Ajker Patrika

‘শিশুতোষ’ ভুল করা বেকারের পাশে ক্লপ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৪: ২৪
‘শিশুতোষ’ ভুল করা বেকারের পাশে ক্লপ

লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার হয়তো আফসোস করছেন, তাঁর ‘শিশুতোষ’ ভুলে গতকাল অ্যানফিল্ডে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি লিভারপুল। তার পরও অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ এ ব্যাপারে তেমন একটা ভাবছেন না।

অ্যানফিল্ডে গতকাল লিভারপুল-উলভারহ্যাম্পটন ম্যাচের ২৬ মিনিটের ঘটনা। লিভারপুল গোলরক্ষক বেকার পাস দিতে গিয়েছিলেন সতীর্থকে। তবে সেই পাস চলে যায় ডি-বক্সের ভেতর থাকা বিপক্ষ দলের খেলোয়াড় গনসালো গেদেসের কাছে। উলভস এই ফরোয়ার্ড গোল করে এগিয়ে নেন দলকে। এরপর লিভারপুলের গোল ২টি করেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। নুনেজ করেন ৪৫ মিনিটে ও সালাহ করেন ৫২ মিনিটে। আর ৬৬ মিনিটে হোয়াং হি চানের গোলে ২-২ সমতা করে উলভস। শেষ পর্যন্ত ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।

বেকারের ভুলের আফসোস ক্লপ করছেন ঠিকই, তবে বেকারের আগের অবদানের কথাও স্মরণ করেছেন তিনি। লিভারপুল কোচ বলেন, ‘বেশ দারুণ শুরু করেছি আমরা। আমরা সত্যিই দারুণ খেলেছি। গোল হওয়াটা উচিত হয়নি। তবে আমরা জানি যে অ্যালিসন এর আগেও আমাদের অনেকবার বাঁচিয়েছে।’

গতকাল লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে কোডি গাকপোর। ডাচ এই তরুণ ফুটবলারের খেলা দেখে আশাবাদী ক্লপ বলেন, ‘প্রথম ম্যাচে খেলা অত সহজ হয় না। আমরা তার থেকে সেরাটা আশা করতে পারি না। তবে সে ভবিষ্যতে দারুণ খেলবে। তার সেরাটা শিগগিরই বেরিয়ে আসবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত