আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে অনেক আগেই। ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তাঁর। বাংলাদেশ অধিনায়ক এবার দেখা করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে।
এএফএ সভাপতি তাপিয়ার অফিসে ‘জামাল ভূঁইয়া ৬’ জার্সি নিয়ে ছবি তুলেছেন জামাল ও তাপিয়া দুজনই। তাপিয়ার আতিথেয়তায় মুগ্ধতা ঝরেছে জামালের কণ্ঠে। নিজের ফেসবুক পেজে সকাল ১০টা ১৫ মিনিটে ছবি পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে ধন্যবাদ তাঁর অফিসে আমাকে নেওয়ার জন্য। আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। আশা করি, ভবিষ্যতে বিশেষ কিছু হবে।’ ক্যাপশন শেষে বাংলাদেশ, আর্জেন্টিনা দুই দেশের পতাকার মধ্যে লাভ ইমোজি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিন ঘণ্টায় ছবি পোস্টের পর তিন ঘণ্টায় রিঅ্যাকশন পড়েছে ১৮ হাজারেরও বেশি আর ৮৭৯টি মন্তব্য এসেছে। পোস্টটি শেয়ার হয়েছে ২৭৩ বার। ক্লাব সোশ্যাল ওয়াই দেপোর্তিভো সোল দে মায়ো তাদের ফেসবুক পেজে জামাল-তাপিয়ার ছবি পোস্ট করেছে।
এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’র ম্যাচে গত পরশু মুখোমুখি হয়েছে সোল দে মায়ো ও জার্মিনাল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামাল। জামালের অভিষেক ম্যাচে ২-১ গোলে ম্যাচ জিতেছে সোল দে মায়ো। এরপর গতকাল নিজের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনায় নতুন দলের হয়ে অভিষেকে গোল পেয়ে ভীষণ খুশি’।
আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে অনেক আগেই। ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তাঁর। বাংলাদেশ অধিনায়ক এবার দেখা করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে।
এএফএ সভাপতি তাপিয়ার অফিসে ‘জামাল ভূঁইয়া ৬’ জার্সি নিয়ে ছবি তুলেছেন জামাল ও তাপিয়া দুজনই। তাপিয়ার আতিথেয়তায় মুগ্ধতা ঝরেছে জামালের কণ্ঠে। নিজের ফেসবুক পেজে সকাল ১০টা ১৫ মিনিটে ছবি পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে ধন্যবাদ তাঁর অফিসে আমাকে নেওয়ার জন্য। আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। আশা করি, ভবিষ্যতে বিশেষ কিছু হবে।’ ক্যাপশন শেষে বাংলাদেশ, আর্জেন্টিনা দুই দেশের পতাকার মধ্যে লাভ ইমোজি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিন ঘণ্টায় ছবি পোস্টের পর তিন ঘণ্টায় রিঅ্যাকশন পড়েছে ১৮ হাজারেরও বেশি আর ৮৭৯টি মন্তব্য এসেছে। পোস্টটি শেয়ার হয়েছে ২৭৩ বার। ক্লাব সোশ্যাল ওয়াই দেপোর্তিভো সোল দে মায়ো তাদের ফেসবুক পেজে জামাল-তাপিয়ার ছবি পোস্ট করেছে।
এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’র ম্যাচে গত পরশু মুখোমুখি হয়েছে সোল দে মায়ো ও জার্মিনাল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামাল। জামালের অভিষেক ম্যাচে ২-১ গোলে ম্যাচ জিতেছে সোল দে মায়ো। এরপর গতকাল নিজের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনায় নতুন দলের হয়ে অভিষেকে গোল পেয়ে ভীষণ খুশি’।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৯ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪৩ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে