নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একই দিনে প্রায় কাছাকাছি সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল আবাহনী লিমিটেড। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে আকাশি-নীল জার্সির ক্রিকেটাররা। আর ১২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেদনায় পুড়ছে ধানমন্ডির ক্লাবটির ফুটবল দল। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।
ময়মনসিংহে আজ ফাইনালের আয়োজনটা ছিল সংক্ষিপ্ত। কারণ একই ফাইনাল মাঠে গড়ায় গত মঙ্গলবারেও। কিন্তু ঝড়-বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে সেদিন শেষ করা যায়নি ম্যাচটি। বাকি থাকে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের খেলা। এই ১৫ মিনিটেই একজন বেশি খেলার সুবিধা নিয়ে ম্যাচটি শেষ করতে চেয়েছিল আবাহনী। কিন্তু দুই দলের কেউই সেভাবে আক্রমণ সাজাতে পারেনি। এর মধ্যে তিনবার হলুদ কার্ড দেখান রেফারি। এর আগে ১০৫ মিনিটে দেখিয়েছিলেন ১১টি হলুদ কার্ড। ১২০ মিনিট ১-১ ব্যবধানে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে।
যেখানে নায়ক বনে যান বসুন্ধরার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর এমেকা ওগবুহর শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। সেই খুশিতে নাচতে থাকেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের মতো। এরপর ঠেকিয়েছিলেন মিরাজুলের শটও, কিন্তু তাঁর ভুলের কারণে পেনাল্টিটি আবার নেওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। শ্রাবণ সেই শট ফেরাতে পারেননি অবশ্য, তবে বসুন্ধরাকে তেমন অসুবিধায় পড়তে হয়নি। দাসিয়েল সান্তোসের নেওয়া শেষ শটটি জালে জড়ালে উৎসবের গান গায় তারা।
দাসিয়েলের আগে টাইব্রেকারে বসুন্ধরার হয়ে গোল করেন ইনসান হোসেন, তপু বর্মন, শেখ মোরসালিন ও জনাথন ফার্নান্দেজ। মিরাজুলসহ আবাহনীর হয়ে গোলের দেখা পান রাফায়েল অগুস্তো ও সবুজ হোসেন। কিন্তু দ্বিতীয় শট নিতে গিয়ে ভুলটি করেন এমেকা।
গত মঙ্গলবার ময়মনসিংহে মঙ্গলবার ১০৫ মিনিটের ফাইনাল অমীমাংসিত ছিল ১-১ সমতায়। গোল দুটি অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের প্রথমার্ধে হয়েছে । ষষ্ঠ মিনিটে সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকে হুয়ান লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। কিন্তু ম্যাচের ১৫ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম । এমেকা ওগবুহর চুলচেরা পাসে টোকা মেরে জাল কাঁপান তিনি। ঝড়ের কারণে ১ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকে খেলা । পরে ভেজা মাঠে খেলা শুরু হলেও আর কোনো গোল হয়নি। তবে ১০২ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা।
স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় ১০৫ মিনিটের পর সেদিন রেফারি খেলা চালানো আর সম্ভব মনে করেননি। আবাহনী অবশ্য খেলতে চেয়েছিল। তবে রেফারির সিদ্ধান্ত খুশিমনে মেনে নেয় বসুন্ধরা। এক সপ্তাহ পর টাইব্রেকার রোমাঞ্চে শিরোপা ধরে রেখে চতুর্থবার চ্যাম্পিয়ন হলো তারা।
একই দিনে প্রায় কাছাকাছি সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল আবাহনী লিমিটেড। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে আকাশি-নীল জার্সির ক্রিকেটাররা। আর ১২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেদনায় পুড়ছে ধানমন্ডির ক্লাবটির ফুটবল দল। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।
ময়মনসিংহে আজ ফাইনালের আয়োজনটা ছিল সংক্ষিপ্ত। কারণ একই ফাইনাল মাঠে গড়ায় গত মঙ্গলবারেও। কিন্তু ঝড়-বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে সেদিন শেষ করা যায়নি ম্যাচটি। বাকি থাকে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের খেলা। এই ১৫ মিনিটেই একজন বেশি খেলার সুবিধা নিয়ে ম্যাচটি শেষ করতে চেয়েছিল আবাহনী। কিন্তু দুই দলের কেউই সেভাবে আক্রমণ সাজাতে পারেনি। এর মধ্যে তিনবার হলুদ কার্ড দেখান রেফারি। এর আগে ১০৫ মিনিটে দেখিয়েছিলেন ১১টি হলুদ কার্ড। ১২০ মিনিট ১-১ ব্যবধানে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে।
যেখানে নায়ক বনে যান বসুন্ধরার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর এমেকা ওগবুহর শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। সেই খুশিতে নাচতে থাকেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের মতো। এরপর ঠেকিয়েছিলেন মিরাজুলের শটও, কিন্তু তাঁর ভুলের কারণে পেনাল্টিটি আবার নেওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। শ্রাবণ সেই শট ফেরাতে পারেননি অবশ্য, তবে বসুন্ধরাকে তেমন অসুবিধায় পড়তে হয়নি। দাসিয়েল সান্তোসের নেওয়া শেষ শটটি জালে জড়ালে উৎসবের গান গায় তারা।
দাসিয়েলের আগে টাইব্রেকারে বসুন্ধরার হয়ে গোল করেন ইনসান হোসেন, তপু বর্মন, শেখ মোরসালিন ও জনাথন ফার্নান্দেজ। মিরাজুলসহ আবাহনীর হয়ে গোলের দেখা পান রাফায়েল অগুস্তো ও সবুজ হোসেন। কিন্তু দ্বিতীয় শট নিতে গিয়ে ভুলটি করেন এমেকা।
গত মঙ্গলবার ময়মনসিংহে মঙ্গলবার ১০৫ মিনিটের ফাইনাল অমীমাংসিত ছিল ১-১ সমতায়। গোল দুটি অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের প্রথমার্ধে হয়েছে । ষষ্ঠ মিনিটে সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকে হুয়ান লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। কিন্তু ম্যাচের ১৫ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম । এমেকা ওগবুহর চুলচেরা পাসে টোকা মেরে জাল কাঁপান তিনি। ঝড়ের কারণে ১ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকে খেলা । পরে ভেজা মাঠে খেলা শুরু হলেও আর কোনো গোল হয়নি। তবে ১০২ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা।
স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় ১০৫ মিনিটের পর সেদিন রেফারি খেলা চালানো আর সম্ভব মনে করেননি। আবাহনী অবশ্য খেলতে চেয়েছিল। তবে রেফারির সিদ্ধান্ত খুশিমনে মেনে নেয় বসুন্ধরা। এক সপ্তাহ পর টাইব্রেকার রোমাঞ্চে শিরোপা ধরে রেখে চতুর্থবার চ্যাম্পিয়ন হলো তারা।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৮ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
১০ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১১ ঘণ্টা আগে