আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতে নিজেদের সর্বশেষ বিপর্যয় থেকে মুক্তি পেলেও খুশি নন কার্লো আনচেলত্তি। নিজেদের মাঠে জয় পেলেও গোল হজম করায় তিনি বিরক্ত। রক্ষণভাগের এমন বাজে পারফরম্যান্সে গতকাল ড্রেসিংরুমে রেগে গিয়েছিলেন বলে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন ইতালিয়ান কোচ।
ম্যাচ শুরুর ৫ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। প্রথম গোলের পরে আরও ২ গোল করে বিরতির আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ১ গোল হজম করেন লস ব্ল্যাংকোসরা। এই গোল হজম করা নিয়েই ড্রেসিংরুমে রাগান্বিত হন আনচেলত্তি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘দলের রক্ষণভাগের সক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানি। তবে আমি বুঝতে পারছি না কেন আমরা দুই ম্যাচে ৬ গোল হজম করেছি। কী হয়েছিল আমাদের? আজ (গতকাল) স্বচ্ছন্দে খেললেও রক্ষণে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। বল হারানোর পরও প্রতিপক্ষকে আমরা ভালো চাপ দিয়েছিলাম, যার ফল হিসেবে ৩-০তে এগিয়ে ছিলাম।’
এর পরেই রাগের ব্যাখ্যা দেন আনচেলত্তি, ‘কিছু সময়ের জন্য একাগ্রতা হারালে ১ গোল হজম করি। পরে ড্রেসিংরুমে রাগান্বিত হলে ৪-১ ব্যবধানে এগিয়ে যাই। কিন্তু আবার মনোযোগ হারিয়ে দ্বিতীয় গোল হজম করে বসি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ২ গোল হজম করা আমাদের জন্য খুব ভালো সংকেত নয়। আশা করি আগামী ম্যাচগুলোয় এমনটা হবে না।’
গতকালের ৪-২ গোলের জয়টা আরও বড় হতে পারত রিয়ালের। তবে গোলের সুযোগ হাতছাড়া ও ভাগ্য পাশে না থাকায় তা আর হয়নি। বেনজেমার হ্যাটট্রিকের সঙ্গে অন্য গোলটি করেছেন রদ্রিগো। আর আলমেরিয়ার হয়ে গোল ২টি করে ব্যবধান কমান লাজারো ও লুকাস রবার্তোনে।
ঘরের মাঠের হ্যাটট্রিক নিয়ে এ মাসে ৩টি হ্যাটট্রিক করলেন বেনজেমা। গতকালের আগে বার্সেলোনা ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ২টি করেছিলেন সাবেক ফরাসি স্ট্রাইকার। এই হ্যাটট্রিকে একটি মাইলফলকও ছুঁয়েছেন রিয়াল তারকা।
লা লিগায় চতুর্থ সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়েছেন বেনজেমা। ২৩৬ গোলে পেছনে ফেলেছেন ক্লাবের পূর্বসূরি হুগো সানচেজকে। রিয়ালের হয়ে ২৩৪ গোল করেছেন সাবেক মেক্সিকান ফরোয়ার্ড। পূর্বসূরিকে পেছনে ফেললেও চূড়ায় উঠতে অনেক পথ পাড়ি দিতে হবে তাঁকে। ৪৭৪ গোল নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি।
আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতে নিজেদের সর্বশেষ বিপর্যয় থেকে মুক্তি পেলেও খুশি নন কার্লো আনচেলত্তি। নিজেদের মাঠে জয় পেলেও গোল হজম করায় তিনি বিরক্ত। রক্ষণভাগের এমন বাজে পারফরম্যান্সে গতকাল ড্রেসিংরুমে রেগে গিয়েছিলেন বলে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন ইতালিয়ান কোচ।
ম্যাচ শুরুর ৫ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। প্রথম গোলের পরে আরও ২ গোল করে বিরতির আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ১ গোল হজম করেন লস ব্ল্যাংকোসরা। এই গোল হজম করা নিয়েই ড্রেসিংরুমে রাগান্বিত হন আনচেলত্তি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘দলের রক্ষণভাগের সক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানি। তবে আমি বুঝতে পারছি না কেন আমরা দুই ম্যাচে ৬ গোল হজম করেছি। কী হয়েছিল আমাদের? আজ (গতকাল) স্বচ্ছন্দে খেললেও রক্ষণে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। বল হারানোর পরও প্রতিপক্ষকে আমরা ভালো চাপ দিয়েছিলাম, যার ফল হিসেবে ৩-০তে এগিয়ে ছিলাম।’
এর পরেই রাগের ব্যাখ্যা দেন আনচেলত্তি, ‘কিছু সময়ের জন্য একাগ্রতা হারালে ১ গোল হজম করি। পরে ড্রেসিংরুমে রাগান্বিত হলে ৪-১ ব্যবধানে এগিয়ে যাই। কিন্তু আবার মনোযোগ হারিয়ে দ্বিতীয় গোল হজম করে বসি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ২ গোল হজম করা আমাদের জন্য খুব ভালো সংকেত নয়। আশা করি আগামী ম্যাচগুলোয় এমনটা হবে না।’
গতকালের ৪-২ গোলের জয়টা আরও বড় হতে পারত রিয়ালের। তবে গোলের সুযোগ হাতছাড়া ও ভাগ্য পাশে না থাকায় তা আর হয়নি। বেনজেমার হ্যাটট্রিকের সঙ্গে অন্য গোলটি করেছেন রদ্রিগো। আর আলমেরিয়ার হয়ে গোল ২টি করে ব্যবধান কমান লাজারো ও লুকাস রবার্তোনে।
ঘরের মাঠের হ্যাটট্রিক নিয়ে এ মাসে ৩টি হ্যাটট্রিক করলেন বেনজেমা। গতকালের আগে বার্সেলোনা ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ২টি করেছিলেন সাবেক ফরাসি স্ট্রাইকার। এই হ্যাটট্রিকে একটি মাইলফলকও ছুঁয়েছেন রিয়াল তারকা।
লা লিগায় চতুর্থ সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়েছেন বেনজেমা। ২৩৬ গোলে পেছনে ফেলেছেন ক্লাবের পূর্বসূরি হুগো সানচেজকে। রিয়ালের হয়ে ২৩৪ গোল করেছেন সাবেক মেক্সিকান ফরোয়ার্ড। পূর্বসূরিকে পেছনে ফেললেও চূড়ায় উঠতে অনেক পথ পাড়ি দিতে হবে তাঁকে। ৪৭৪ গোল নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৮ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৯ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১২ ঘণ্টা আগে