Ajker Patrika

নাচে-গানে শুরু হলো বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১: ৫০
নাচে-গানে শুরু হলো বিশ্বকাপ

নাচ-গানে মেতে উঠেছে আল-বায়েত স্টেডিয়াম। আতশবাজি আর বিশ্বকাপ আলোয় ঝলমলে কাতারের আল-খোর শহর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ২২ তম ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করছেন আমেরিকান সুপারস্টার মরগান ফ্রিম্যান। 

কানায় কানায় পূর্ণ ৬০ হাজার ধারণক্ষমতার আল-বায়েত স্টেডিয়াম। বিটিএস খ্যাত পপ তারকা জুংকুক এবং কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসিকের পারফর্ম মাতিয়ে তুলেছে দর্শকদের। 

নাচে-গানে শুরু হলো বিশ্বকাপঅনুষ্ঠানে বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের পতাকা নিয়ে হয়েছে বিশেষ প্রদর্শনী। মঞ্চে একে একে উপস্থিত করা হয় প্রতিটি দেশের জার্সি। চোখে পড়ার মতো ব্যবহার করা হয়েছে প্রযুক্তি। কাতার বিশ্বকাপের মাসকট লাইবও কেড়েছে নজর। 

অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত