Ajker Patrika

নেশনস লিগ

কোয়ার্টার ফাইনালে ইতালি-জার্মানির আগুনে ম্যাচ আজ

ক্রীড়া ডেস্ক    
ইতালির বিপক্ষে লড়াইয়ের আগে জামার্ন ফুটবল দলের অনুশীলন। ছবি: এএফপি
ইতালির বিপক্ষে লড়াইয়ের আগে জামার্ন ফুটবল দলের অনুশীলন। ছবি: এএফপি

আন্তর্জাতিক ফুটবলে এখন ম্যাচের মেলা। ফিফা বিশ্বকাপের বাছাইয়ে এএফসি, কনমেবল এবং কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) লড়াইয়ের মধ্যেই শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই। নেশনস লিগের শেষ আটের প্রথম লেগে আজ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি। আরও দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স খেলবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

ব্রাজিলের (৫) পর সবচেয়ে বেশি ৪ বার করে ফিফা বিশ্বকাপ জিতেছে ইতালি ও জার্মানি। তাই এই লড়াইটিকেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ধরা হচ্ছে। মিলানের স্যান সিরোতে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচ দেখা যাবে সনি টেন ৫ চ্যানেলে।

জার্মানির বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুসংবাদ শুনেছে ইতালি। উরুতে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না মাতেও রেতেগুইয়ের। শুধু প্রথম লেগেই নয়, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও খেলা হচ্ছে না দারুণ ফর্মে থাকা আতালান্তার এই স্ট্রাইকারের। এই মৌসুমে ২২ গোল করে সিরি আ’র শীর্ষে রয়েছেন রেতেগুই। তাই তাঁকে না পাওয়াটা ইতালির জন্য বড় একটা ধাক্কাই। জার্মানির বিপক্ষে লড়াইয়ে ইতালির দলের কোচ লুসিয়ানো স্পেলেত্তি বলছেন, ‘কিছুটা চাপে রয়েছি আমি, তবে খুব বেশি চিন্তিত নই।’

এ পর্যন্ত দুই দল ৩৭ বার পরস্পরের বিপক্ষে খেলেছে। বেশি ১৫টি মাচ জিতেছে ইতালি। জার্মানরা জিতেছে ৯ বার। বাকি ১৩টি ম্যাচ হয়েছে ড্র। আজ কি জিততে পারবে ইতালি। অবশ্য সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত ইতালি। এই পাঁচ ম্যাচের একটিতে ড্র, বাকি চারটিতে জিতেছে তারা।

জার্মানিও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। তারাও এই পাঁচ ম্যাচের একটিতে ড্র করেছে, জিতেছে বাকি ৪ টিতে। আজকের ম্যাচ নিয়ে জার্মান দলের কোচ হুলিয়ান নাগেলসম্যান বললেন, ‘যদিও দলে কয়েকজন অনুপস্থিত, তারপরও আমরা ভালো একটা দল। ইতালির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দুটি (কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ধরে) অবশ্যই আমাদের ইতিবাচকভাবে খেলা উচিত।’

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হবে ২৩ মার্চ জার্মানির ডর্টমুন্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত