আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতে নিজেদের সর্বশেষ বিপর্যয় থেকে মুক্তি পেলেও খুশি নন কার্লো আনচেলত্তি। নিজেদের মাঠে জয় পেলেও গোল হজম করায় তিনি বিরক্ত। রক্ষণভাগের এমন বাজে পারফরম্যান্সে গতকাল ড্রেসিংরুমে রেগে গিয়েছিলেন বলে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন ইতালিয়ান কোচ।
ম্যাচ শুরুর ৫ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। প্রথম গোলের পরে আরও ২ গোল করে বিরতির আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ১ গোল হজম করেন লস ব্ল্যাংকোসরা। এই গোল হজম করা নিয়েই ড্রেসিংরুমে রাগান্বিত হন আনচেলত্তি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘দলের রক্ষণভাগের সক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানি। তবে আমি বুঝতে পারছি না কেন আমরা দুই ম্যাচে ৬ গোল হজম করেছি। কী হয়েছিল আমাদের? আজ (গতকাল) স্বচ্ছন্দে খেললেও রক্ষণে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। বল হারানোর পরও প্রতিপক্ষকে আমরা ভালো চাপ দিয়েছিলাম, যার ফল হিসেবে ৩-০তে এগিয়ে ছিলাম।’
এর পরেই রাগের ব্যাখ্যা দেন আনচেলত্তি, ‘কিছু সময়ের জন্য একাগ্রতা হারালে ১ গোল হজম করি। পরে ড্রেসিংরুমে রাগান্বিত হলে ৪-১ ব্যবধানে এগিয়ে যাই। কিন্তু আবার মনোযোগ হারিয়ে দ্বিতীয় গোল হজম করে বসি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ২ গোল হজম করা আমাদের জন্য খুব ভালো সংকেত নয়। আশা করি আগামী ম্যাচগুলোয় এমনটা হবে না।’
গতকালের ৪-২ গোলের জয়টা আরও বড় হতে পারত রিয়ালের। তবে গোলের সুযোগ হাতছাড়া ও ভাগ্য পাশে না থাকায় তা আর হয়নি। বেনজেমার হ্যাটট্রিকের সঙ্গে অন্য গোলটি করেছেন রদ্রিগো। আর আলমেরিয়ার হয়ে গোল ২টি করে ব্যবধান কমান লাজারো ও লুকাস রবার্তোনে।
ঘরের মাঠের হ্যাটট্রিক নিয়ে এ মাসে ৩টি হ্যাটট্রিক করলেন বেনজেমা। গতকালের আগে বার্সেলোনা ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ২টি করেছিলেন সাবেক ফরাসি স্ট্রাইকার। এই হ্যাটট্রিকে একটি মাইলফলকও ছুঁয়েছেন রিয়াল তারকা।
লা লিগায় চতুর্থ সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়েছেন বেনজেমা। ২৩৬ গোলে পেছনে ফেলেছেন ক্লাবের পূর্বসূরি হুগো সানচেজকে। রিয়ালের হয়ে ২৩৪ গোল করেছেন সাবেক মেক্সিকান ফরোয়ার্ড। পূর্বসূরিকে পেছনে ফেললেও চূড়ায় উঠতে অনেক পথ পাড়ি দিতে হবে তাঁকে। ৪৭৪ গোল নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি।
আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতে নিজেদের সর্বশেষ বিপর্যয় থেকে মুক্তি পেলেও খুশি নন কার্লো আনচেলত্তি। নিজেদের মাঠে জয় পেলেও গোল হজম করায় তিনি বিরক্ত। রক্ষণভাগের এমন বাজে পারফরম্যান্সে গতকাল ড্রেসিংরুমে রেগে গিয়েছিলেন বলে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন ইতালিয়ান কোচ।
ম্যাচ শুরুর ৫ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। প্রথম গোলের পরে আরও ২ গোল করে বিরতির আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ১ গোল হজম করেন লস ব্ল্যাংকোসরা। এই গোল হজম করা নিয়েই ড্রেসিংরুমে রাগান্বিত হন আনচেলত্তি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘দলের রক্ষণভাগের সক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানি। তবে আমি বুঝতে পারছি না কেন আমরা দুই ম্যাচে ৬ গোল হজম করেছি। কী হয়েছিল আমাদের? আজ (গতকাল) স্বচ্ছন্দে খেললেও রক্ষণে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। বল হারানোর পরও প্রতিপক্ষকে আমরা ভালো চাপ দিয়েছিলাম, যার ফল হিসেবে ৩-০তে এগিয়ে ছিলাম।’
এর পরেই রাগের ব্যাখ্যা দেন আনচেলত্তি, ‘কিছু সময়ের জন্য একাগ্রতা হারালে ১ গোল হজম করি। পরে ড্রেসিংরুমে রাগান্বিত হলে ৪-১ ব্যবধানে এগিয়ে যাই। কিন্তু আবার মনোযোগ হারিয়ে দ্বিতীয় গোল হজম করে বসি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ২ গোল হজম করা আমাদের জন্য খুব ভালো সংকেত নয়। আশা করি আগামী ম্যাচগুলোয় এমনটা হবে না।’
গতকালের ৪-২ গোলের জয়টা আরও বড় হতে পারত রিয়ালের। তবে গোলের সুযোগ হাতছাড়া ও ভাগ্য পাশে না থাকায় তা আর হয়নি। বেনজেমার হ্যাটট্রিকের সঙ্গে অন্য গোলটি করেছেন রদ্রিগো। আর আলমেরিয়ার হয়ে গোল ২টি করে ব্যবধান কমান লাজারো ও লুকাস রবার্তোনে।
ঘরের মাঠের হ্যাটট্রিক নিয়ে এ মাসে ৩টি হ্যাটট্রিক করলেন বেনজেমা। গতকালের আগে বার্সেলোনা ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ২টি করেছিলেন সাবেক ফরাসি স্ট্রাইকার। এই হ্যাটট্রিকে একটি মাইলফলকও ছুঁয়েছেন রিয়াল তারকা।
লা লিগায় চতুর্থ সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়েছেন বেনজেমা। ২৩৬ গোলে পেছনে ফেলেছেন ক্লাবের পূর্বসূরি হুগো সানচেজকে। রিয়ালের হয়ে ২৩৪ গোল করেছেন সাবেক মেক্সিকান ফরোয়ার্ড। পূর্বসূরিকে পেছনে ফেললেও চূড়ায় উঠতে অনেক পথ পাড়ি দিতে হবে তাঁকে। ৪৭৪ গোল নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৭ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে