Ajker Patrika

মেসির পর রামোসও বিদায় জানাচ্ছেন পিএসজিকে 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ জুন ২০২৩, ১০: ২৭
Thumbnail image

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে কদিন আগেই। এবার আরও এক তারকা ফুটবলারের পিএসজি অধ্যায় শেষ হতে যাচ্ছে। পিএসজিকে বিদায় জানিয়েছেন সার্জিও রামোস।

সামাজিক মাধ্যমে গতকাল পিএসজিকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন রামোস। আজ ক্লেরমঁত ফুতের বিপক্ষে ম্যাচটিই স্প্যানিশ এই ডিফেন্ডারের পিএসজির জার্সিতে শেষ ম্যাচ। পার্ক দে প্রিন্সেসে পিএসজি-ক্লেরমঁত ফুত ম্যাচটিই চলতি মৌসুমে লিগ ওয়ানের শেষ ম্যাচ। গতকাল নিজের ইনস্টাগ্রামে স্প্যানিশ এই ডিফেন্ডার লিখেছেন, ‘আগামীকাল এক বিশেষ দিন। আমার জীবনের আরেকটি মঞ্চকে বিদায় জানাতে যাচ্ছি। পিএসজিকে বিদায়। আমি জানি না একজন মানুষ কত জায়গায় নিজের মতো মনে করতে পারে। কিন্তু সত্যি বলতে, নিঃসন্দেহে পিএসজি, ভক্তরা এবং প্যারিস তার মধ্যে ছিল উল্লেখযোগ্য। দুটি বিশেষ বছরের জন্য ধন্যবাদ, যার জন্য আমি সব টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং সবটুকু দিতে পেরেছি।’

চলতি মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার ব্যাপার গত পরশু সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’

রামোস, মেসি দুজনেই পিএসজিতে এসেছেন ২০২১-২২ মৌসুমে। মেসি প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন আর রিয়াল মাদ্রিদে ১৬ বছর কাটিয়ে পিএসজিতে এসেছিলেন রামোস। দুই মৌসুম খেলে দুজনেই বিদায় জানাচ্ছেন প্যারিসিয়ানদের। পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে রামোস খেলেছেন ৫৭ ম্যাচ, করেছেন ৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে। মেসির মতো রামোস পিএসজির জার্সিতে দুটো লিগ ওয়ান (২০২১-২২, ২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত