চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সটা অম্লমধুর। ধারাবাহিকভাবে তারা জিততে পারছে না। বায়ার্নের কোচের পদে টমাস টুখেলের চাকরি যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুসের মতে, বায়ার্ন আর টুখেলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে।
এবারের বুন্দেসলিগায় নিজেদের সবশেষ চার ম্যাচের মধ্য দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বায়ার্ন। যার মধ্যে মাইনৎস ও ডার্মস্ট্যাড—এ দুই দলের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ ও ৫-২ গোলে। তবে বিশাল ব্যবধানে জয়ের ধারা টুর্নামেন্টে ধরে রাখতে পারেনি বায়ার্ন। ডর্টমুন্ড, হেডেনহেইম—দল দুটির বিপক্ষে নিজেদের সবশেষ দুই হেরেছে টুখেলের বায়ার্ন, যার মধ্যে গতকাল হেইডেনহেইমের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লেভারকুসেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপাজয় অনেকটাই অসম্ভব।
বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। ৩৮ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন হ্যারি কেইন ও সার্জিও ন্যাব্রি। দ্বিতীয়ার্ধেই তালগোল পাকিয়ে বায়ার্ন হজম করে ৩ গোল। এই ম্যাচের পরই পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে বায়ার্ন। হেইডেনহেইমের কাছে হেরে যাওয়ায় মূলত খেপেছেন ম্যাথাউস। স্কাই স্পোর্টসকে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘কিছু তো থাকতে হয় বাঁচানোর জন্য। তবে আমার মতে, টমাস টুখেল আর দলের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি হেইডেনহেইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেন, সেখান থেকে আপনি পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে যেখানে সামনেই রয়েছে চ্যাম্পিয়নস লিগ।’
ম্যাথুস পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে, তা দেখতে মুখিয়ে আছেন। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘রসায়নটা আর আগের মতো নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটতে যাচ্ছে, তা দেখতে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন কোচের পথেই হাঁটবে।’
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সটা অম্লমধুর। ধারাবাহিকভাবে তারা জিততে পারছে না। বায়ার্নের কোচের পদে টমাস টুখেলের চাকরি যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুসের মতে, বায়ার্ন আর টুখেলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে।
এবারের বুন্দেসলিগায় নিজেদের সবশেষ চার ম্যাচের মধ্য দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বায়ার্ন। যার মধ্যে মাইনৎস ও ডার্মস্ট্যাড—এ দুই দলের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ ও ৫-২ গোলে। তবে বিশাল ব্যবধানে জয়ের ধারা টুর্নামেন্টে ধরে রাখতে পারেনি বায়ার্ন। ডর্টমুন্ড, হেডেনহেইম—দল দুটির বিপক্ষে নিজেদের সবশেষ দুই হেরেছে টুখেলের বায়ার্ন, যার মধ্যে গতকাল হেইডেনহেইমের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লেভারকুসেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপাজয় অনেকটাই অসম্ভব।
বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। ৩৮ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন হ্যারি কেইন ও সার্জিও ন্যাব্রি। দ্বিতীয়ার্ধেই তালগোল পাকিয়ে বায়ার্ন হজম করে ৩ গোল। এই ম্যাচের পরই পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে বায়ার্ন। হেইডেনহেইমের কাছে হেরে যাওয়ায় মূলত খেপেছেন ম্যাথাউস। স্কাই স্পোর্টসকে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘কিছু তো থাকতে হয় বাঁচানোর জন্য। তবে আমার মতে, টমাস টুখেল আর দলের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি হেইডেনহেইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেন, সেখান থেকে আপনি পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে যেখানে সামনেই রয়েছে চ্যাম্পিয়নস লিগ।’
ম্যাথুস পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে, তা দেখতে মুখিয়ে আছেন। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘রসায়নটা আর আগের মতো নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটতে যাচ্ছে, তা দেখতে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন কোচের পথেই হাঁটবে।’
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৪২ মিনিট আগেগত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ পেসার। এ বাঁহাতি পেসারকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
২ ঘণ্টা আগেটেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
২ ঘণ্টা আগেবর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।
২ ঘণ্টা আগে