Ajker Patrika

বসুন্ধরা-বারিধারার পর নিষিদ্ধ মুক্তিযোদ্ধা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৯
Thumbnail image

শাস্তি যে আসছে সেটা এক প্রকার অনুমিতই ছিল। বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারাকে শাস্তি দেওয়ার পর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকেও শাস্তি দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। আগামী ফেডারেশন কাপে নিষিদ্ধ করা হয়েছে মুক্তিযোদ্ধাকে। 

গত পরশু ফেডারেশন কাপের ‘ডি’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে আসেনি মুক্তিযোদ্ধা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে খেলতে আপত্তি জানিয়ে আগেই বাফুফেকে চিঠি দিয়েছিল মুক্তিযোদ্ধাসহ তিন ক্লাব। আসেনি খেলতেও। তাই যথারীতি শাস্তিও পাচ্ছে মুক্তিযোদ্ধা। 

বসুন্ধরা ও বারিধারার মতো আগামী ফেডারেশন কাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে মুক্তিযোদ্ধাকে। আজ বাফুফের ডিসিপ্লিনারি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফেডারেশন কাপের বিধি ১৯.৩ অনুযায়ী শেখ জামাল ক্লাবকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। একই ব্যবধানে জয় পাবে গ্রুপের আরেক দল রহমতগঞ্জ। নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে মুক্তিযোদ্ধাকে যা পরিশোধ করতে হবে আগামী ২৮ জানুয়ারির মধ্যে। 

নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করার সুযোগ থাকছে মুক্তিযোদ্ধার সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত