চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সটা অম্লমধুর। ধারাবাহিকভাবে তারা জিততে পারছে না। বায়ার্নের কোচের পদে টমাস টুখেলের চাকরি যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুসের মতে, বায়ার্ন আর টুখেলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে।
এবারের বুন্দেসলিগায় নিজেদের সবশেষ চার ম্যাচের মধ্য দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বায়ার্ন। যার মধ্যে মাইনৎস ও ডার্মস্ট্যাড—এ দুই দলের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ ও ৫-২ গোলে। তবে বিশাল ব্যবধানে জয়ের ধারা টুর্নামেন্টে ধরে রাখতে পারেনি বায়ার্ন। ডর্টমুন্ড, হেডেনহেইম—দল দুটির বিপক্ষে নিজেদের সবশেষ দুই হেরেছে টুখেলের বায়ার্ন, যার মধ্যে গতকাল হেইডেনহেইমের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লেভারকুসেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপাজয় অনেকটাই অসম্ভব।
বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। ৩৮ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন হ্যারি কেইন ও সার্জিও ন্যাব্রি। দ্বিতীয়ার্ধেই তালগোল পাকিয়ে বায়ার্ন হজম করে ৩ গোল। এই ম্যাচের পরই পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে বায়ার্ন। হেইডেনহেইমের কাছে হেরে যাওয়ায় মূলত খেপেছেন ম্যাথাউস। স্কাই স্পোর্টসকে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘কিছু তো থাকতে হয় বাঁচানোর জন্য। তবে আমার মতে, টমাস টুখেল আর দলের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি হেইডেনহেইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেন, সেখান থেকে আপনি পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে যেখানে সামনেই রয়েছে চ্যাম্পিয়নস লিগ।’
ম্যাথুস পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে, তা দেখতে মুখিয়ে আছেন। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘রসায়নটা আর আগের মতো নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটতে যাচ্ছে, তা দেখতে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন কোচের পথেই হাঁটবে।’
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সটা অম্লমধুর। ধারাবাহিকভাবে তারা জিততে পারছে না। বায়ার্নের কোচের পদে টমাস টুখেলের চাকরি যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুসের মতে, বায়ার্ন আর টুখেলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে।
এবারের বুন্দেসলিগায় নিজেদের সবশেষ চার ম্যাচের মধ্য দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বায়ার্ন। যার মধ্যে মাইনৎস ও ডার্মস্ট্যাড—এ দুই দলের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ ও ৫-২ গোলে। তবে বিশাল ব্যবধানে জয়ের ধারা টুর্নামেন্টে ধরে রাখতে পারেনি বায়ার্ন। ডর্টমুন্ড, হেডেনহেইম—দল দুটির বিপক্ষে নিজেদের সবশেষ দুই হেরেছে টুখেলের বায়ার্ন, যার মধ্যে গতকাল হেইডেনহেইমের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লেভারকুসেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপাজয় অনেকটাই অসম্ভব।
বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। ৩৮ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন হ্যারি কেইন ও সার্জিও ন্যাব্রি। দ্বিতীয়ার্ধেই তালগোল পাকিয়ে বায়ার্ন হজম করে ৩ গোল। এই ম্যাচের পরই পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে বায়ার্ন। হেইডেনহেইমের কাছে হেরে যাওয়ায় মূলত খেপেছেন ম্যাথাউস। স্কাই স্পোর্টসকে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘কিছু তো থাকতে হয় বাঁচানোর জন্য। তবে আমার মতে, টমাস টুখেল আর দলের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি হেইডেনহেইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেন, সেখান থেকে আপনি পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে যেখানে সামনেই রয়েছে চ্যাম্পিয়নস লিগ।’
ম্যাথুস পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে, তা দেখতে মুখিয়ে আছেন। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘রসায়নটা আর আগের মতো নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটতে যাচ্ছে, তা দেখতে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন কোচের পথেই হাঁটবে।’
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৯ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৯ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
১০ ঘণ্টা আগে