নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘জিততেই হবে’, আজকের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে বেঙ্গালুরু এফসির সমীকরণটা ছিল এ রকম। মরিয়া বেঙ্গালুরু যে বসুন্ধরার রক্ষণের পরীক্ষা নেবে সেটা অনুমিতই ছিল। ম্যাচে শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে প্রতিপক্ষের সব প্রচেষ্টা ব্যর্থ করে গোলশূন্য ড্রয়ে একটা পয়েন্ট ঠিকই নিজেদের নামের পাশে যোগ করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। পয়েন্টের সঙ্গে এসেছে খানিকটা দুশ্চিন্তাও। এএফসি কাপের পরের রাউন্ডে খেলতে হলে এখন ভারতেরই আরেক দল এটিকে মোহনবাগানের ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে বসুন্ধরাকে।
দুই দিন আগে স্বাগতিক ক্লাব মাজিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল বসুন্ধরা। দুই ম্যাচে বাংলাদেশ সেরাদের পয়েন্ট এখন ৪। আজ রাতে মাজিয়ার বিপক্ষে খেলবে মোহনবাগান। মোহনবাগান জিতে গেলে কাজটা বেশ কঠিনই হয়ে পড়বে বসুন্ধরার সামনে। দুই ম্যাচ জিতে আইএসএল রানার্সআপ দলটির পয়েন্ট হবে ৬। মঙ্গলবার ভারতীয় দলটির বিপক্ষে খেলবে বসুন্ধরা। পরের রাউন্ড নিশ্চিত করতে হলে সেই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প খোলা থাকবে না বসুন্ধরার সামনে। মাজিয়া যদি মোহনবাগানকে রুখে দেয় তাহলে বসুন্ধরা-মোহনবাগানের পয়েন্ট হবে সমান ৪। আর মাজিয়া যদি জয় পেয়েই যায় তাহলে পরের ম্যাচের আগে কাজটা সহজ হবে বসুন্ধরার।
মালের জাতীয় স্টেডিয়ামে মাজিয়াকে হারানো একাদশ নিয়েই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ সাজিয়েছিলেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজেন। ফরমেশনটাও ছিল আগের মতোই ৪-১-৪-১।
শুরু থেকেই বল দখলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলের প্রথম সুযোগ পেয়েছিল বেঙ্গালুরুই। ২৪ মিনিটে ডি-বক্সে বেঙ্গালুরুর সেন্টার-ব্যাক মাসাবু কিংয়ের ভালো একটি শট ঠেকিয়ে দেন বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
৩৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ এসেছিল বসুন্ধরার সামনে। ২৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের জোরের সঙ্গে নেওয়া শট লাফিয়ে ঠেকান বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু।
৫৬ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল বসুন্ধরা। বিপলু আহমেদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের মধ্যে ঢোকেন পরেন রবসন রবিনহো। তাঁর নেওয়া শট বেঙ্গালুরু গোলরক্ষক পা দিয়ে ঠেকালেও বল প্রায় গোললাইন অতিক্রম করেই ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে বিপদমুক্ত করেন ডিফেন্ডার রোশান সিং।
৭২ মিনিটে বসুন্ধরাকে আবারও রক্ষা করেন জিকো। সুনীল ছেত্রীর বক্সের মধ্যে থেকে নেওয়া শট লাফিয়ে ফিরিয়ে দেন বসুন্ধরা গোলরক্ষক। ৭৩ মিনিটে কর্নার থেকে আসা বল ক্রস বারে লেগে নিচের দিকে গোল লাইন বরাবর পড়লেও অল্পের জন্য রক্ষা পায় বসুন্ধরা। গোল লাইন অতিক্রম করেছে এমন অভিযোগ নিয়ে বেঙ্গালুরুর খেলোয়াড়েরা আবেদন করলেও তাঁদের আবেদন কাজে লাগেনি। ৮৩ মিনিটে ব্রাজিলিয়ান ক্লেইটন অগাস্তোর দূর পাল্লার মাটি কামড়ানো শট ডান দিকে ঝাঁপিয়ে বসুন্ধরাকে আরেকবার বাঁচান জিকো।
‘জিততেই হবে’, আজকের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে বেঙ্গালুরু এফসির সমীকরণটা ছিল এ রকম। মরিয়া বেঙ্গালুরু যে বসুন্ধরার রক্ষণের পরীক্ষা নেবে সেটা অনুমিতই ছিল। ম্যাচে শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে প্রতিপক্ষের সব প্রচেষ্টা ব্যর্থ করে গোলশূন্য ড্রয়ে একটা পয়েন্ট ঠিকই নিজেদের নামের পাশে যোগ করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। পয়েন্টের সঙ্গে এসেছে খানিকটা দুশ্চিন্তাও। এএফসি কাপের পরের রাউন্ডে খেলতে হলে এখন ভারতেরই আরেক দল এটিকে মোহনবাগানের ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে বসুন্ধরাকে।
দুই দিন আগে স্বাগতিক ক্লাব মাজিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল বসুন্ধরা। দুই ম্যাচে বাংলাদেশ সেরাদের পয়েন্ট এখন ৪। আজ রাতে মাজিয়ার বিপক্ষে খেলবে মোহনবাগান। মোহনবাগান জিতে গেলে কাজটা বেশ কঠিনই হয়ে পড়বে বসুন্ধরার সামনে। দুই ম্যাচ জিতে আইএসএল রানার্সআপ দলটির পয়েন্ট হবে ৬। মঙ্গলবার ভারতীয় দলটির বিপক্ষে খেলবে বসুন্ধরা। পরের রাউন্ড নিশ্চিত করতে হলে সেই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প খোলা থাকবে না বসুন্ধরার সামনে। মাজিয়া যদি মোহনবাগানকে রুখে দেয় তাহলে বসুন্ধরা-মোহনবাগানের পয়েন্ট হবে সমান ৪। আর মাজিয়া যদি জয় পেয়েই যায় তাহলে পরের ম্যাচের আগে কাজটা সহজ হবে বসুন্ধরার।
মালের জাতীয় স্টেডিয়ামে মাজিয়াকে হারানো একাদশ নিয়েই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ সাজিয়েছিলেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজেন। ফরমেশনটাও ছিল আগের মতোই ৪-১-৪-১।
শুরু থেকেই বল দখলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলের প্রথম সুযোগ পেয়েছিল বেঙ্গালুরুই। ২৪ মিনিটে ডি-বক্সে বেঙ্গালুরুর সেন্টার-ব্যাক মাসাবু কিংয়ের ভালো একটি শট ঠেকিয়ে দেন বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
৩৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ এসেছিল বসুন্ধরার সামনে। ২৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের জোরের সঙ্গে নেওয়া শট লাফিয়ে ঠেকান বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু।
৫৬ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল বসুন্ধরা। বিপলু আহমেদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের মধ্যে ঢোকেন পরেন রবসন রবিনহো। তাঁর নেওয়া শট বেঙ্গালুরু গোলরক্ষক পা দিয়ে ঠেকালেও বল প্রায় গোললাইন অতিক্রম করেই ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে বিপদমুক্ত করেন ডিফেন্ডার রোশান সিং।
৭২ মিনিটে বসুন্ধরাকে আবারও রক্ষা করেন জিকো। সুনীল ছেত্রীর বক্সের মধ্যে থেকে নেওয়া শট লাফিয়ে ফিরিয়ে দেন বসুন্ধরা গোলরক্ষক। ৭৩ মিনিটে কর্নার থেকে আসা বল ক্রস বারে লেগে নিচের দিকে গোল লাইন বরাবর পড়লেও অল্পের জন্য রক্ষা পায় বসুন্ধরা। গোল লাইন অতিক্রম করেছে এমন অভিযোগ নিয়ে বেঙ্গালুরুর খেলোয়াড়েরা আবেদন করলেও তাঁদের আবেদন কাজে লাগেনি। ৮৩ মিনিটে ব্রাজিলিয়ান ক্লেইটন অগাস্তোর দূর পাল্লার মাটি কামড়ানো শট ডান দিকে ঝাঁপিয়ে বসুন্ধরাকে আরেকবার বাঁচান জিকো।
লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
২৬ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগেলঙ্কা জয় করে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দল এখন ফুরফুরে মেজাজে। তবে দেশে ফিরলেও লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। কারণ, পরশু মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
২ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও সময় বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে এখনই চলছে নানা জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে আগামী বিশ্বকাপে বদলে যেতে পারে ফুটবলের একটি নিয়ম।
৩ ঘণ্টা আগে