Ajker Patrika

বুকের ব্যথায় হাসপাতালে তেভেজ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৬: ০৬
বুকের ব্যথায় হাসপাতালে তেভেজ

বুকে ব্যথা পাওয়ায় সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছেন কার্লোস তেভেজ। তবে আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড এখন সুস্থ আছেন বলে জানিয়েছে তাঁর ক্লাব আতলেতিকো ইন্দিপেন্দিয়েন্ট।

গত বছর ইন্দিপেন্দিয়েন্টের প্রধান কোচের দায়িত্ব নেন তেভেজ। তাঁর অসুস্থার বিষয়ে আর্জেন্টাইন ক্লাব সামাজিক মাধ্যমে লিখেছে, ‘আমাদের কোচ কার্লোস তেভেজ বুকে ব্যথা নিয়ে সান ইসিদ্রোর লা ত্রিনিদাদ হাসপাতালে গিয়েছিলেন। প্রাথমিক পরীক্ষায় ফল সন্তোষজনক। আগামীকাল তাঁর সাধারণ চেকআপের অংশ হিসেবে কিছু পরীক্ষা করা হবে, সেসব শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন।’

ইন্দিপেন্দিয়েন্টের কোচ হওয়ার আগে ২০২২ সালে বুটজোড়া তুলে রাখার পরেই স্বদেশি ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে প্রথম কোচিং শুরু করেন তেভেজ। রোজিরিও হয়ে সময়টা ভালো না কাটায় পরে কোচিং ক্যারিয়ারে এক বছর বিরতি নিয়ে বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি করেন ৪০ বছর বয়সী কোচ, যার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে।

কোচিং ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘ ছিল তেভেজের। ২০ বছরের ক্যারিয়ার ৫১৭ ম্যাচে ২২৭ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচে করেছেন ১৩ গোল। দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টারের হয়ে খেলে ৩টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। ক্যারিয়ারের একমাত্র মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপাটি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত