অনলাইন ডেস্ক
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
বাফুফের-এএফসি এ ডিপ্লোমা কোর্স (পার্ট-১) শুরু করেছেন জামাল। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষক মিলিয়ে মোট ২৪ জন এবারের কোর্সে অংশ নিচ্ছে। কোর্স শুরু হলো আজ থেকে। দেশে ফেরার পর আজ বাফুফেতে সেই কোর্স করতে এসেই বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যেখানে হামজা চৌধুরীকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন জামাল, ‘হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। কেননা, উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’
এ দিকে আবাহনীর সঙ্গে চুক্তির বিষয়টি আবারও আলোনায় আসে। সেই প্রসঙ্গে জামালের উত্তর, ‘আবাহনীর সঙ্গে যে ইস্যুটা হয়েছে, সেটা হয়ে গেছে। এটা আমার সিদ্ধান্ত না, ওদের সিদ্ধান্ত ছিল। (লিগের দ্বিতীয় ভাগে কোন দলের হয়ে খেলব) ১০ দিনের ভেতরে সমাধান হয়ে যাবে। (এএফসি/ফিফার কাছে যাবেন কি না?) দেখা যাক।’
এর আগে বাফুফের একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গেও দারুণ সময় কাটান জামাল। সেই অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে জামাল বলেন, ‘এখানে বাচ্চারা আছে, যাদের স্বপ্ন আছে ফুটবলার হওয়ার। আমিও ওদের মতোই ছিলাম। আজকে যে আনন্দ ওদের মধ্যে দেখলাম, খুব ভালো লাগছে। আমারও আইডল ছিল, হয়তো এই বাচ্চারাও আমাকে আইডল মনে করে। গর্বের মুহূর্ত। আমি ওদেরকে বলব, নিজেদের স্বপ্ন অনুসরণ করতে হবে।’
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
বাফুফের-এএফসি এ ডিপ্লোমা কোর্স (পার্ট-১) শুরু করেছেন জামাল। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষক মিলিয়ে মোট ২৪ জন এবারের কোর্সে অংশ নিচ্ছে। কোর্স শুরু হলো আজ থেকে। দেশে ফেরার পর আজ বাফুফেতে সেই কোর্স করতে এসেই বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যেখানে হামজা চৌধুরীকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন জামাল, ‘হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। কেননা, উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’
এ দিকে আবাহনীর সঙ্গে চুক্তির বিষয়টি আবারও আলোনায় আসে। সেই প্রসঙ্গে জামালের উত্তর, ‘আবাহনীর সঙ্গে যে ইস্যুটা হয়েছে, সেটা হয়ে গেছে। এটা আমার সিদ্ধান্ত না, ওদের সিদ্ধান্ত ছিল। (লিগের দ্বিতীয় ভাগে কোন দলের হয়ে খেলব) ১০ দিনের ভেতরে সমাধান হয়ে যাবে। (এএফসি/ফিফার কাছে যাবেন কি না?) দেখা যাক।’
এর আগে বাফুফের একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গেও দারুণ সময় কাটান জামাল। সেই অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে জামাল বলেন, ‘এখানে বাচ্চারা আছে, যাদের স্বপ্ন আছে ফুটবলার হওয়ার। আমিও ওদের মতোই ছিলাম। আজকে যে আনন্দ ওদের মধ্যে দেখলাম, খুব ভালো লাগছে। আমারও আইডল ছিল, হয়তো এই বাচ্চারাও আমাকে আইডল মনে করে। গর্বের মুহূর্ত। আমি ওদেরকে বলব, নিজেদের স্বপ্ন অনুসরণ করতে হবে।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৩৮ মিনিট আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে