ক্রীড়া ডেস্ক
ঢাকা: সামনে ঢাউস দুটি বার্গার। বার্গার দুটি দেখে এডেন হ্যাজার্ডের পেট কি তখন খুদায় চোঁ–চোঁ করছিল? বার্গারের সামনে চোখ বড় বড় করে জিহ্বা বের করে আছেন বেলজিয়াম তারকা! যেন এক মিনিটেই বার্গার দুটো সাবাড় করে দেবেন!
হ্যাজার্ড আসলেই ক্ষুধার্ত ছিলেন কি না, নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত হওয়া গেছে, বেলজিয়ান তারকার এই চেহারাটা আসলে একটা বিজ্ঞাপনের সৌজন্যে। ইউরোর বেলজিয়ামের দল দেখে অনুপ্রাণিত হয়ে ম্যাকডোনাল্ডসের ‘রেড ডেভিলস বার্গার’ নামে একটি বিজ্ঞাপন ছেড়েছে। সেই বিজ্ঞাপনেরই মডেল হয়েছেন হ্যাজার্ড। একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তাঁর সতীর্থ কেভিন ডি ব্রুইনা, ইউরি তিয়েলেমানসও। আর এই বিজ্ঞাপনেই হ্যাজার্ডকে দেখে খেপেছেন রিয়াল সমর্থকেরা। চোটে পড়ে পুরো মৌসুমেই রিয়াল ফরোয়ার্ড যে ছিলেন নিজের ছায়া হয়ে। হয়তো রিয়াল সমর্থকদের মনে প্রশ্ন, মাঠে তাঁর সাফল্যের ‘খুদা’টা দেখা গেল কই?
রিয়াল সমর্থকদের তোপের মুখে পড়া নতুন নয় হ্যাজার্ডের কাছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনলালে চেলসির কাছে হারের পর সতীর্থদের সঙ্গে খুনসুটি করে সমর্থকদের ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সতীর্থ থিবো কর্তোয়ার সমর্থন পাচ্ছেন বেলজিয়াম তারকা। জাতীয় দল ও ক্লাব সতীর্থ কর্তোয়া বলেছেন, ‘আমরা সবাই জানি এখনকার সংবাদমাধ্যম ও ভক্তদের কাছ থেকে এ রকম চাপ আসে। তবে সে (হ্যাজার্ড) এটা ভালো সামলাতে পারবে। আমি তাকে যথেষ্ট ভালো জানি। এখনো সে সবকিছু বদলে দেওয়ার সামর্থ্য রাখে।’
২০১৯ সালে চেলসি থেকে রিয়ালে এসেছিলেন হ্যাজার্ড। রিয়ালে এসে বারবার চোটে পড়ায় বাজে সময় কেটেছে এই বেলজিয়াম তারকার। তবু কর্তোয়ার বিশ্বাস, আগামী মৌসুমে রিয়ালেই থাকবেন হ্যাজার্ড, ‘আমি শতভাগ নিশ্চিত সে এখানেই থাকবে। সে রিয়াল ছাড়তে চায় না। শুধু মাদ্রিদের সংবাদমাধ্যমই তার রিয়াল ছেড়ে যাওয়া নিয়ে লিখেছে। কিন্তু হ্যাজার্ড এখানেই খেলা চালিয়ে যেতে চায়। রিয়ালের হয়ে শিরোপা জিততে চায়।’
ক্লাব ফুটবলে খেলোয়াড়, কোচ নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। কদিন আগেও কোচ ইস্যুতে জিনেদিন জিদানকে নিয়ে কম আলোচনা হয়নি। রিয়ালে এসব সমালোচনা প্রসঙ্গে কর্তোয়া বলেছেন, ‘রিয়ালে সবাইকে নিয়ে সব সময় সমালোচনা হয়। এর আগে গ্যারেথ বেলকে নিয়েও অনেক সমালোচনা হয়েছে কিন্তু বেল আমাদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছিল।’
ঢাকা: সামনে ঢাউস দুটি বার্গার। বার্গার দুটি দেখে এডেন হ্যাজার্ডের পেট কি তখন খুদায় চোঁ–চোঁ করছিল? বার্গারের সামনে চোখ বড় বড় করে জিহ্বা বের করে আছেন বেলজিয়াম তারকা! যেন এক মিনিটেই বার্গার দুটো সাবাড় করে দেবেন!
হ্যাজার্ড আসলেই ক্ষুধার্ত ছিলেন কি না, নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত হওয়া গেছে, বেলজিয়ান তারকার এই চেহারাটা আসলে একটা বিজ্ঞাপনের সৌজন্যে। ইউরোর বেলজিয়ামের দল দেখে অনুপ্রাণিত হয়ে ম্যাকডোনাল্ডসের ‘রেড ডেভিলস বার্গার’ নামে একটি বিজ্ঞাপন ছেড়েছে। সেই বিজ্ঞাপনেরই মডেল হয়েছেন হ্যাজার্ড। একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তাঁর সতীর্থ কেভিন ডি ব্রুইনা, ইউরি তিয়েলেমানসও। আর এই বিজ্ঞাপনেই হ্যাজার্ডকে দেখে খেপেছেন রিয়াল সমর্থকেরা। চোটে পড়ে পুরো মৌসুমেই রিয়াল ফরোয়ার্ড যে ছিলেন নিজের ছায়া হয়ে। হয়তো রিয়াল সমর্থকদের মনে প্রশ্ন, মাঠে তাঁর সাফল্যের ‘খুদা’টা দেখা গেল কই?
রিয়াল সমর্থকদের তোপের মুখে পড়া নতুন নয় হ্যাজার্ডের কাছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনলালে চেলসির কাছে হারের পর সতীর্থদের সঙ্গে খুনসুটি করে সমর্থকদের ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সতীর্থ থিবো কর্তোয়ার সমর্থন পাচ্ছেন বেলজিয়াম তারকা। জাতীয় দল ও ক্লাব সতীর্থ কর্তোয়া বলেছেন, ‘আমরা সবাই জানি এখনকার সংবাদমাধ্যম ও ভক্তদের কাছ থেকে এ রকম চাপ আসে। তবে সে (হ্যাজার্ড) এটা ভালো সামলাতে পারবে। আমি তাকে যথেষ্ট ভালো জানি। এখনো সে সবকিছু বদলে দেওয়ার সামর্থ্য রাখে।’
২০১৯ সালে চেলসি থেকে রিয়ালে এসেছিলেন হ্যাজার্ড। রিয়ালে এসে বারবার চোটে পড়ায় বাজে সময় কেটেছে এই বেলজিয়াম তারকার। তবু কর্তোয়ার বিশ্বাস, আগামী মৌসুমে রিয়ালেই থাকবেন হ্যাজার্ড, ‘আমি শতভাগ নিশ্চিত সে এখানেই থাকবে। সে রিয়াল ছাড়তে চায় না। শুধু মাদ্রিদের সংবাদমাধ্যমই তার রিয়াল ছেড়ে যাওয়া নিয়ে লিখেছে। কিন্তু হ্যাজার্ড এখানেই খেলা চালিয়ে যেতে চায়। রিয়ালের হয়ে শিরোপা জিততে চায়।’
ক্লাব ফুটবলে খেলোয়াড়, কোচ নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। কদিন আগেও কোচ ইস্যুতে জিনেদিন জিদানকে নিয়ে কম আলোচনা হয়নি। রিয়ালে এসব সমালোচনা প্রসঙ্গে কর্তোয়া বলেছেন, ‘রিয়ালে সবাইকে নিয়ে সব সময় সমালোচনা হয়। এর আগে গ্যারেথ বেলকে নিয়েও অনেক সমালোচনা হয়েছে কিন্তু বেল আমাদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছিল।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে