও বলে দিয়েছেন ইমানুয়েল পেতিত।
গত কয়েক মৌসুম চোটে জর্জর অবস্থায় পিএসজিতে কাটাচ্ছেন নেইমার। এর মধ্যে গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে ফরাসি এই ফরোয়ার্ডকে। ২০২২-২৩ মৌসুমে খেলেছেন ২৯ ম্যাচ। একই সঙ্গে তাঁকে (নেইমার) ক্লাবছাড়া করার আন্দোলনে নেমে পড়েছেন পিএসজির সমর্থকেরা। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগান দিতে দেখা গেছে ক্লাবটির ‘আলট্রাস’ সমর্থক গোষ্ঠীকে। নেইমারের বাড়িও প্রায় ঘেরাও করে ফেলেছিল ‘আলট্রাস’ সমর্থকেরা। পেতিত যেন এই সবকিছু নিয়েই ভাবছেন। নেইমারকে আর্সেনালে দেখতে চান ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার, ‘পিএসজিতে সে (নেইমার) যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে তার মনে প্রতিশোধ নেওয়ার চিন্তাও কাজ করছে। সে বিশ্বকাপেও কেঁদেছে। আমার মতে, যেকোনো বড় ক্লাবেই নেইমার মানিয়ে নিতে পারবে। আর্সেনালে সে যদি আসে, তাহলে আমি খুশি হব এবং আমার মতে, তারও ভালো লাগবে। সে কৌশলগত ফুটবলার এবং আর্সেনালের খেলার ধরন তার পছন্দ হবে। সে ডান-বাম, দুই পাশেই খেলতে পারবে এবং তার গোড়ালির সমস্যা থাকায় বিশ্রাম দিয়েও খেলানো যেতে পারে।’
২০১৭ তে পিএসজিতে এসেছেন নেইমার। ক্লাবটির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ। ১৭৩ ম্যাচে করেছেন ১১৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে।
প্যারিসিয়ানদের হয়ে জিতেছেন চারটি লিগ ওয়ান, তিনবার করে জিতেছেন ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়ন। লিগ ওয়ানের পঞ্চম শিরোপা (২০২২-২৩) প্রায় জিতেই ফেলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
৩০ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
১ ঘণ্টা আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
২ ঘণ্টা আগে