স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে একটি রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল ২০০তম ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। রেকর্ডের ম্যাচে তিনি শিষ্যদের কাছে উপহার হিসেবে পেয়েছেন জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে টাইব্রেকারের জয়ের ম্যাচটির নায়ক হচ্ছেন থিবো কোর্তোয়া। তাঁর বিশ্বস্ত হাতেই ফাইনালে উঠেছে লস ব্ল্যাংকোসরা।
রিয়ালের ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে ক্লাবটির ২০০ ম্যাচ পরিচালনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান কোচের আগে আরও তিনজন এই মাইলফলক স্পর্শ করেছেন রিয়ালের হয়ে। ৬০৫ ম্যাচ নিয়ে শীর্ষে আছেন মিগুয়েল মুনোজ। ২৬৫ ম্যাচে ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে দুইয়ে আছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির পরে ২৪৬ ম্যাচে তিনে আছেন স্পেনকে ২০১০ বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক।
সুপারকাপের সেমিফাইনাল ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আসলে দুই দলের গোলরক্ষক কোর্তোয়া ও গিওর্গি মামারদাশভিলির দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচটি রোমাঞ্চকর হয়েছে। তাঁদের বীরত্বেই নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে যায়। তবে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক হন কোর্তোয়া।
পুরো ম্যাচে অবিশ্বাস্য পাঁচটি সেভ দেওয়া ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি টাইব্রেকারে নায়ক হতে পারেননি। রিয়ালের নেওয়া চারটি শটই গোল হয়। পেনাল্টি চারটি নেন অধিনায়ক করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস ও বদলি নামা মার্কো আসেনসিও।
অন্যদিকে ভ্যালেন্সিয়ার নেওয়া পাঁচ শটের প্রথমটি বারের ওপর দিয়ে মারেন এরাই কোমের্তে। পরের তিন শটে গোল করেন এডিনসন কাভানি, ইলাইশ মোরিবা ও হুগো গিয়ামোন। আর পঞ্চম শটটি নিতে এসে মাঝ বরাবর মারেন হোসে গায়া। স্প্যানিশ ডিফেন্ডারের শটটি পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। এতে তাঁর বীরত্বেই ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।
এর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। ৩৯ মিনিটে রিয়ালকে পেনাল্টিতে গোল এনে দেন বেনজামা। তবে বিরতির পরেই ৪৬ মিনিটে গোলটি শোধ দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। আগামী রোববারের ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ পাবে রিয়াল তা জানা যাবে আজ রাতে। রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে একটি রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল ২০০তম ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। রেকর্ডের ম্যাচে তিনি শিষ্যদের কাছে উপহার হিসেবে পেয়েছেন জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে টাইব্রেকারের জয়ের ম্যাচটির নায়ক হচ্ছেন থিবো কোর্তোয়া। তাঁর বিশ্বস্ত হাতেই ফাইনালে উঠেছে লস ব্ল্যাংকোসরা।
রিয়ালের ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে ক্লাবটির ২০০ ম্যাচ পরিচালনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান কোচের আগে আরও তিনজন এই মাইলফলক স্পর্শ করেছেন রিয়ালের হয়ে। ৬০৫ ম্যাচ নিয়ে শীর্ষে আছেন মিগুয়েল মুনোজ। ২৬৫ ম্যাচে ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে দুইয়ে আছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির পরে ২৪৬ ম্যাচে তিনে আছেন স্পেনকে ২০১০ বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক।
সুপারকাপের সেমিফাইনাল ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আসলে দুই দলের গোলরক্ষক কোর্তোয়া ও গিওর্গি মামারদাশভিলির দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচটি রোমাঞ্চকর হয়েছে। তাঁদের বীরত্বেই নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে যায়। তবে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক হন কোর্তোয়া।
পুরো ম্যাচে অবিশ্বাস্য পাঁচটি সেভ দেওয়া ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি টাইব্রেকারে নায়ক হতে পারেননি। রিয়ালের নেওয়া চারটি শটই গোল হয়। পেনাল্টি চারটি নেন অধিনায়ক করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস ও বদলি নামা মার্কো আসেনসিও।
অন্যদিকে ভ্যালেন্সিয়ার নেওয়া পাঁচ শটের প্রথমটি বারের ওপর দিয়ে মারেন এরাই কোমের্তে। পরের তিন শটে গোল করেন এডিনসন কাভানি, ইলাইশ মোরিবা ও হুগো গিয়ামোন। আর পঞ্চম শটটি নিতে এসে মাঝ বরাবর মারেন হোসে গায়া। স্প্যানিশ ডিফেন্ডারের শটটি পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। এতে তাঁর বীরত্বেই ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।
এর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। ৩৯ মিনিটে রিয়ালকে পেনাল্টিতে গোল এনে দেন বেনজামা। তবে বিরতির পরেই ৪৬ মিনিটে গোলটি শোধ দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। আগামী রোববারের ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ পাবে রিয়াল তা জানা যাবে আজ রাতে। রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৮ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৯ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১২ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৫ ঘণ্টা আগে