Ajker Patrika

মানের খেলতে না পারায় আক্ষেপ ফন ডাইকের

মানের খেলতে না পারায় আক্ষেপ ফন ডাইকের

জাতীয় দল ভিন্ন হলেও সাদিও মানে এবং ভার্জিল ফন ডাইক একসঙ্গে ইংলিশ ক্লাব লিভারপুলে খেলেছিলেন দীর্ঘদিন। সুযোগ ছিল, এবারের বিশ্বকাপে দুজনের একসঙ্গে দেখা হওয়ার। তবে তা হতে দিল না মানের চোট। তাতে আক্ষেপে পুড়ছেন ভার্জিল ফন ডাইক।

এবারের বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস এবং সেনেগাল। ২১ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-সেনেগাল। তবে চোটে পড়ায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না মানের। তাতে ক্লাব ফুটবলের পুরনো সতীর্থের মুখোমুখি বিশ্বকাপে হতে পারছেন না ফন ডাইক। এই ব্যাপারে আক্ষেপ করে ডাচ অধিনায়ক বলেন, ‘অবশ্যই তার (মানে) জন্য আমার খারাপ লাগছে। এমন মঞ্চে খেলার জন্য আমরা খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করি। আমি জানি যে সে অনেক সাহসী। তবে এটা খুবই কঠিন ব্যাপার এবং তার জন্য আমার কষ্ট হচ্ছে।’

সেনেগাল, নেদারল্যান্ডস ছাড়া ‘এ’ গ্রুপের বাকি দুই দল হচ্ছে কাতার, ইকুয়েডর। ২৫ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে সেনেগাল। একই দিন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। আর ২৯ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সেনেগাল। এই দিন স্বাগতিক কাতারের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ডাচরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত