খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠে কারও সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ম্যাচ পাতানো—এমন অভিযোগের খবর পাওয়া যায় অহরহ। ব্রাজিলের লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো চমকে দেওয়ার মতো।
বেটিংয়ে প্রভাব রাখতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখতে চাইতেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত রাতে অভিযোগ এনেছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘এখানে অভিযোগ উঠেছে যে পাকেতা ম্যাচের অবস্থা পাল্টে দেওয়া, প্রভাব খাটানো—এসব কাজে সরাসরি যুক্ত ছিল। বেটিং মার্কেটে প্রভাব রাখার জন্য ইচ্ছা করে রেফারির থেকে কার্ড দেখতে চেয়েছেন। এক বা একাধিক ব্যক্তি যেন বেটিং থেকে লাভ করতে পারেন, সেই চেষ্টা করতেন।’
বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে পাকেতা সবশেষ গ্রীষ্ম থেকে আছেন তদন্তের অধীনে। তাঁর বিরুদ্ধে চার ম্যাচে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই চার ম্যাচের সবকটি প্রিমিয়ার লিগে। প্রথমটি ২০২২ সালের ১৫ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। পরের তিনটি ২০২৩ সালে। গত বছরের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ২১ মে ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে—এভাবেই চার অভিযোগ তোলা হয় পাকেতার বিরুদ্ধে।
প্রিমিয়ার লিগের যে চারটি অভিযোগ উঠেছে পাকেতার বিরুদ্ধে, সব ম্যাচই ওয়েস্ট হামের জার্সিতে। ২০২২ সালের আগস্টে লিওঁ থেকে প্রাথমিকভাবে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ডের চুক্তিতে ওয়েস্ট হামে আসেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
অভিযোগ ওঠার পর পাকেতা অস্বীকার করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘৯ মাস ধরে তদন্তের প্রতিটা পদক্ষেপে আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য দরকার সবই দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করছি। নিজের নামের স্বচ্ছতা ধরে রাখতে লড়াই করে যাব।’ এফ৩ ও এফ২—এফ নিয়মের এ দুটি ধারা ভঙ্গেরও অভিযোগ উঠেছে।
খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠে কারও সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ম্যাচ পাতানো—এমন অভিযোগের খবর পাওয়া যায় অহরহ। ব্রাজিলের লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো চমকে দেওয়ার মতো।
বেটিংয়ে প্রভাব রাখতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখতে চাইতেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত রাতে অভিযোগ এনেছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘এখানে অভিযোগ উঠেছে যে পাকেতা ম্যাচের অবস্থা পাল্টে দেওয়া, প্রভাব খাটানো—এসব কাজে সরাসরি যুক্ত ছিল। বেটিং মার্কেটে প্রভাব রাখার জন্য ইচ্ছা করে রেফারির থেকে কার্ড দেখতে চেয়েছেন। এক বা একাধিক ব্যক্তি যেন বেটিং থেকে লাভ করতে পারেন, সেই চেষ্টা করতেন।’
বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে পাকেতা সবশেষ গ্রীষ্ম থেকে আছেন তদন্তের অধীনে। তাঁর বিরুদ্ধে চার ম্যাচে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই চার ম্যাচের সবকটি প্রিমিয়ার লিগে। প্রথমটি ২০২২ সালের ১৫ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। পরের তিনটি ২০২৩ সালে। গত বছরের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ২১ মে ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে—এভাবেই চার অভিযোগ তোলা হয় পাকেতার বিরুদ্ধে।
প্রিমিয়ার লিগের যে চারটি অভিযোগ উঠেছে পাকেতার বিরুদ্ধে, সব ম্যাচই ওয়েস্ট হামের জার্সিতে। ২০২২ সালের আগস্টে লিওঁ থেকে প্রাথমিকভাবে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ডের চুক্তিতে ওয়েস্ট হামে আসেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
অভিযোগ ওঠার পর পাকেতা অস্বীকার করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘৯ মাস ধরে তদন্তের প্রতিটা পদক্ষেপে আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য দরকার সবই দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করছি। নিজের নামের স্বচ্ছতা ধরে রাখতে লড়াই করে যাব।’ এফ৩ ও এফ২—এফ নিয়মের এ দুটি ধারা ভঙ্গেরও অভিযোগ উঠেছে।
অ্যাটাক-সেট-হিট, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই তিন শব্দের দর্শন যেন দুবাইয়ের গরমেও অনুপ্রেরণা ইমন-শরীফুলদের। মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্যামেন্টের অধীনে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা...
১০ মিনিট আগেআইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
১৩ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
১৩ ঘণ্টা আগে