লিওনেল মেসি ও দানি আলভেসের বিখ্যাত জুটিতে অনেক ম্যাচ জিতেছিল বার্সেলোনা। মেসিকে রেখে বার্সা ছেড়েছিলেন আলভেস। সেই আলভেস দ্বিতীয়বার যখন ফিরলেন তখন মেসি বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে ফিরে এসে আলভেস বোঝালেন বয়স ৩৮ হলেও তিনি এখনো ধার হারাননি। আতলেতিকোর বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে মাঠে নেমে করলেন গোল। এরপর অবশ্য জুটেছে একটি লাল কার্ডও।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই ছিল লড়াইয়ের জমজমাট প্রদর্শনী। ৮ মিনিটে ইয়ান্নিক কারাসকোর গোলে লিড নেয় আতলেতিকো। তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি জাভি হার্নান্দেজের দল। ২ মিনিট পরই গোল শোধ করেন জর্দি আলভা। ২১ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে রোনাল্ড আরাউহোর গোলে ব্যবধান ৩-১ করে বার্সা।
বিরতির পর আক্রমণাত্মক বার্সার হয়ে গোল করেন আলভেস। ৫৮ মিনিটে এক গোল শোধ করে আতলেতিকোকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন লুইস সুয়ারেজ। তবে এরপর আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউই।
ম্যাচে নাটক জমে ৬৯ মিনিটে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। ব্রাজিলিয়ান তারকার এমন অম্ল-মধুর রাতে লা লিগার পয়েন্ট টেবিলের ৪ নম্বরে ওঠে আসল বার্সা। যদিও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
লিওনেল মেসি ও দানি আলভেসের বিখ্যাত জুটিতে অনেক ম্যাচ জিতেছিল বার্সেলোনা। মেসিকে রেখে বার্সা ছেড়েছিলেন আলভেস। সেই আলভেস দ্বিতীয়বার যখন ফিরলেন তখন মেসি বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে ফিরে এসে আলভেস বোঝালেন বয়স ৩৮ হলেও তিনি এখনো ধার হারাননি। আতলেতিকোর বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে মাঠে নেমে করলেন গোল। এরপর অবশ্য জুটেছে একটি লাল কার্ডও।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই ছিল লড়াইয়ের জমজমাট প্রদর্শনী। ৮ মিনিটে ইয়ান্নিক কারাসকোর গোলে লিড নেয় আতলেতিকো। তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি জাভি হার্নান্দেজের দল। ২ মিনিট পরই গোল শোধ করেন জর্দি আলভা। ২১ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে রোনাল্ড আরাউহোর গোলে ব্যবধান ৩-১ করে বার্সা।
বিরতির পর আক্রমণাত্মক বার্সার হয়ে গোল করেন আলভেস। ৫৮ মিনিটে এক গোল শোধ করে আতলেতিকোকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন লুইস সুয়ারেজ। তবে এরপর আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউই।
ম্যাচে নাটক জমে ৬৯ মিনিটে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। ব্রাজিলিয়ান তারকার এমন অম্ল-মধুর রাতে লা লিগার পয়েন্ট টেবিলের ৪ নম্বরে ওঠে আসল বার্সা। যদিও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে