লিওনেল মেসি ও দানি আলভেসের বিখ্যাত জুটিতে অনেক ম্যাচ জিতেছিল বার্সেলোনা। মেসিকে রেখে বার্সা ছেড়েছিলেন আলভেস। সেই আলভেস দ্বিতীয়বার যখন ফিরলেন তখন মেসি বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে ফিরে এসে আলভেস বোঝালেন বয়স ৩৮ হলেও তিনি এখনো ধার হারাননি। আতলেতিকোর বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে মাঠে নেমে করলেন গোল। এরপর অবশ্য জুটেছে একটি লাল কার্ডও।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই ছিল লড়াইয়ের জমজমাট প্রদর্শনী। ৮ মিনিটে ইয়ান্নিক কারাসকোর গোলে লিড নেয় আতলেতিকো। তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি জাভি হার্নান্দেজের দল। ২ মিনিট পরই গোল শোধ করেন জর্দি আলভা। ২১ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে রোনাল্ড আরাউহোর গোলে ব্যবধান ৩-১ করে বার্সা।
বিরতির পর আক্রমণাত্মক বার্সার হয়ে গোল করেন আলভেস। ৫৮ মিনিটে এক গোল শোধ করে আতলেতিকোকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন লুইস সুয়ারেজ। তবে এরপর আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউই।
ম্যাচে নাটক জমে ৬৯ মিনিটে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। ব্রাজিলিয়ান তারকার এমন অম্ল-মধুর রাতে লা লিগার পয়েন্ট টেবিলের ৪ নম্বরে ওঠে আসল বার্সা। যদিও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
লিওনেল মেসি ও দানি আলভেসের বিখ্যাত জুটিতে অনেক ম্যাচ জিতেছিল বার্সেলোনা। মেসিকে রেখে বার্সা ছেড়েছিলেন আলভেস। সেই আলভেস দ্বিতীয়বার যখন ফিরলেন তখন মেসি বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে ফিরে এসে আলভেস বোঝালেন বয়স ৩৮ হলেও তিনি এখনো ধার হারাননি। আতলেতিকোর বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে মাঠে নেমে করলেন গোল। এরপর অবশ্য জুটেছে একটি লাল কার্ডও।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই ছিল লড়াইয়ের জমজমাট প্রদর্শনী। ৮ মিনিটে ইয়ান্নিক কারাসকোর গোলে লিড নেয় আতলেতিকো। তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি জাভি হার্নান্দেজের দল। ২ মিনিট পরই গোল শোধ করেন জর্দি আলভা। ২১ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে রোনাল্ড আরাউহোর গোলে ব্যবধান ৩-১ করে বার্সা।
বিরতির পর আক্রমণাত্মক বার্সার হয়ে গোল করেন আলভেস। ৫৮ মিনিটে এক গোল শোধ করে আতলেতিকোকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন লুইস সুয়ারেজ। তবে এরপর আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউই।
ম্যাচে নাটক জমে ৬৯ মিনিটে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। ব্রাজিলিয়ান তারকার এমন অম্ল-মধুর রাতে লা লিগার পয়েন্ট টেবিলের ৪ নম্বরে ওঠে আসল বার্সা। যদিও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১১ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৪ ঘণ্টা আগে