Ajker Patrika

১৩ নভেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ তারিখ

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৩
১৩ নভেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ তারিখ

শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের মাস। আর ১৫ দিন পরই শুরু হবে কাতার বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপের উন্মাদনায় মাততে স্কোয়াড গোছানো শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। তবে বিশ্বকাপে কোন ফুটবলারের খেলার স্বপ্ন ভেঙে যাবে তা জানা যাবে আগামী ১৩ নভেম্বরের মধ্যে। ফিফা জানিয়েছে, এই তারিখের মধ্যেই স্কোয়াড ঘোষণা করতে হবে।

অবশ্য স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে বাদ যাওয়ার আগেই বিশ্বমঞ্চ থেকে হারিয়ে যাচ্ছেন অনেক তারকা ফুটবলার। কেননা, এবারের বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ফুটবলারদের চোটের মিছিল যেন ততই বাড়ছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের। ইতিমধ্যে তারা পল পগবা, অ্যান্তোনিও কন্তে, রাফায়েল ভারানের মতো তারকাদের হারিয়েছে। অন্যান্য দলও আছে ঝুঁকির মধ্যে। ক্লাব ফুটবলের ম্যাচে আরও বেশ কিছু তারকা চোটে পড়েছেন।

প্রথম দল হিসেবে দুই দিন আগে এবারের বিশ্বকাপের দল ঘোষণা করেছে জাপান। ধীরে ধীরে অন্যান্য দলের স্কোয়াডও আসবে নিশ্চয়ই। তবে সেটা অবশ্যই দিতে হবে ১৩ নভেম্বরের মধ্যে। বিশ্বকাপের ৩২ দলকে বিষয়টি জানিয়ে দিয়েছে ফিফা।

এই সময়ের মধ্যে প্রতিটি দলকে ২৬ জন ফুটবলার নিয়ে সাজাতে হবে স্কোয়াড। তালিকায় বাধ্যতামূলক রাখতে হবে তিনজন গোলকিপার। দল ঘোষণার পর কোনো ফুটবলার চোটে পড়লে বদলি খেলোয়াড় নেওয়া যাবে স্কোয়াডে। এর জন্য ফিফার অনুমতি লাগবে। আর তা অবশ্যই দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত