Ajker Patrika

মেসির অভিষেক নিয়ে শঙ্কা বেকহামের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫: ১২
মেসির অভিষেক নিয়ে শঙ্কা বেকহামের

ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি থেকে শুরু করে আনুষ্ঠানিক পরিচয়পর্ব সব শেষ। এখন বাকি শুধু মেজর লিগ সকারে (এমএলএস) আর্জেন্টাইন তারকার অভিষেক দেখার পালা। সেই অপেক্ষা আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ফুরানোর কথা। 

ভক্ত-সমর্থকদের অভিষেক ম্যাচ দেখার জন্য আমন্ত্রণও জানিয়েছেন মেসি। গত পরশু পরিচয়পর্বের পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুক্রবার আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।’ তবে শুক্রবার খেলোয়াড় হিসেবে সমর্থকদের সঙ্গে দেখা হবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছে। 

শঙ্কাটা সামনে এনেছেন ডেভিড বেকহাম। ক্লাবের সহস্বত্বাধিকারী জানিয়েছেন, মেসি অনেক দিন ধরে ছুটিতে থাকায় শুক্রবারের ম্যাচে খেলার মতো ফিটনেসে আছে কি না, তা পরীক্ষা করবে মিয়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের সহস্বত্বাধিকারী বলেছেন, ‘আমরা জানি না লিও ম্যাচটি খেলবে কি না অথবা সে সময় পাবে কি না। কারণ, সর্বোপরি মনে করি, তার প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন। আমাদের তাকে রক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে সে প্রস্তুত। সে ছুটি শেষে সবে মিয়ামিতে এসেছে। তবে সে অনুশীলন করছে এবং দেখতেও ভালো লাগছে।’ 

তবে পুরো সিদ্ধান্ত মেসি ও কোচ টাটা মার্টিনোর ওপরই ছেড়ে দিয়েছেন বেকহাম। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘আমি মনে করি লিও এবং টাটাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে লিও যদি শুক্রবার খেলে, পরিবেশটা দুর্দান্ত হবে এবং আশা করি জয় পাব।’ 

বেকহামের শঙ্কা সত্যি প্রমাণিত হলে এমএলএসে মেসির অভিষেক তিন দিন পিছিয়ে যাবে। লিগ কাপের পরবর্তী ম্যাচে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর অভিষেক হবে। ম্যাচটি ২৫ জুলাই আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে খেলবে মিয়ামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত