নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের নিয়ে অনেকেরই আগ্রহ বেড়েছে। কদিন আগে অভিষেক হয়ে গেছে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদু্ল ইসলাম। আলোচিত আরেক প্রবাসী শমিত শোম এখন বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলার অপেক্ষায় আছেন।
শমিত সুদূর কানাডা থেকে ঢাকায় এসেছেন ৪ জুন বাংলাদেশ সময় ভোরে। বাংলাদেশের জার্সিতে খেলতে কতটা রোমাঞ্চিত অনুভব করছেন, ঢাকায় পা রেখে শুনিয়েছেন তিনি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে বাংলাদেশ সেদিন সন্ধ্যায় খেললেও শমিতের খেলার সুযোগ হয়নি। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশ-ভুটান ম্যাচ দেখেছেন। এদিকে একই মাঠে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ম্যাচের আগে আজ যখন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ কাবরেরা এলে শমিতের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শমিতের প্রসঙ্গ উঠতে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন কাবরেরা। একই সঙ্গে বাংলাদেশ কোচ জানিয়েছেন, আজ অনুশীলনের পর সিঙ্গাপুর ম্যাচের দলের ব্যাপারে সব জানা যাবে। শমিতকে নিয়ে কাবরেরা বলেন, ‘আমরা আজ অনুশীলনের পরে জানতে পারব। কারণ, শেষ মুহূর্ত পর্যন্ত যেকোনো কিছু হতে পারে। আর শমিতের কথা আগেও বলেছি। সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক ভালো। সে অনেক বিনয়ী।’
বাংলাদেশে আসার আগে কানাডা কাঁপিয়ে এসেছেন শমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুইবার সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়েছেন তিনি। এমন একজন তারকা ফুটবলার পাওয়া ইতিবাচক মনে করছেন কাবরেরা। বাংলাদেশ কোচ বলেন, ‘খেলার কলাকৌশল নিয়ে সবকিছু সরাসরি শেয়ার করতে পছন্দ করে। সবার সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। এমনকি অনুশীলন সেশনে সে সবাইকে মুগ্ধ করেছে। তার কী গতি আছে, সেটা দেখিয়েছে। সে আসলেই তৈরি। খেলার ধরন বুঝতে ব্যক্তিগতভাবে কয়েকটা মিটিং হয়েছে তার সঙ্গে। ভিডিও দেখার অনুরোধ সে করেছে। তার দলে যোগ দেওয়াটা আসলে ইতিবাচক।’
কানাডাপ্রবাসী শমিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর কানাডার জাতীয় দলে ডাক পাননি তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিলংয়ে ২৫ মার্চ আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল হামজার। বলতে গেলে তিনি ভারতকে নাচিয়ে ছেড়েছিলেন। কিন্তু সেই ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। আর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে এক নম্বর দলই উঠবে মূলপর্বে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কতটা চ্যালেঞ্জিং, সেটা কাবরেরা ভালো করেই জানেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে তাই তিনি পাখির চোখ করেছেন। বাংলাদেশ কোচ বলেন, ‘আগের ম্যাচের চেয়ে উন্নতির চেষ্টা করি সব সময়। ভারতের বিপক্ষে অনেক ভালো খেলেছি। ভয়ডরহীন খেলা, শক্তি, গতি যা দরকার সবই ছিল। তবে লক্ষ্য হচ্ছে যে এই গ্রুপ থেকে সেরা দল হওয়া। কারণ, চার দলের মধ্যে সেরা থাকার চেয়ে বিকল্প কিছু নেই। আগামীকাল তিন পয়েন্ট পেতে আরও ভালো কীভাবে খেলা যায়, সেটা নিয়ে কাজ করছি।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর।
হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের নিয়ে অনেকেরই আগ্রহ বেড়েছে। কদিন আগে অভিষেক হয়ে গেছে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদু্ল ইসলাম। আলোচিত আরেক প্রবাসী শমিত শোম এখন বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলার অপেক্ষায় আছেন।
শমিত সুদূর কানাডা থেকে ঢাকায় এসেছেন ৪ জুন বাংলাদেশ সময় ভোরে। বাংলাদেশের জার্সিতে খেলতে কতটা রোমাঞ্চিত অনুভব করছেন, ঢাকায় পা রেখে শুনিয়েছেন তিনি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে বাংলাদেশ সেদিন সন্ধ্যায় খেললেও শমিতের খেলার সুযোগ হয়নি। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশ-ভুটান ম্যাচ দেখেছেন। এদিকে একই মাঠে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ম্যাচের আগে আজ যখন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ কাবরেরা এলে শমিতের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শমিতের প্রসঙ্গ উঠতে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন কাবরেরা। একই সঙ্গে বাংলাদেশ কোচ জানিয়েছেন, আজ অনুশীলনের পর সিঙ্গাপুর ম্যাচের দলের ব্যাপারে সব জানা যাবে। শমিতকে নিয়ে কাবরেরা বলেন, ‘আমরা আজ অনুশীলনের পরে জানতে পারব। কারণ, শেষ মুহূর্ত পর্যন্ত যেকোনো কিছু হতে পারে। আর শমিতের কথা আগেও বলেছি। সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক ভালো। সে অনেক বিনয়ী।’
বাংলাদেশে আসার আগে কানাডা কাঁপিয়ে এসেছেন শমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুইবার সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়েছেন তিনি। এমন একজন তারকা ফুটবলার পাওয়া ইতিবাচক মনে করছেন কাবরেরা। বাংলাদেশ কোচ বলেন, ‘খেলার কলাকৌশল নিয়ে সবকিছু সরাসরি শেয়ার করতে পছন্দ করে। সবার সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। এমনকি অনুশীলন সেশনে সে সবাইকে মুগ্ধ করেছে। তার কী গতি আছে, সেটা দেখিয়েছে। সে আসলেই তৈরি। খেলার ধরন বুঝতে ব্যক্তিগতভাবে কয়েকটা মিটিং হয়েছে তার সঙ্গে। ভিডিও দেখার অনুরোধ সে করেছে। তার দলে যোগ দেওয়াটা আসলে ইতিবাচক।’
কানাডাপ্রবাসী শমিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর কানাডার জাতীয় দলে ডাক পাননি তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিলংয়ে ২৫ মার্চ আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল হামজার। বলতে গেলে তিনি ভারতকে নাচিয়ে ছেড়েছিলেন। কিন্তু সেই ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। আর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে এক নম্বর দলই উঠবে মূলপর্বে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কতটা চ্যালেঞ্জিং, সেটা কাবরেরা ভালো করেই জানেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে তাই তিনি পাখির চোখ করেছেন। বাংলাদেশ কোচ বলেন, ‘আগের ম্যাচের চেয়ে উন্নতির চেষ্টা করি সব সময়। ভারতের বিপক্ষে অনেক ভালো খেলেছি। ভয়ডরহীন খেলা, শক্তি, গতি যা দরকার সবই ছিল। তবে লক্ষ্য হচ্ছে যে এই গ্রুপ থেকে সেরা দল হওয়া। কারণ, চার দলের মধ্যে সেরা থাকার চেয়ে বিকল্প কিছু নেই। আগামীকাল তিন পয়েন্ট পেতে আরও ভালো কীভাবে খেলা যায়, সেটা নিয়ে কাজ করছি।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর।
ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৪ ঘণ্টা আগে