ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে একটি রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল ২০০তম ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। রেকর্ডের ম্যাচে তিনি শিষ্যদের কাছে উপহার হিসেবে পেয়েছেন জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে টাইব্রেকারের জয়ের ম্যাচটির নায়ক হচ্ছেন থিবো কোর্তোয়া। তাঁর বিশ্বস্ত হাতেই ফাইনালে উঠেছে লস ব্ল্যাংকোসরা।
রিয়ালের ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে ক্লাবটির ২০০ ম্যাচ পরিচালনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান কোচের আগে আরও তিনজন এই মাইলফলক স্পর্শ করেছেন রিয়ালের হয়ে। ৬০৫ ম্যাচ নিয়ে শীর্ষে আছেন মিগুয়েল মুনোজ। ২৬৫ ম্যাচে ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে দুইয়ে আছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির পরে ২৪৬ ম্যাচে তিনে আছেন স্পেনকে ২০১০ বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক।
সুপারকাপের সেমিফাইনাল ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আসলে দুই দলের গোলরক্ষক কোর্তোয়া ও গিওর্গি মামারদাশভিলির দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচটি রোমাঞ্চকর হয়েছে। তাঁদের বীরত্বেই নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে যায়। তবে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক হন কোর্তোয়া।
পুরো ম্যাচে অবিশ্বাস্য পাঁচটি সেভ দেওয়া ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি টাইব্রেকারে নায়ক হতে পারেননি। রিয়ালের নেওয়া চারটি শটই গোল হয়। পেনাল্টি চারটি নেন অধিনায়ক করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস ও বদলি নামা মার্কো আসেনসিও।
অন্যদিকে ভ্যালেন্সিয়ার নেওয়া পাঁচ শটের প্রথমটি বারের ওপর দিয়ে মারেন এরাই কোমের্তে। পরের তিন শটে গোল করেন এডিনসন কাভানি, ইলাইশ মোরিবা ও হুগো গিয়ামোন। আর পঞ্চম শটটি নিতে এসে মাঝ বরাবর মারেন হোসে গায়া। স্প্যানিশ ডিফেন্ডারের শটটি পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। এতে তাঁর বীরত্বেই ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।
এর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। ৩৯ মিনিটে রিয়ালকে পেনাল্টিতে গোল এনে দেন বেনজামা। তবে বিরতির পরেই ৪৬ মিনিটে গোলটি শোধ দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। আগামী রোববারের ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ পাবে রিয়াল তা জানা যাবে আজ রাতে। রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে একটি রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল ২০০তম ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। রেকর্ডের ম্যাচে তিনি শিষ্যদের কাছে উপহার হিসেবে পেয়েছেন জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে টাইব্রেকারের জয়ের ম্যাচটির নায়ক হচ্ছেন থিবো কোর্তোয়া। তাঁর বিশ্বস্ত হাতেই ফাইনালে উঠেছে লস ব্ল্যাংকোসরা।
রিয়ালের ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে ক্লাবটির ২০০ ম্যাচ পরিচালনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান কোচের আগে আরও তিনজন এই মাইলফলক স্পর্শ করেছেন রিয়ালের হয়ে। ৬০৫ ম্যাচ নিয়ে শীর্ষে আছেন মিগুয়েল মুনোজ। ২৬৫ ম্যাচে ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে দুইয়ে আছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির পরে ২৪৬ ম্যাচে তিনে আছেন স্পেনকে ২০১০ বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক।
সুপারকাপের সেমিফাইনাল ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আসলে দুই দলের গোলরক্ষক কোর্তোয়া ও গিওর্গি মামারদাশভিলির দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচটি রোমাঞ্চকর হয়েছে। তাঁদের বীরত্বেই নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে যায়। তবে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক হন কোর্তোয়া।
পুরো ম্যাচে অবিশ্বাস্য পাঁচটি সেভ দেওয়া ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি টাইব্রেকারে নায়ক হতে পারেননি। রিয়ালের নেওয়া চারটি শটই গোল হয়। পেনাল্টি চারটি নেন অধিনায়ক করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস ও বদলি নামা মার্কো আসেনসিও।
অন্যদিকে ভ্যালেন্সিয়ার নেওয়া পাঁচ শটের প্রথমটি বারের ওপর দিয়ে মারেন এরাই কোমের্তে। পরের তিন শটে গোল করেন এডিনসন কাভানি, ইলাইশ মোরিবা ও হুগো গিয়ামোন। আর পঞ্চম শটটি নিতে এসে মাঝ বরাবর মারেন হোসে গায়া। স্প্যানিশ ডিফেন্ডারের শটটি পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। এতে তাঁর বীরত্বেই ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।
এর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। ৩৯ মিনিটে রিয়ালকে পেনাল্টিতে গোল এনে দেন বেনজামা। তবে বিরতির পরেই ৪৬ মিনিটে গোলটি শোধ দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। আগামী রোববারের ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ পাবে রিয়াল তা জানা যাবে আজ রাতে। রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে