গত কয়েক মাস একটা মামলা বেশ ভোগাচ্ছিল নেইমারকে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বিপক্ষে জালিয়াতির মামলা করেছিল স্বদেশি এক বিনিয়োগ প্রতিষ্ঠান। অবশেষে এই মামলা থেকে মুক্তি পেলেন নেইমার।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় গিয়েছিলেন নেইমার। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। নেইমারের দুই বছরের জেল ও এক কোটি ইউরো (বাংলাদেশি ১০০ কোটি টাকা) জরিমানা দাবি করেছিল প্রতিষ্ঠানটি। আদালত গতকাল সেই মামলা থেকে নেইমারকে অব্যহতি দিয়েছে। কোর্ট এক বিবৃতিতে বলেছে, ‘ডিআইস এবং নেইমারের মধ্যে ভুয়া চুক্তির বিষয়টি প্রমাণিত হয়নি। ডিআইএসকেও ইচ্ছে করে ফাঁসানো হয়নি।’
সান্তোসে থাকাকালীন নেইমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল ডিআইএস। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটি দাবি করেছিল, সান্তোস থেকে নেইমারের বার্সায় দলবদলের প্রকৃত মূল্য প্রকাশ না হওয়ায় মূল স্বত্বের লাভ থেকে বঞ্চিত হয়েছে তারা। শুধু নেইমারই নন, আরও অনেককে বিবাদী করা হয়েছিল এই মামলায়। নেইমারের বাবা-মা, বার্সেলোনার সাবেক দুই সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ ও স্যান্দ্রো রসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজকেও বিবাদী করা হয়েছিল।
গত কয়েক মাস একটা মামলা বেশ ভোগাচ্ছিল নেইমারকে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বিপক্ষে জালিয়াতির মামলা করেছিল স্বদেশি এক বিনিয়োগ প্রতিষ্ঠান। অবশেষে এই মামলা থেকে মুক্তি পেলেন নেইমার।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় গিয়েছিলেন নেইমার। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। নেইমারের দুই বছরের জেল ও এক কোটি ইউরো (বাংলাদেশি ১০০ কোটি টাকা) জরিমানা দাবি করেছিল প্রতিষ্ঠানটি। আদালত গতকাল সেই মামলা থেকে নেইমারকে অব্যহতি দিয়েছে। কোর্ট এক বিবৃতিতে বলেছে, ‘ডিআইস এবং নেইমারের মধ্যে ভুয়া চুক্তির বিষয়টি প্রমাণিত হয়নি। ডিআইএসকেও ইচ্ছে করে ফাঁসানো হয়নি।’
সান্তোসে থাকাকালীন নেইমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল ডিআইএস। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটি দাবি করেছিল, সান্তোস থেকে নেইমারের বার্সায় দলবদলের প্রকৃত মূল্য প্রকাশ না হওয়ায় মূল স্বত্বের লাভ থেকে বঞ্চিত হয়েছে তারা। শুধু নেইমারই নন, আরও অনেককে বিবাদী করা হয়েছিল এই মামলায়। নেইমারের বাবা-মা, বার্সেলোনার সাবেক দুই সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ ও স্যান্দ্রো রসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজকেও বিবাদী করা হয়েছিল।
কোনো কিছু বুঝে ওঠার আগেই খেতে হয়েছে ধাক্কা বাংলাদেশ। তা সামলাতে হিমশিম খেতে হচ্ছিল বেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান নাজমুল-মুর্শেদরা। কিন্তু সেখানে বাংলাদেশকে কাঁদিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিকেরা
১১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানে যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় আইপিএল শুরু হলে ভাগ্য ফিরেছে মোস্তাফিজুর রহমানের। সুযোগ মিলেছে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে একাদশেও জায়গা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
১৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। তবে এখন প্রশ্ন, দুই ম্যাচেই শেষ হবে এই সিরিজ, নাকি যুক্ত হবে আরও একটি ম্যাচ?
১৪ ঘণ্টা আগেশ্রেয়াস আইয়ারের নেতৃত্বে গত বছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মেগা নিলামের পর সেই আইয়ার এবার পাঞ্জাব কিংসের অধিনায়ক। তাতে কলকাতার নেতৃত্বভার চলে আসে আজিঙ্কা রাহানের কাঁধে। তবে শিরোপা ধরে রাখার মতো বাড়তি চাপ নিতে পারেননি রাহানে।
১৫ ঘণ্টা আগে