কাতারে আজ ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটিকে ঘিরে কাতারের রাজধানী দোহায় যেন আর্জেন্টিনার সমর্থকদের ঢল উঠেছে।
লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলেই হয়তো কাতার বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রে আর্জেন্টিনা। সমর্থকদের জার্সি, প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন সবকিছুতেই ভেসে উঠেছে মেসির প্রদর্শনী। সমর্থকদের এই আবেগের মূল্য জয় দিয়েই হয়তো দিতে চাইবেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পা হড়কালে কী বিপদ তৈরি হতে পারে, সেটা চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেই টের পেয়েছিলেন মেসিরা। সেবার প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন লিওনেল মেসি। ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেলেও ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেসিরা।
সেই শিক্ষা থেকে আজ সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই গোলের চেষ্টা করে যাবে আর্জেন্টিনা। শেষ তিন ম্যাচে অন্তত তিনটি করে গোল করেছে আলবিসেলেস্তেরা। সেই কোপটা আজ পড়তে পারে সৌদির ঘাড়েও। আরব দেশগুলোর বিপক্ষে মেসির অপরাজেয় দ্বৈরথও পরিসংখ্যানের পালে দিচ্ছে হাওয়া। সৌদির বিপক্ষে কত গোল করবেন তা নিয়েও বাড়ছে বাজির দর।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
বাড়তি আগ্রহ আছে আর্জেন্টিনা একাদশ নিয়েও। চোট নিয়ে লিসান্দ্রো মার্তিনেজের অস্বস্তি আছে। গুইদো রদ্রিগেজের আছে অসুস্থতা। অস্বস্তি না থাকলে মেসি থাকবেন শুরু থেকেই। লাউতারো মার্তিনেজ ও আনহেল ডি মারিয়া হবেন মেসির আক্রমণের সঙ্গী। লিসান্দ্রো মার্তিনেজ না খেললে ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে নিয়েই হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ।
সৌদির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ, আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
কাতারে আজ ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটিকে ঘিরে কাতারের রাজধানী দোহায় যেন আর্জেন্টিনার সমর্থকদের ঢল উঠেছে।
লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলেই হয়তো কাতার বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রে আর্জেন্টিনা। সমর্থকদের জার্সি, প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন সবকিছুতেই ভেসে উঠেছে মেসির প্রদর্শনী। সমর্থকদের এই আবেগের মূল্য জয় দিয়েই হয়তো দিতে চাইবেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পা হড়কালে কী বিপদ তৈরি হতে পারে, সেটা চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেই টের পেয়েছিলেন মেসিরা। সেবার প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন লিওনেল মেসি। ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেলেও ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেসিরা।
সেই শিক্ষা থেকে আজ সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই গোলের চেষ্টা করে যাবে আর্জেন্টিনা। শেষ তিন ম্যাচে অন্তত তিনটি করে গোল করেছে আলবিসেলেস্তেরা। সেই কোপটা আজ পড়তে পারে সৌদির ঘাড়েও। আরব দেশগুলোর বিপক্ষে মেসির অপরাজেয় দ্বৈরথও পরিসংখ্যানের পালে দিচ্ছে হাওয়া। সৌদির বিপক্ষে কত গোল করবেন তা নিয়েও বাড়ছে বাজির দর।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
বাড়তি আগ্রহ আছে আর্জেন্টিনা একাদশ নিয়েও। চোট নিয়ে লিসান্দ্রো মার্তিনেজের অস্বস্তি আছে। গুইদো রদ্রিগেজের আছে অসুস্থতা। অস্বস্তি না থাকলে মেসি থাকবেন শুরু থেকেই। লাউতারো মার্তিনেজ ও আনহেল ডি মারিয়া হবেন মেসির আক্রমণের সঙ্গী। লিসান্দ্রো মার্তিনেজ না খেললে ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে নিয়েই হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ।
সৌদির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ, আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১০ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১১ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে