Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচ নিষিদ্ধ নেইমার

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ইসরায়েলের ম্যাকাবি হাইফার বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন নেইমার। তবে এমন পারফরম্যান্সের পরও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অবস্থা ‘হরিষে বিষাদে’। কেননা চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচ খেলতে পারবেন না নেইমার।

ম্যাচটির ২৭ মিনিটের সময় কিলিয়ান এমবাপ্পেকে ট্যাকল করেন ম্যাকাবির সেন্টার ব্যাক আবদোলায়ে সেক। সতীর্থকে আঘাত করায় সেকের সঙ্গে তর্ক শুরু করেন নেইমার। এমনকি রেফারির কাছে প্রতিবাদও জানান তিনি। কিন্তু এমন ঘটনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাকাবির বিপক্ষে প্রথম লেগে আরও একটি হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। এ কারণে চ্যাম্পিয়নস লিগে পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।

আগামী ৩ নভেম্বর জুভেন্টাসের বিপক্ষে খেলতে ইতালি সফরে যাবে পিএসজি। কিন্তু ফরাসি জায়ান্টরা পাবে না দলের গুরুত্বপূর্ণ সদস্য নেইমারকে।

এই মৌসুমে দারুণ ছন্দে আছেন নেইমার। পিএসজির জার্সিতে ১৭ ম্যাচে করেছেন ১৩ গোল এবং ১০ অ্যাসিস্ট। যেখানে চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে করেছেন ২ গোল এবং করিয়েছেন ৩ গোল। ইউরোপ ক্লাব শ্রেষ্ঠত্বের এই আসরে দারুণ ছন্দে আছে পিএসজিও। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে তারা। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ফরাসি ক্লাবটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত