ব্যালন ডি’অরসহ যেকোনো পুরস্কার ও শিরোপা জয় লিওনেল মেসির কাছে ডালভাত। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ক্যাবিনেট যে পুরস্কারের ভাণ্ডার। প্রতি বছরই কোনো না কোনো শিরোপা, পুরস্কার তিনি পেয়েই পাচ্ছেন।
মেসি এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারে ব্যালন ডি’অর জিতেছেন ৮ টি। ২০০৯ এ পেয়েছেন প্রথমবার। এরপর ২০১২ পর্যন্ত টানা জিতেছেন চতুর্থ ব্যালন ডি’অর। আর সর্বশেষ অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন ২০২৩ সালে। যার মধ্যে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ২০১০ এর ব্যালন ডি’অর জয় যেন মেনে নিতে কষ্ট হচ্ছে ওয়েসলি স্নেইডারের। ২০১০ ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস হয়েছে রানার্সআপ। ৫ গোল করে স্নেইডার যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সেই বিশ্বকাপে। একই সঙ্গে ইন্টার মিলানের হয়ে ২০০৯-১০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ডাচ ফরোয়ার্ড। সেই চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল ও অ্যাসিস্ট করেছেন ৬ গোলে।
অন্যদিকে ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালে। সেই বিশ্বকাপে মেসি কোনো গোল পাননি। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ২০০৯-১০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হয়ে করেছেন ৮ গোল। সেবার ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে প্রথম তিনে ছিলেন বার্সার তৎকালীন তিন তারকা মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজ। স্নেইডার ছিলেন চার নম্বরে। মিশরের আলহাইয়া টিভিতে এক সাক্ষাৎকারে ডাচ ফরোয়ার্ড বলেন, ‘এখানে কিছুটা অবিচার হয়েছে যে আমি ২০১০ ব্যালন ডি’অর জিততে পারিনি আর মেসি সেটা জিতেছে। তবে আমি এমন না যে সেটা নিয়ে কান্নাকাটি করব।’
স্নেইডার ২০১০ বিশ্বকাপে রানার্সআপ হওয়া নিয়েও আফসোস করেছেন। ডাচ ফরোয়ার্ড বলেন, ‘ব্যালন ডি’অর হচ্ছে ব্যক্তিগত শিরোপা। আমার কাছে দলগত শিরোপাই মুখ্য। যদি আমাকে ব্যালন ডি’অর. চ্যাম্পিয়নস লিগ যেকোনো একটা বেছে নিতে হয়, আমি চ্যাম্পিয়নস লিগকে বেছে নেব। স্পেনের বিপক্ষে ২০১০ বিশ্বকাপের ফাইনাল আমাদের জেতা উচিত ছিল। তবে তারা (স্পেন) দুর্দান্ত খেলে আমাদের হারিয়েছে।’
ব্যালন ডি’অরসহ যেকোনো পুরস্কার ও শিরোপা জয় লিওনেল মেসির কাছে ডালভাত। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ক্যাবিনেট যে পুরস্কারের ভাণ্ডার। প্রতি বছরই কোনো না কোনো শিরোপা, পুরস্কার তিনি পেয়েই পাচ্ছেন।
মেসি এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারে ব্যালন ডি’অর জিতেছেন ৮ টি। ২০০৯ এ পেয়েছেন প্রথমবার। এরপর ২০১২ পর্যন্ত টানা জিতেছেন চতুর্থ ব্যালন ডি’অর। আর সর্বশেষ অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন ২০২৩ সালে। যার মধ্যে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ২০১০ এর ব্যালন ডি’অর জয় যেন মেনে নিতে কষ্ট হচ্ছে ওয়েসলি স্নেইডারের। ২০১০ ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস হয়েছে রানার্সআপ। ৫ গোল করে স্নেইডার যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সেই বিশ্বকাপে। একই সঙ্গে ইন্টার মিলানের হয়ে ২০০৯-১০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ডাচ ফরোয়ার্ড। সেই চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল ও অ্যাসিস্ট করেছেন ৬ গোলে।
অন্যদিকে ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালে। সেই বিশ্বকাপে মেসি কোনো গোল পাননি। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ২০০৯-১০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হয়ে করেছেন ৮ গোল। সেবার ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে প্রথম তিনে ছিলেন বার্সার তৎকালীন তিন তারকা মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজ। স্নেইডার ছিলেন চার নম্বরে। মিশরের আলহাইয়া টিভিতে এক সাক্ষাৎকারে ডাচ ফরোয়ার্ড বলেন, ‘এখানে কিছুটা অবিচার হয়েছে যে আমি ২০১০ ব্যালন ডি’অর জিততে পারিনি আর মেসি সেটা জিতেছে। তবে আমি এমন না যে সেটা নিয়ে কান্নাকাটি করব।’
স্নেইডার ২০১০ বিশ্বকাপে রানার্সআপ হওয়া নিয়েও আফসোস করেছেন। ডাচ ফরোয়ার্ড বলেন, ‘ব্যালন ডি’অর হচ্ছে ব্যক্তিগত শিরোপা। আমার কাছে দলগত শিরোপাই মুখ্য। যদি আমাকে ব্যালন ডি’অর. চ্যাম্পিয়নস লিগ যেকোনো একটা বেছে নিতে হয়, আমি চ্যাম্পিয়নস লিগকে বেছে নেব। স্পেনের বিপক্ষে ২০১০ বিশ্বকাপের ফাইনাল আমাদের জেতা উচিত ছিল। তবে তারা (স্পেন) দুর্দান্ত খেলে আমাদের হারিয়েছে।’
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
৩ ঘণ্টা আগে