ক্রীড়া ডেস্ক
‘সেট-পিসে’ দুর্দান্ত আর্সেনাল—ব্যাপারটি ম্যাচের আগেও বলেছিলেন থিবো কর্তোয়া। এ জন্য তাঁর সতর্কতা ও প্রস্তুতিও ছিল ব্যাপক। কিন্তু ম্যাচে সেট-পিসেই ধরাশায়ী হলো রিয়াল মাদ্রিদ। কর্তোয়া ছিলেন বলেই চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি কয়েকটি গোল কম হজম করেছেন। তবে এই বেলজিয়ান গোলরক্ষকও ব্যর্থ হয়েছেন সেট পিস ফ্রি-কিকেই। আর্সেনাল দুটি ফ্রি-কিক পেয়েছে, দুটিতেই গোল আদায় করে নিয়েছে তারা।
ডেকলান রাইসের অসাধারণ-অনবদ্য দুটি ফ্রি-কিক শট যেন ছিল চোখের শান্তি। এমন জাদুকরী শট আর গোল দেখে রিয়ালের সমর্থকদেরও নিশ্চয়ই অবাক করেছে! সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যম সব জায়গায় প্রশংসা রাইসের। কেউ আবার কৌতুক করে লিখেছেন, আর্সেনালের রাইসে পেট ভরেছে রিয়ালের।
গোল ডটকম আফ্রিকা রসিকতা করে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামের হাতে ভাতের প্লেট দিয়ে—ডেকলান রাইসের খাবার পরিবেশনের একটি ছবি পোস্ট করছে। ক্যাপশনে তারা লিখেছে, রাইসের অত্যন্ত সুস্বাদু পরিবেশন।
সবচেয়ে অবাক করা ব্যাপার, রাইস এর আগে কখনো ফ্রি-কিকে গোল করতে পারেননি। দুটো গোলই তাঁর এক-দুই। কিন্তু নিজের ডান পায়ের এমন শটে রবার্তো কার্লোসই যেন এ ম্যাচে হয়ে ওঠেন রাইস। ম্যাচশেষে প্রথম গোলের বাঁকানো শট নিয়ে এই ইংলিশ মিডফিল্ডার বললে, ‘আমি আসলে বলটা ক্রস করতে চেয়েছিলাম, কিন্তু বাধা (মানব দেয়াল) আর গোলকিপারকে দেখে শট নিলাম।’
৭০ মিনিটে দ্বিতীয় গোলে আবারও এত নিখুঁত শট। পোস্টের কোনায় লেগে গোল হলো, এবার যেন এমিরাটসে ডেভিড বেকহামই ফিরে এসেছেন। এর আগে ওয়েস্টহাম ও আর্সেনালের হয়ে ৩৩৮ ম্যাচ কখনো ফ্রি-কিক গোল করতে পারেননি তিনি। ম্যাচটা রাইসের সারা জীবন মনে থাকবে, ‘এগুলো জাদুকরী মুহূর্ত, জানেন তো? এগুলো সারা জীবন আমার সঙ্গে থাকবে। এটা ছিল একদম বিশেষ, বিশেষ রাত।’
‘সেট-পিসে’ দুর্দান্ত আর্সেনাল—ব্যাপারটি ম্যাচের আগেও বলেছিলেন থিবো কর্তোয়া। এ জন্য তাঁর সতর্কতা ও প্রস্তুতিও ছিল ব্যাপক। কিন্তু ম্যাচে সেট-পিসেই ধরাশায়ী হলো রিয়াল মাদ্রিদ। কর্তোয়া ছিলেন বলেই চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি কয়েকটি গোল কম হজম করেছেন। তবে এই বেলজিয়ান গোলরক্ষকও ব্যর্থ হয়েছেন সেট পিস ফ্রি-কিকেই। আর্সেনাল দুটি ফ্রি-কিক পেয়েছে, দুটিতেই গোল আদায় করে নিয়েছে তারা।
ডেকলান রাইসের অসাধারণ-অনবদ্য দুটি ফ্রি-কিক শট যেন ছিল চোখের শান্তি। এমন জাদুকরী শট আর গোল দেখে রিয়ালের সমর্থকদেরও নিশ্চয়ই অবাক করেছে! সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যম সব জায়গায় প্রশংসা রাইসের। কেউ আবার কৌতুক করে লিখেছেন, আর্সেনালের রাইসে পেট ভরেছে রিয়ালের।
গোল ডটকম আফ্রিকা রসিকতা করে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামের হাতে ভাতের প্লেট দিয়ে—ডেকলান রাইসের খাবার পরিবেশনের একটি ছবি পোস্ট করছে। ক্যাপশনে তারা লিখেছে, রাইসের অত্যন্ত সুস্বাদু পরিবেশন।
সবচেয়ে অবাক করা ব্যাপার, রাইস এর আগে কখনো ফ্রি-কিকে গোল করতে পারেননি। দুটো গোলই তাঁর এক-দুই। কিন্তু নিজের ডান পায়ের এমন শটে রবার্তো কার্লোসই যেন এ ম্যাচে হয়ে ওঠেন রাইস। ম্যাচশেষে প্রথম গোলের বাঁকানো শট নিয়ে এই ইংলিশ মিডফিল্ডার বললে, ‘আমি আসলে বলটা ক্রস করতে চেয়েছিলাম, কিন্তু বাধা (মানব দেয়াল) আর গোলকিপারকে দেখে শট নিলাম।’
৭০ মিনিটে দ্বিতীয় গোলে আবারও এত নিখুঁত শট। পোস্টের কোনায় লেগে গোল হলো, এবার যেন এমিরাটসে ডেভিড বেকহামই ফিরে এসেছেন। এর আগে ওয়েস্টহাম ও আর্সেনালের হয়ে ৩৩৮ ম্যাচ কখনো ফ্রি-কিক গোল করতে পারেননি তিনি। ম্যাচটা রাইসের সারা জীবন মনে থাকবে, ‘এগুলো জাদুকরী মুহূর্ত, জানেন তো? এগুলো সারা জীবন আমার সঙ্গে থাকবে। এটা ছিল একদম বিশেষ, বিশেষ রাত।’
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
১০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে