Ajker Patrika

চীন থেকে এবার সরে গেল এশিয়ান কাপ ফুটবল

আপডেট : ১৪ মে ২০২২, ১৬: ২২
চীন থেকে এবার সরে গেল এশিয়ান কাপ ফুটবল

এশিয়ান গেমসে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। করোনার সংক্রমণ বাড়তে থাকায় এবার এশিয়ান কাপ ফুটবল আয়োজনের অধিকারও ছেড়ে দিয়েছে চীন। আজ শনিবার এক বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নিশ্চিত করেছে বিষয়টি।

এএফসির বিবৃতিতে বলা হয়েছে, চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) সঙ্গে আলোচনা শেষে এএফসি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে সিএফএ এশিয়ান কাপ ফুটবল আয়োজন করছে না। কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণেই মূলত চীন এশিয়ান কাপ আয়োজনের স্বত্ব ত্যাগ করেছে।

এশিয়ান কাপের নতুন আয়োজক কারা, সে বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি এএফসি।

চীনের ১০টি শহরে আগামী বছরের ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল এশিয়ান কাপ। আগামী মাস থেকে শুরু হবে টুর্নামেন্টের বাছাইপর্ব। এশিয়ান গেমসের পাশাপাশি এশিয়ান কাপ আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্নই করে ফেলেছিল চীন। কিন্তু করোনার কারণে সেই ইচ্ছা পরিত্যাগ করতে হচ্ছে দেশটিকে। আগামী ফেব্রুয়ারিতে উইন্টার অলিম্পিক আয়োজক হওয়ার দাবি ছাড়তে হয়েছে চীনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত