খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠে কারও সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ম্যাচ পাতানো—এমন অভিযোগের খবর পাওয়া যায় অহরহ। ব্রাজিলের লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো চমকে দেওয়ার মতো।
বেটিংয়ে প্রভাব রাখতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখতে চাইতেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত রাতে অভিযোগ এনেছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘এখানে অভিযোগ উঠেছে যে পাকেতা ম্যাচের অবস্থা পাল্টে দেওয়া, প্রভাব খাটানো—এসব কাজে সরাসরি যুক্ত ছিল। বেটিং মার্কেটে প্রভাব রাখার জন্য ইচ্ছা করে রেফারির থেকে কার্ড দেখতে চেয়েছেন। এক বা একাধিক ব্যক্তি যেন বেটিং থেকে লাভ করতে পারেন, সেই চেষ্টা করতেন।’
বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে পাকেতা সবশেষ গ্রীষ্ম থেকে আছেন তদন্তের অধীনে। তাঁর বিরুদ্ধে চার ম্যাচে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই চার ম্যাচের সবকটি প্রিমিয়ার লিগে। প্রথমটি ২০২২ সালের ১৫ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। পরের তিনটি ২০২৩ সালে। গত বছরের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ২১ মে ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে—এভাবেই চার অভিযোগ তোলা হয় পাকেতার বিরুদ্ধে।
প্রিমিয়ার লিগের যে চারটি অভিযোগ উঠেছে পাকেতার বিরুদ্ধে, সব ম্যাচই ওয়েস্ট হামের জার্সিতে। ২০২২ সালের আগস্টে লিওঁ থেকে প্রাথমিকভাবে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ডের চুক্তিতে ওয়েস্ট হামে আসেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
অভিযোগ ওঠার পর পাকেতা অস্বীকার করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘৯ মাস ধরে তদন্তের প্রতিটা পদক্ষেপে আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য দরকার সবই দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করছি। নিজের নামের স্বচ্ছতা ধরে রাখতে লড়াই করে যাব।’ এফ৩ ও এফ২—এফ নিয়মের এ দুটি ধারা ভঙ্গেরও অভিযোগ উঠেছে।
খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠে কারও সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ম্যাচ পাতানো—এমন অভিযোগের খবর পাওয়া যায় অহরহ। ব্রাজিলের লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো চমকে দেওয়ার মতো।
বেটিংয়ে প্রভাব রাখতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখতে চাইতেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত রাতে অভিযোগ এনেছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘এখানে অভিযোগ উঠেছে যে পাকেতা ম্যাচের অবস্থা পাল্টে দেওয়া, প্রভাব খাটানো—এসব কাজে সরাসরি যুক্ত ছিল। বেটিং মার্কেটে প্রভাব রাখার জন্য ইচ্ছা করে রেফারির থেকে কার্ড দেখতে চেয়েছেন। এক বা একাধিক ব্যক্তি যেন বেটিং থেকে লাভ করতে পারেন, সেই চেষ্টা করতেন।’
বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে পাকেতা সবশেষ গ্রীষ্ম থেকে আছেন তদন্তের অধীনে। তাঁর বিরুদ্ধে চার ম্যাচে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই চার ম্যাচের সবকটি প্রিমিয়ার লিগে। প্রথমটি ২০২২ সালের ১৫ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। পরের তিনটি ২০২৩ সালে। গত বছরের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ২১ মে ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে—এভাবেই চার অভিযোগ তোলা হয় পাকেতার বিরুদ্ধে।
প্রিমিয়ার লিগের যে চারটি অভিযোগ উঠেছে পাকেতার বিরুদ্ধে, সব ম্যাচই ওয়েস্ট হামের জার্সিতে। ২০২২ সালের আগস্টে লিওঁ থেকে প্রাথমিকভাবে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ডের চুক্তিতে ওয়েস্ট হামে আসেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
অভিযোগ ওঠার পর পাকেতা অস্বীকার করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘৯ মাস ধরে তদন্তের প্রতিটা পদক্ষেপে আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য দরকার সবই দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করছি। নিজের নামের স্বচ্ছতা ধরে রাখতে লড়াই করে যাব।’ এফ৩ ও এফ২—এফ নিয়মের এ দুটি ধারা ভঙ্গেরও অভিযোগ উঠেছে।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে