অনলাইন ডেস্ক
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
বাফুফের-এএফসি এ ডিপ্লোমা কোর্স (পার্ট-১) শুরু করেছেন জামাল। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষক মিলিয়ে মোট ২৪ জন এবারের কোর্সে অংশ নিচ্ছে। কোর্স শুরু হলো আজ থেকে। দেশে ফেরার পর আজ বাফুফেতে সেই কোর্স করতে এসেই বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যেখানে হামজা চৌধুরীকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন জামাল, ‘হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। কেননা, উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’
এ দিকে আবাহনীর সঙ্গে চুক্তির বিষয়টি আবারও আলোনায় আসে। সেই প্রসঙ্গে জামালের উত্তর, ‘আবাহনীর সঙ্গে যে ইস্যুটা হয়েছে, সেটা হয়ে গেছে। এটা আমার সিদ্ধান্ত না, ওদের সিদ্ধান্ত ছিল। (লিগের দ্বিতীয় ভাগে কোন দলের হয়ে খেলব) ১০ দিনের ভেতরে সমাধান হয়ে যাবে। (এএফসি/ফিফার কাছে যাবেন কি না?) দেখা যাক।’
এর আগে বাফুফের একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গেও দারুণ সময় কাটান জামাল। সেই অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে জামাল বলেন, ‘এখানে বাচ্চারা আছে, যাদের স্বপ্ন আছে ফুটবলার হওয়ার। আমিও ওদের মতোই ছিলাম। আজকে যে আনন্দ ওদের মধ্যে দেখলাম, খুব ভালো লাগছে। আমারও আইডল ছিল, হয়তো এই বাচ্চারাও আমাকে আইডল মনে করে। গর্বের মুহূর্ত। আমি ওদেরকে বলব, নিজেদের স্বপ্ন অনুসরণ করতে হবে।’
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
বাফুফের-এএফসি এ ডিপ্লোমা কোর্স (পার্ট-১) শুরু করেছেন জামাল। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষক মিলিয়ে মোট ২৪ জন এবারের কোর্সে অংশ নিচ্ছে। কোর্স শুরু হলো আজ থেকে। দেশে ফেরার পর আজ বাফুফেতে সেই কোর্স করতে এসেই বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যেখানে হামজা চৌধুরীকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন জামাল, ‘হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। কেননা, উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’
এ দিকে আবাহনীর সঙ্গে চুক্তির বিষয়টি আবারও আলোনায় আসে। সেই প্রসঙ্গে জামালের উত্তর, ‘আবাহনীর সঙ্গে যে ইস্যুটা হয়েছে, সেটা হয়ে গেছে। এটা আমার সিদ্ধান্ত না, ওদের সিদ্ধান্ত ছিল। (লিগের দ্বিতীয় ভাগে কোন দলের হয়ে খেলব) ১০ দিনের ভেতরে সমাধান হয়ে যাবে। (এএফসি/ফিফার কাছে যাবেন কি না?) দেখা যাক।’
এর আগে বাফুফের একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গেও দারুণ সময় কাটান জামাল। সেই অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে জামাল বলেন, ‘এখানে বাচ্চারা আছে, যাদের স্বপ্ন আছে ফুটবলার হওয়ার। আমিও ওদের মতোই ছিলাম। আজকে যে আনন্দ ওদের মধ্যে দেখলাম, খুব ভালো লাগছে। আমারও আইডল ছিল, হয়তো এই বাচ্চারাও আমাকে আইডল মনে করে। গর্বের মুহূর্ত। আমি ওদেরকে বলব, নিজেদের স্বপ্ন অনুসরণ করতে হবে।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৭ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৮ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৯ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১০ ঘণ্টা আগে