ফুটবলারদের বিতর্কিত স্ত্রীদের সংক্ষিপ্ত তালিকা করলে ওয়ান্দা নারা ওপরের দিকেই থাকবেন। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির স্ত্রী ওয়ান্দা আবার তাঁর এজেন্টও।
৩৫ বছর বয়সী মডেল ওয়ান্দার চাওয়াতেই ২০১৯ সালে ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান থেকে ধারে পিএসজিতে যান ইকার্দি। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির মনে ধরায় গত বছর প্যারিসিয়ানদের সঙ্গে ৪ বছরের চুক্তি করেন তিনি। কিন্তু এক বছর পেরোতেই স্বামীকে ছাড়িয়ে নিতে চাইছেন ওয়ান্দা। আবার ফেরাতে চাইছেন ইতালিতে।
তবে এবার ইন্টারে নয়, জুভেন্টাসে থিতু হতে চাইছেন ইকার্দি। তুরিনের ক্লাবটির সঙ্গে এরই মধ্যে কথা অনেক দূর এগিয়ে নিয়েছেন ওয়ান্দা।
ক্রীড়াবিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট বাইবেল’ তাদের প্রতিবেদনে লিখেছে, জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া আগনেল্লির সঙ্গে দেখা করেছেন ইকার্দির স্ত্রী ও এজেন্ট ওয়ান্দা।
‘ফুটবল ইতালিয়া’ বলছে, সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শীতকালীন দলবদলে পিএসজি থেকে ধারে জুভেন্টাসে আসবেন ইকার্দি। এই মুহূর্তে জুভদের আক্রমণভাগের দুই তারকা আলভারো মোরাতা ও পাওলো দিবালা ফর্মহীনতায় ভুগছেন। মোরাতা সহজতম সুযোগগুলোও হাতছাড়া করছেন। চোট থেকে ফেরা দিবালাও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। তা ছাড়া এ মৌসুম শেষেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে তাঁর।
খোদ জুভেন্টাসভিত্তিক একটি ওয়েবসাইট লিখেছে, চোটগ্রস্ত দিবালাকে আর বইতে পারছে না ক্লাব। কর্তৃপক্ষ হাঁপিয়ে উঠেছে। তাই নতুন স্ট্রাইকারের সন্ধানে নেমেছে তুরিনের বুড়িরা।
কয়েক মাস আগেও প্যারিসে বেশ সুখেই ছিলেন ইকার্দি। কিন্তু লিওনেল মেসি বার্সেলোনা পাট চুকিয়ে পিএসজিতে তাঁবু গাড়াতেই হয়েছে সমস্যা। ইদানীং বেঞ্চ গরম করেই সময় কাটছে ইকার্দির। বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ মিলছে কম। এমনকি নেইমার জুনিয়র চোটে পড়ে ছিটকে গেলেও ২৮ বছর বয়সী স্ট্রাইকারকে শুরুর একাদশে রাখা হচ্ছে না।
মূলত মেসির সঙ্গে বৈরিতার কারণেই মরিসিও পচেত্তিনোর দলে উপেক্ষিত থেকে যাচ্ছেন ইকার্দি। ২০১৩ সালে ইকার্দি-ওয়ান্দার পরিচয় হয়। সে সময় ওয়ান্দা ছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড ম্যাক্সি লোপেসের স্ত্রী। লোপেস আবার মেসির কাছের বন্ধু।
২০১৪ সালে লোপেজকে তালাক দেওয়ার কিছুদিনের মধ্যে ইকার্দিকে বিয়ে করেন ওয়ান্দা। তারপর থেকে মেসির সঙ্গে ইকার্দির দূরত্ব সৃষ্টি হয়। সেই মেসি এবার পিএসজিতে আসায় সেখান থেকে যত দ্রুত সম্ভব স্বামীকে সরিয়ে নিতে চাইছেন ওয়ান্দা।
এখন প্রশ্ন উঠছে, ইকার্দি তো চাইলে ইন্টার মিলানেও ফিরতে পারতেন। কিন্তু জুভেন্টাসে যেতে চাইছেন কেন? এখানেও বাধা তাঁর স্ত্রী।
মিলান ছাড়ার আগপর্যন্ত সিরি ‘আ’-এর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টারের অধিনায়ক ছিলেন ইকার্দি। তাঁর ক্যারিয়ারের উত্থানটাও এখান থেকে। কিন্তু মিলান ছাড়ার আগে ক্লাব কর্তৃপক্ষ ও ইকার্দির ইন্টার সতীর্থদের সঙ্গেও ঝামেলায় জড়ান ‘বিতর্কিত নারী’ ওয়ান্দা। বেশ কিছু বেফাঁস মন্তব্য করেন তিনি। সে কারণে আর মিলানমুখো হতে চান না তিনি।
পিএসজির হয়ে এ মৌসুমে মাত্র ছয় ম্যাচে শুরুর একাদশে ছিলেন ইকার্দি। তাতেই ইকার্দি রেখেছেন সামর্থ্যের ছাপ। করেছেন তিন গোল।
ফুটবলারদের বিতর্কিত স্ত্রীদের সংক্ষিপ্ত তালিকা করলে ওয়ান্দা নারা ওপরের দিকেই থাকবেন। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির স্ত্রী ওয়ান্দা আবার তাঁর এজেন্টও।
৩৫ বছর বয়সী মডেল ওয়ান্দার চাওয়াতেই ২০১৯ সালে ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান থেকে ধারে পিএসজিতে যান ইকার্দি। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির মনে ধরায় গত বছর প্যারিসিয়ানদের সঙ্গে ৪ বছরের চুক্তি করেন তিনি। কিন্তু এক বছর পেরোতেই স্বামীকে ছাড়িয়ে নিতে চাইছেন ওয়ান্দা। আবার ফেরাতে চাইছেন ইতালিতে।
তবে এবার ইন্টারে নয়, জুভেন্টাসে থিতু হতে চাইছেন ইকার্দি। তুরিনের ক্লাবটির সঙ্গে এরই মধ্যে কথা অনেক দূর এগিয়ে নিয়েছেন ওয়ান্দা।
ক্রীড়াবিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট বাইবেল’ তাদের প্রতিবেদনে লিখেছে, জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া আগনেল্লির সঙ্গে দেখা করেছেন ইকার্দির স্ত্রী ও এজেন্ট ওয়ান্দা।
‘ফুটবল ইতালিয়া’ বলছে, সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শীতকালীন দলবদলে পিএসজি থেকে ধারে জুভেন্টাসে আসবেন ইকার্দি। এই মুহূর্তে জুভদের আক্রমণভাগের দুই তারকা আলভারো মোরাতা ও পাওলো দিবালা ফর্মহীনতায় ভুগছেন। মোরাতা সহজতম সুযোগগুলোও হাতছাড়া করছেন। চোট থেকে ফেরা দিবালাও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। তা ছাড়া এ মৌসুম শেষেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে তাঁর।
খোদ জুভেন্টাসভিত্তিক একটি ওয়েবসাইট লিখেছে, চোটগ্রস্ত দিবালাকে আর বইতে পারছে না ক্লাব। কর্তৃপক্ষ হাঁপিয়ে উঠেছে। তাই নতুন স্ট্রাইকারের সন্ধানে নেমেছে তুরিনের বুড়িরা।
কয়েক মাস আগেও প্যারিসে বেশ সুখেই ছিলেন ইকার্দি। কিন্তু লিওনেল মেসি বার্সেলোনা পাট চুকিয়ে পিএসজিতে তাঁবু গাড়াতেই হয়েছে সমস্যা। ইদানীং বেঞ্চ গরম করেই সময় কাটছে ইকার্দির। বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ মিলছে কম। এমনকি নেইমার জুনিয়র চোটে পড়ে ছিটকে গেলেও ২৮ বছর বয়সী স্ট্রাইকারকে শুরুর একাদশে রাখা হচ্ছে না।
মূলত মেসির সঙ্গে বৈরিতার কারণেই মরিসিও পচেত্তিনোর দলে উপেক্ষিত থেকে যাচ্ছেন ইকার্দি। ২০১৩ সালে ইকার্দি-ওয়ান্দার পরিচয় হয়। সে সময় ওয়ান্দা ছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড ম্যাক্সি লোপেসের স্ত্রী। লোপেস আবার মেসির কাছের বন্ধু।
২০১৪ সালে লোপেজকে তালাক দেওয়ার কিছুদিনের মধ্যে ইকার্দিকে বিয়ে করেন ওয়ান্দা। তারপর থেকে মেসির সঙ্গে ইকার্দির দূরত্ব সৃষ্টি হয়। সেই মেসি এবার পিএসজিতে আসায় সেখান থেকে যত দ্রুত সম্ভব স্বামীকে সরিয়ে নিতে চাইছেন ওয়ান্দা।
এখন প্রশ্ন উঠছে, ইকার্দি তো চাইলে ইন্টার মিলানেও ফিরতে পারতেন। কিন্তু জুভেন্টাসে যেতে চাইছেন কেন? এখানেও বাধা তাঁর স্ত্রী।
মিলান ছাড়ার আগপর্যন্ত সিরি ‘আ’-এর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টারের অধিনায়ক ছিলেন ইকার্দি। তাঁর ক্যারিয়ারের উত্থানটাও এখান থেকে। কিন্তু মিলান ছাড়ার আগে ক্লাব কর্তৃপক্ষ ও ইকার্দির ইন্টার সতীর্থদের সঙ্গেও ঝামেলায় জড়ান ‘বিতর্কিত নারী’ ওয়ান্দা। বেশ কিছু বেফাঁস মন্তব্য করেন তিনি। সে কারণে আর মিলানমুখো হতে চান না তিনি।
পিএসজির হয়ে এ মৌসুমে মাত্র ছয় ম্যাচে শুরুর একাদশে ছিলেন ইকার্দি। তাতেই ইকার্দি রেখেছেন সামর্থ্যের ছাপ। করেছেন তিন গোল।
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
৩ ঘণ্টা আগে