ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি থেকে শুরু করে আনুষ্ঠানিক পরিচয়পর্ব সব শেষ। এখন বাকি শুধু মেজর লিগ সকারে (এমএলএস) আর্জেন্টাইন তারকার অভিষেক দেখার পালা। সেই অপেক্ষা আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ফুরানোর কথা।
ভক্ত-সমর্থকদের অভিষেক ম্যাচ দেখার জন্য আমন্ত্রণও জানিয়েছেন মেসি। গত পরশু পরিচয়পর্বের পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুক্রবার আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।’ তবে শুক্রবার খেলোয়াড় হিসেবে সমর্থকদের সঙ্গে দেখা হবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছে।
শঙ্কাটা সামনে এনেছেন ডেভিড বেকহাম। ক্লাবের সহস্বত্বাধিকারী জানিয়েছেন, মেসি অনেক দিন ধরে ছুটিতে থাকায় শুক্রবারের ম্যাচে খেলার মতো ফিটনেসে আছে কি না, তা পরীক্ষা করবে মিয়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের সহস্বত্বাধিকারী বলেছেন, ‘আমরা জানি না লিও ম্যাচটি খেলবে কি না অথবা সে সময় পাবে কি না। কারণ, সর্বোপরি মনে করি, তার প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন। আমাদের তাকে রক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে সে প্রস্তুত। সে ছুটি শেষে সবে মিয়ামিতে এসেছে। তবে সে অনুশীলন করছে এবং দেখতেও ভালো লাগছে।’
তবে পুরো সিদ্ধান্ত মেসি ও কোচ টাটা মার্টিনোর ওপরই ছেড়ে দিয়েছেন বেকহাম। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘আমি মনে করি লিও এবং টাটাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে লিও যদি শুক্রবার খেলে, পরিবেশটা দুর্দান্ত হবে এবং আশা করি জয় পাব।’
বেকহামের শঙ্কা সত্যি প্রমাণিত হলে এমএলএসে মেসির অভিষেক তিন দিন পিছিয়ে যাবে। লিগ কাপের পরবর্তী ম্যাচে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর অভিষেক হবে। ম্যাচটি ২৫ জুলাই আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে খেলবে মিয়ামি।
ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি থেকে শুরু করে আনুষ্ঠানিক পরিচয়পর্ব সব শেষ। এখন বাকি শুধু মেজর লিগ সকারে (এমএলএস) আর্জেন্টাইন তারকার অভিষেক দেখার পালা। সেই অপেক্ষা আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ফুরানোর কথা।
ভক্ত-সমর্থকদের অভিষেক ম্যাচ দেখার জন্য আমন্ত্রণও জানিয়েছেন মেসি। গত পরশু পরিচয়পর্বের পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুক্রবার আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।’ তবে শুক্রবার খেলোয়াড় হিসেবে সমর্থকদের সঙ্গে দেখা হবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছে।
শঙ্কাটা সামনে এনেছেন ডেভিড বেকহাম। ক্লাবের সহস্বত্বাধিকারী জানিয়েছেন, মেসি অনেক দিন ধরে ছুটিতে থাকায় শুক্রবারের ম্যাচে খেলার মতো ফিটনেসে আছে কি না, তা পরীক্ষা করবে মিয়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের সহস্বত্বাধিকারী বলেছেন, ‘আমরা জানি না লিও ম্যাচটি খেলবে কি না অথবা সে সময় পাবে কি না। কারণ, সর্বোপরি মনে করি, তার প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন। আমাদের তাকে রক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে সে প্রস্তুত। সে ছুটি শেষে সবে মিয়ামিতে এসেছে। তবে সে অনুশীলন করছে এবং দেখতেও ভালো লাগছে।’
তবে পুরো সিদ্ধান্ত মেসি ও কোচ টাটা মার্টিনোর ওপরই ছেড়ে দিয়েছেন বেকহাম। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘আমি মনে করি লিও এবং টাটাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে লিও যদি শুক্রবার খেলে, পরিবেশটা দুর্দান্ত হবে এবং আশা করি জয় পাব।’
বেকহামের শঙ্কা সত্যি প্রমাণিত হলে এমএলএসে মেসির অভিষেক তিন দিন পিছিয়ে যাবে। লিগ কাপের পরবর্তী ম্যাচে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর অভিষেক হবে। ম্যাচটি ২৫ জুলাই আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে খেলবে মিয়ামি।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ মিনিট আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
১ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৩ ঘণ্টা আগে